ডিগ্রি 'বিএ ও বিএসএস' গ্রুপের সকল বর্ষের বইয়ের তালিকা
যারা ডিগ্রি 'বিএ ও বিএসএস' (BA & BSS) গ্রুপে ভর্তি হয়েছেন, কিন্তু এখনও নিজের বর্ষের বইয়ের সম্পূর্ণ তালিকা জানতে পারেননি, তাদের জন্য আজকের এই আর্টিকেলটি। এখানে আপনি জানতে পারবেন 'বিএ ও বিএসএস' (BA & BSS) গ্রুপের’ ১ম, ২য় ও ৩য় বর্ষের সকল বইয়ের নাম এবং পত্রকোড। ডিগ্রি পাস কোর্সের বিএ ও বিএসএস বিভাগের জন্য প্রতিটি বর্ষে একটি করে আবশ্যিক বিষয় রয়েছে, তা হলো - ১ম বর্ষ : স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, ২য় বর্ষ : বাংলা ও জাতীয় ভাষা, ৩য় বর্ষ : ইংরেজী।
এছাড়া, প্রতিটি বর্ষে তিনটি করে ঐচ্ছিক বিষয়ও রয়েছে। ঐচ্ছিক বিষয়গুলো নির্ভর করবে কলেজ কর্তৃপক্ষের নির্দেশনা এবং শিক্ষার্থীর পছন্দের উপর। প্রথম বর্ষে আপনার গ্রুপ থেকে যে তিনটি বিষয় নির্বাচন করবেন বা কলেজ কর্তৃক যে তিনটি বিষয় নির্ধারিত হবে, সেগুলোই আপনার ঐচ্ছিক বিষয় হিসেবে গণ্য হবে। প্রত্যেক বর্ষে প্রতিটি ঐচ্ছিক বিষয়ের জন্য দুটি করে পত্র নির্ধারিত থাকবে। ফলে, প্রতিটি বর্ষে একজন শিক্ষার্থীকে মোট ৭টি বই পড়তে হবে।
ডিগ্রি ১ম বর্ষ 'বিএ ও বিএসএস' গ্রুপের বইয়ের তালিকা
ডিগ্রি পাস কোর্সের ১ম বর্ষের 'বিএ ও বিএসএস' (BA & BSS) বিভাগের জন্য একটি আবশ্যিক বিষয় রয়েছে, তা হলো স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। এছাড়া, এই বর্ষে তিনটি ঐচ্ছিক বিষয়ও রয়েছে। ঐচ্ছিক বিষয়গুলো নির্ভর করবে কলেজ কর্তৃপক্ষের নির্দেশনা এবং শিক্ষার্থীর পছন্দের উপর। আপনার গ্রুপ থেকে যে তিনটি বিষয় নির্বাচন করবেন বা কলেজ কর্তৃক যে তিনটি বিষয় নির্ধারিত হবে, সেগুলোই আপনার ঐচ্ছিক বিষয় হিসেবে গণ্য হবে। ১ম বর্ষে প্রতিটি ঐচ্ছিক বিষয়ের জন্য দুটি করে পত্র নির্ধারিত রয়েছে - যথাক্রমে ১ম পত্র (Paper-I) এবং ২য় পত্র (Paper-II)। ফলে, প্রথম বর্ষে একজন শিক্ষার্থীকে মোট ৭টি বই পড়তে হবে।
▣ আবশ্যিক বিষয় : স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
বিষয়
Paper Code
Paper Title
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
211501
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
অন্যান্য বিষয়সমূহ
ডিগ্রি ১ম বর্ষে আবশ্যিক বিষয় ছাড়া অন্যান্য প্রতিটি বিষয়ের দুটি করে পত্র থাকে (Paper-I ও Paper-II)। নিচে 'বিএ ও বিএসএস' (BA & BSS) বিভাগের অন্যান্য সকল বিষয়ের নাম ও পত্রকোড দেওয়া হলো।
▣ বিষয় : আরবি
Paper Code
Paper
Paper Title
111201
Paper-I
Arabic Prose
111203
Paper-II
History of Arabic Literature-I (500–1258 AD)
▣ বিষয় : সংস্কৃত
Paper Code
Paper
Paper Title
111301
Paper-I
History of Sanskrit Literature
111303
Paper-II
Sanskrit Drama
▣ বিষয় : ইতিহাস
Paper Code
Paper
Paper Title
111503
Paper-I
History of Bengal (Ancient–1204 AD)
111505
Paper-II
History of South Asia (1526–1765)
▣ বিষয় : ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
Paper Code
Paper
Paper Title
111601
Paper-I
Political and Cultural History of Islam (upto 750 A.D)
111603
Paper-II
Political and Cultural History of Islam (750–1258 A.D)
▣ বিষয় : দর্শন
Paper Code
Paper
Paper Title
111701
Paper-I
Problems of Philosophy
111703
Paper-II
Ethics
▣ বিষয় : ইসলাম শিক্ষা
Paper Code
Paper
Paper Title
111801
Paper-I
Quranic Studies
111803
Paper-II
Al-Kalam
▣ বিষয় : রাষ্ট্রবিজ্ঞান
Paper Code
Paper
Paper Title
111901
Paper-I
Political Theory
111903
Paper-II
Political Organization & Political System (UK & USA)
▣ বিষয় : সমাজবিজ্ঞান
Paper Code
Paper
Paper Title
112001
Paper-I
Introductory Sociology
112003
Paper-II
Social History & Anthropology
▣ বিষয় : সমাজকল্যাণ
Paper Code
Paper
Paper Title
112101
Paper-I
History & Philosophy of Social Work
112103
Paper-II
Needs & Social Problems of Bangladesh
▣ বিষয় : অর্থনীতি
Paper Code
Paper
Paper Title
112201
Paper-I
Microeconomics
112203
Paper-II
Bangladesh Economy
⁝ সংক্ষিপ্তে ↴
🔹 মোট বই : ৭টি (১টি আবশ্যিক + ৩টি ঐচ্ছিক বিষয়ে ৬টি পত্র)
🔹 আবশ্যিক বিষয় : স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
🔹 ঐচ্ছিক বিষয় : শিক্ষার্থীর পছন্দ ও কলেজ কর্তৃক নির্ধারিত অনুযায়ী ৩টি বিষয়।
ডিগ্রি ২য় বর্ষ 'বিএ ও বিএসএস' গ্রুপের বইয়ের তালিকা
ডিগ্রি পাস কোর্সের 'বিএ ও বিএসএস' (BA & BSS) বিভাগেরদ্বিতীয় বর্ষে একটি আবশ্যিক বিষয় নির্ধারিত রয়েছে, সেটি হলো বাংলা জাতীয় ভাষা। এর পাশাপাশি, শিক্ষার্থী ও কলেজ কর্তৃক নির্ধারিত - প্রথম বর্ষে যে তিনটি ঐচ্ছিক বিষয় নির্বাচন করা হয়েছিল, ২য় বর্ষেও সেই একই বিষয়গুলো অব্যাহত থাকবে। তবে এই বর্ষে প্রতিটি ঐচ্ছিক বিষয়ের জন্য দুটি করে পত্র নির্ধারিত রয়েছে - যথাক্রমে ৩য় পত্র (Paper-III) এবং ৪র্থ পত্র (Paper-IV)। ফলে, ২য় বর্ষে একজন শিক্ষার্থীকে মোট ৭টি বই পড়তে হবে।
▣ আবশ্যিক বিষয় : বাংলা
বিষয়
Paper Code
Paper Title
বাংলা
131001
বাংলা জাতীয় ভাষা
অন্যান্য বিষয়সমূহ
ডিগ্রি ২য় বর্ষে আবশ্যিক বিষয় ছাড়া অন্যান্য প্রতিটি বিষয়ের দুটি করে পত্র থাকে (Paper-III ও Paper-IV)। নিচে 'বিএ ও বিএসএস' (BA & BSS) বিভাগের অন্যান্য সকল বিষয়ের নাম ও পত্রকোড দেওয়া হলো।
▣ বিষয় : আরবি
Paper Code
Paper
Paper Title
121201
Paper-III
Arabic Poetry
121203
Paper-IV
History of Arabic Literature-II (1259 – to Now)
▣ বিষয় : সংস্কৃত
Paper Code
Paper
Paper Title
121301
Paper-III
Sanskrit Poetry and Prose
121303
Paper-IV
Sanskrit Grammar, Composition and Translation
▣ বিষয় : ইতিহাস
Paper Code
Paper
Paper Title
121501
Paper-III
History of Bengal (1204–1765)
121503
Paper-IV
History of South Asia (1765–1947)
▣ বিষয় : ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
Paper Code
Paper
Paper Title
121601
Paper-III
History of the Muslims in India (712–1526 A.D)
121603
Paper-IV
History of the Muslims in India (1526–1858 A.D)
▣ বিষয় : দর্শন
Paper Code
Paper
Paper Title
121701
Paper-III
Muslim Philosophy
121703
Paper-IV
Indian Philosophy
▣ বিষয় : ইসলাম শিক্ষা
Paper Code
Paper
Paper Title
121801
Paper-III
Study of Al-Hadith
121803
Paper-IV
Study of Al-Fiqh
▣ বিষয় : রাষ্ট্রবিজ্ঞান
Paper Code
Paper
Paper Title
121901
Paper-III
Government and Politics of Bangladesh
121903
Paper-IV
Political Economy of Bangladesh
▣ বিষয় : সমাজবিজ্ঞান
Paper Code
Paper
Paper Title
122001
Paper-III
Classical Social Thought
122003
Paper-IV
Social Psychology
▣ বিষয় : সমাজকল্যাণ
Paper Code
Paper
Paper Title
122101
Paper-III
Social Policy, Planning and Social Welfare Services in Bangladesh
122103
Paper-IV
Methods of Social Work
▣ বিষয় : অর্থনীতি
Paper Code
Paper
Paper Title
122201
Paper-III
Macroeconomics
122203
Paper-IV
Money, Banking, International Trade and Public Finance
⁝ সংক্ষিপ্তে ↴
🔹 মোট বই : ৭টি (১টি আবশ্যিক + ৩টি ঐচ্ছিক বিষয়ে ৬টি পত্র)
🔹 আবশ্যিক বিষয় : বাংলা জাতীয় ভাষা
🔹 ঐচ্ছিক বিষয় : শিক্ষার্থীর পছন্দ এবং কলেজ কর্তৃক নির্ধারিত অনুযায়ী প্রথম বর্ষের ৩টি বিষয়।
ডিগ্রি ৩য় বর্ষ 'বিএ ও বিএসএস' গ্রুপের বইয়ের তালিকা
ডিগ্রি পাস কোর্সের 'বিএ ও বিএসএস' (BA & BSS) বিভাগের তৃতীয় বর্ষে একটি আবশ্যিক বিষয় নির্ধারিত রয়েছে, সেটি হলো ইংরেজি (Compulsory English)। এর পাশাপাশি, শিক্ষার্থী ও কলেজ কর্তৃক নির্ধারিত - প্রথম বর্ষে যে তিনটি ঐচ্ছিক বিষয় নির্বাচন করা হয়েছিল, তৃতীয় বর্ষেও সেই একই বিষয়গুলো অব্যাহত থাকবে। তবে এই বর্ষে প্রতিটি ঐচ্ছিক বিষয়ের জন্য দুটি করে পত্র নির্ধারিত রয়েছে - যথাক্রমে ৫ম পত্র (Paper-V) এবং ষষ্ঠ পত্র (Paper-VI)। ফলে, তৃতীয় বর্ষে একজন শিক্ষার্থীকে মোট ৭টি বই পড়তে হবে।
▣ আবশ্যিক বিষয় : ইংরেজী
বিষয়
Paper Code
Paper Title
ইংরেজি (English)
121101
Compulsory English
অন্যান্য বিষয়সমূহ
ডিগ্রি ৩য় বর্ষে আবশ্যিক বিষয় ছাড়া অন্যান্য প্রতিটি বিষয়ের দুটি করে পত্র থাকে (Paper-V ও Paper-VI)। নিচে 'বিএ ও বিএসএস' (BA & BSS) বিভাগের অন্যান্য সকল বিষয়ের নাম ও পত্রকোড দেওয়া হলো।
▣ বিষয় : আরবি
Paper Code
Paper
Paper Title
131201
Paper-V
Arabic Grammar, Translation, Composition and Essay/Letter Writing
131203
Paper-VI
Islamic Ideology
▣ বিষয় : সংস্কৃত
Paper Code
Paper
Paper Title
131301
Paper-V
Sanskrit Story Literature
131303
Paper-VI
Sanskrit Poetics and Prosody
▣ বিষয় : ইতিহাস
Paper Code
Paper
Paper Title
131501
Paper-V
History of Europe (1453–1789)
131503
Paper-VI
History of Islam upto 1258 (Excluding South Asia & Spain)
▣ বিষয় : ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
Paper Code
Paper
Paper Title
131601
Paper-V
History of Modern Europe (1789–1945 A.D)
131603
Paper-VI
History of the Middle East (1258–1800 A.D)
▣ বিষয় : দর্শন
Paper Code
Paper
Paper Title
131701
Paper-V
Bangladesh Philosophy
131703
Paper-VI
General Logic
▣ বিষয় : ইসলাম শিক্ষা
Paper Code
Paper
Paper Title
131801
Paper-V
Social and Political System in Islam
131803 or 131805 or 131807
Paper-VI
Economic System and Banking in Islam
or Arabic Literature
or Islamic Civilization
▣ বিষয় : রাষ্ট্রবিজ্ঞান
Paper Code
Paper
Paper Title
131901
Paper-V
Local Government and Rural Politics in Bangladesh
131903
Paper-VI
Women and Politics
▣ বিষয় : সমাজবিজ্ঞান
Paper Code
Paper
Paper Title
132001
Paper-V
Sociology of Environment
132003
Paper-VI
Sociology of Bangladesh
▣ বিষয় : সমাজকল্যাণ
Paper Code
Paper
Paper Title
132101
Paper-V
Social Research and Statistics
132103
Paper-VI
Field Work Education
▣ বিষয় : অর্থনীতি
Paper Code
Paper
Paper Title
132201 or 132203
Paper-V
Elementary Mathematics for Economics and Basic Statistics
or Demography
132205
Paper-VI
History of Economic Thought
⁝ সংক্ষিপ্তে ↴
🔹 মোট বই : ৭টি (১টি আবশ্যিক + ৩টি ঐচ্ছিক বিষয়ে ৬টি পত্র)
🔹 আবশ্যিক বিষয় : ইংরেজি (Compulsory English)
🔹 ঐচ্ছিক বিষয় : শিক্ষার্থীর পছন্দ এবং কলেজ কর্তৃক নির্ধারিত অনুযায়ী প্রথম বর্ষের ৩টি বিষয়।
ডিগ্রি সকল বর্ষের 'বিএ ও বিএসএস' (BA & BSS) গ্রুপের বইগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে আপনি নিজের পছন্দ ও কলেজের নির্দেশনা অনুযায়ী সঠিক বিষয় নির্বাচন করতে পারেন। আশা করি এই তালিকাটি আপনাকে বিষয় নির্বাচন ও পড়াশোনার পরিকল্পনা সাজাতে সহায়তা করবে। ভবিষ্যতে ডিগ্রি পাস কোর্স সম্পর্কিত আরও নির্দেশনা বা আপডেট পেতে নিয়মিত আমাদের সাইটটি ভিজিট করতে পারেন।
এই পোস্টে কোনো ভুল/আপডেট থাকলে আমাদের জানান
এই আর্টিকেলে কোনো ভুল তথ্য, বানান ত্রুটি, পুরোনো তথ্য, ভাঙা লিংক, প্রয়োজনীয় আপডেটের অভাব বা অন্য কোনো অসঙ্গতি লক্ষ্য করলে অনুগ্রহ করে সংক্ষেপে জানিয়ে আমাদের সহযোগিতা করুন।
বাটনে ক্লিক করলে আপনার ডিভাইসের ইমেইল অ্যাপ বা Gmail-এ রিপোর্টটি অটো লিখে খুলে যাবে।
রিপোর্ট পাঠানোর জন্য ইমেইল উইন্ডো ওপেন করার চেষ্টা করা হয়েছে। সরাসরি না খুললে ব্রাউজারে Gmail খুলে যেতে পারে (বিশেষ করে কম্পিউটারে)।
0 Comments
post a comment