বাংলালিংক সিম অপারেটর প্রতিনিয়ত নতুন সিমগুলাতে বিভিন্ন অফার প্রদান করে থাকে। তারমধ্যে অন্যতম একটি হচ্ছে রেফার কোড ব্যবহার করে ১জিবি ফ্রি ইন্টারনেট লুফে নেওয়া। আপনি যদি বাংলালিংক নতুন সিম নিয়ে থাকেন বা ব্যবহৃত বাংলালিংক সিমটি দিয়ে এখনো My Bl অ্যাপে লগইন বা রেফার অপশনটি ব্যবহার করেননি তাহলে আপনি প্রথমবার রেফার কোড ব্যবহার করে সহজে ১জিবি ইন্টারনেট বোনাস নিয়ে নিতে পারবেন। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আপনি আপনার Banglalink সিমে একদম ফ্রিতে 1GB ইন্টারনেট বোনাস নিয়ে নিতে পারবেন। বাংলালিংক সিমের এই দারুণ অফারটি পেতে হলে আপনাকে অবশ্যই সম্পূর্ণ আর্টিকেলটি অনুসরণ করতে হবে।
১জিবি ফ্রি ইন্টারনেট পাওয়ার উপায় :
রেফার কোড ব্যবহার করে ১জিবি ফ্রিতে পেতে নিচের ধাপগুলা অনুসরণ করুন। (বিদ্রঃ অবশ্যই নতুন সিম হতে হবে এবং প্রথমবার লগইন করতে হবে)
ধাপ - ০১ : প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে MY BL অ্যাপসটি আপনার Android ফোনে ডাউনলোড করে নিন। এছাড়াও আপনি এই লিংক থেকে বাংলালিংক অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন।
ধাপ - ০২ : অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করুন এবং তারপর আপনার নতুন বাংলালিংক সিমটির নাম্বার দিয়ে লগইন করুন। অবশ্যই আপনি এখন পর্যন্ত যে নাম্বারটি দিয়ে বাংলালিংক অ্যাপ ব্যবহার করেন নি এমন নাম্বার দিন।
ধাপ - ০৩ : লগইন করার পর এখান থেকে উপরে থাকা ডানদিকের থ্রি ডট বাটনে ক্লিক করুন।
ধাপ - ০৪ : থ্রি ডট বাটনে ক্লিক করার পর, এখন Rafer & Earn অপশনে ক্লিক করুন।
ধাপ - ০৫ : Refer & Earn বাটনে ক্লিক করার পর নিচের দিকে একটা ফাঁকা ঘর দেখতে পারবেন। এখানে আপনি 72B1EA5F এই কোডটি বসিয়ে Redeem অপশনে ক্লিক করে দিন।
Redeem এ ক্লিক করার কিছুক্ষণের মধ্যে আপনি ১জিবি ইন্টারনেট ফ্রি পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারছে। যেকোন সিমের নিত্যনতুন অফার জানতে আমাদের সাথে থাকুন। আপনার বাংলালিংক সিমে 72B1EA5F রেফার কোডটি ব্যবহার করে ফ্রিতে ১জিবি ইন্টারনেট পাবেন। তাই এখনই এই কোডটি ব্যবহার করুন ও জিনে নিন বাংলালিংক থেকে ইন্টারনেট বোনাস।
আশা করি বুঝতে পারছেন, রেফার কোডটি শুধুমাত্র একবার ব্যবহার করে বোনাস নেওয়া যাবে। আপনি যদি বোনাস না পেয়ে থাকেন, তাহলে বুঝতে হবে ইতিমধ্যে আপনি রেফার কোডটি ব্যবহার করে ফেলেছে। এরকম নিত্যনতুন টিপস ও ট্রিকস জানতে আমাদের সাথে থাকুন।
0 Comments
Your comment helps to inspire and motivate a blogger to write something better, so please don't forget to give your feedback after reading each post.
Emoji