ডিগ্রি বিবিএস (BBS) গ্রুপের সকল বর্ষের বইয়ের তালিকা (National University)


ডিগ্রি বিবিএস (BBS) গ্রুপের সকল বর্ষের বইয়ের তালিকা

যারা ডিগ্রি ‘বিবিএস (BBS)’ গ্রুপে ভর্তি হয়েছেন, কিন্তু এখনও নিজের বর্ষের বইয়ের সম্পূর্ণ তালিকা জানতে পারেননি, তাদের জন্য আজকের এই আর্টিকেলটি। এখানে আপনি জানতে পারবেন ‘বিবিএস (BBS) গ্রুপের’ ১ম, ২য় ও ৩য় বর্ষের সকল বইয়ের নাম এবং পত্রকোড। ডিগ্রি পাস কোর্সের বিবিএস বিভাগের জন্য প্রতিটি বর্ষে একটি করে আবশ্যিক বিষয় রয়েছে, তা হলো - ১ম বর্ষ : স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস২য় বর্ষ : বাংলা ও জাতীয় ভাষা৩য় বর্ষ : ইংরেজী

ডিগ্রি বিবিএস (BBS) গ্রুপের সকল বর্ষের বইয়ের তালিকা

এছাড়া, প্রতিটি বর্ষে তিনটি করে ঐচ্ছিক বিষয়ও রয়েছে। ঐচ্ছিক বিষয়গুলো নির্ভর করবে কলেজ কর্তৃপক্ষের নির্দেশনা এবং শিক্ষার্থীর পছন্দের উপর। প্রথম বর্ষে আপনার গ্রুপ থেকে যে তিনটি বিষয় নির্বাচন করবেন বা কলেজ কর্তৃক যে তিনটি বিষয় নির্ধারিত হবে, সেগুলোই আপনার ঐচ্ছিক বিষয় হিসেবে গণ্য হবে। প্রত্যেক বর্ষে প্রতিটি ঐচ্ছিক বিষয়ের জন্য দুটি করে পত্র নির্ধারিত থাকবে। ফলে, প্রতিটি বর্ষে একজন শিক্ষার্থীকে মোট ৭টি বই পড়তে হবে।

ডিগ্রি ১ম বর্ষ বিবিএস (BBS) গ্রুপের বইয়ের তালিকা

ডিগ্রি পাস কোর্সের ১ম বর্ষের বিবিএস বিভাগের জন্য একটি আবশ্যিক বিষয় রয়েছে, তা হলো স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। এছাড়া, এই বর্ষে তিনটি ঐচ্ছিক বিষয়ও রয়েছে। ঐচ্ছিক বিষয়গুলো নির্ভর করবে কলেজ কর্তৃপক্ষের নির্দেশনা এবং শিক্ষার্থীর পছন্দের উপর। আপনার গ্রুপ থেকে যে তিনটি বিষয় নির্বাচন করবেন বা কলেজ কর্তৃক যে তিনটি বিষয় নির্ধারিত হবে, সেগুলোই আপনার ঐচ্ছিক বিষয় হিসেবে গণ্য হবে। ১ম বর্ষে প্রতিটি ঐচ্ছিক বিষয়ের জন্য দুটি করে পত্র নির্ধারিত রয়েছে -  যথাক্রমে ১ম পত্র (Paper-I) এবং ২য় পত্র (Paper-II)। ফলে, প্রথম বর্ষে একজন শিক্ষার্থীকে মোট ৭টি বই পড়তে হবে।

▣ আবশ্যিক বিষয় : স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস

বিষয় Paper Code Paper Title
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস 211501 স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস

অন্যান্য বিষয়সমূহ

ডিগ্রি ১ম বর্ষে আবশ্যিক বিষয় ছাড়া অন্যান্য প্রতিটি বিষয়ের দুটি করে পত্র থাকে (Paper-I ও Paper-II)। নিচে বিবিএস (BBS) বিভাগের অন্যান্য সকল বিষয়ের নাম ও পত্রকোড দেওয়া হলো।

▣ বিষয় : অর্থনীতি (Economics)

Paper Code Paper Paper Title
112201 Paper-I Micro economics
112203 Paper-II Bangladesh Economy

▣ বিষয় : মার্কেটিং (Marketing)

Paper Code Paper Paper Title
112301 Paper-I Principles of Marketing
112303 Paper-II Export-Import Management

▣ বিষয় : ফিন্যান্স ও ব্যাংকিং (Finance & Banking)

Paper Code Paper Paper Title
112401 Paper-I Principles of Finance
112403 Paper-II Law and Practices of Banking and Insurance

▣ বিষয় : হিসাববিজ্ঞান (Accounting)

Paper Code Paper Paper Title
112501 Paper-I Principles of Accounting
112503 Paper-II Auditing

▣ বিষয় : ব্যবস্থাপনা (Management)

Paper Code Paper Paper Title
112601 Paper-I Introduction to Business
112603 Paper-II Fundamentals of Management

⁝ সংক্ষিপ্তে ↴

  • 🔹 মোট বই : ৭টি (১টি আবশ্যিক + ৩টি ঐচ্ছিক বিষয়ে ৬টি পত্র)
  • 🔹 আবশ্যিক বিষয় : স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
  • 🔹 ঐচ্ছিক বিষয় : শিক্ষার্থীর পছন্দ ও কলেজ কর্তৃক নির্ধারিত অনুযায়ী ৩টি বিষয়।

ডিগ্রি ২য় বর্ষ বিবিএস (BBS) গ্রুপের বইয়ের তালিকা

ডিগ্রি পাস কোর্সের বিবিএস (BBS) বিভাগের দ্বিতীয় বর্ষে একটি আবশ্যিক বিষয় নির্ধারিত রয়েছে, সেটি হলো বাংলা জাতীয় ভাষা। এর পাশাপাশি, শিক্ষার্থী ও কলেজ কর্তৃক নির্ধারিত - প্রথম বর্ষে যে তিনটি ঐচ্ছিক বিষয় নির্বাচন করা হয়েছিল, ২য় বর্ষেও সেই একই বিষয়গুলো অব্যাহত থাকবে। তবে এই বর্ষে প্রতিটি ঐচ্ছিক বিষয়ের জন্য দুটি করে পত্র নির্ধারিত রয়েছে -  যথাক্রমে ৩য় পত্র (Paper-III) এবং ৪র্থ পত্র (Paper-IV)। ফলে, ২য় বর্ষে একজন শিক্ষার্থীকে মোট ৭টি বই পড়তে হবে।

▣ আবশ্যিক বিষয় : বাংলা

বিষয় Paper Code Paper Title
বাংলা 131001 বাংলা জাতীয় ভাষা

অন্যান্য বিষয়সমূহ

ডিগ্রি ২য় বর্ষে আবশ্যিক বিষয় ছাড়া অন্যান্য প্রতিটি বিষয়ের দুটি করে পত্র থাকে (Paper-III ও Paper-IV)। নিচে বিবিএস বিভাগের অন্যান্য সকল বিষয়ের নাম ও পত্রকোড দেওয়া হলো।

▣ বিষয় : অর্থনীতি (Economics)

Paper Code Paper Paper Title
122201 Paper-III Micro Economics
122203 Paper-IV Money, Banking, Internationl Trade and Public

▣ বিষয় : মার্কেটিং (Marketing)

Paper Code Paper Paper Title
122301 Paper-III Marketing Promotion
122303 Paper-IV Marketing Management

▣ বিষয় : ফিন্যান্স ও ব্যাংকিং (Finance & Banking)

Paper Code Paper Paper Title
122401 Paper-III Public Finance & Taxation
122403 Paper-IV Financia Markets & Fundamentals of Investment

▣ বিষয় : হিসাববিজ্ঞান (Accounting)

Paper Code Paper Paper Title
122501 Paper-III Intermediate Accounting
122503 Paper-IV Taxatopm in Bangladesh

▣ বিষয় : ব্যবস্থাপনা (Management)

Paper Code Paper Paper Title
122601 Paper-III Legal Environment of Business
122603 Paper-IV Business Communication

⁝ সংক্ষিপ্তে ↴

  • 🔹 মোট বই : ৭টি (১টি আবশ্যিক + ৩টি ঐচ্ছিক বিষয়ে ৬টি পত্র)
  • 🔹 আবশ্যিক বিষয় : বাংলা জাতীয় ভাষা
  • 🔹 ঐচ্ছিক বিষয় : শিক্ষার্থীর পছন্দ এবং কলেজ কর্তৃক নির্ধারিত অনুযায়ী প্রথম বর্ষের ৩টি বিষয়।

ডিগ্রি ৩য় বর্ষ বিবিএস (BBS) গ্রুপের বইয়ের তালিকা

ডিগ্রি পাস কোর্সের বিবিএস (BBS) বিভাগের তৃতীয় বর্ষে একটি আবশ্যিক বিষয় নির্ধারিত রয়েছে, সেটি হলো ইংরেজি (Compulsory English)। এর পাশাপাশি, শিক্ষার্থী ও কলেজ কর্তৃক নির্ধারিত - প্রথম বর্ষে যে তিনটি ঐচ্ছিক বিষয় নির্বাচন করা হয়েছিল, তৃতীয় বর্ষেও সেই একই বিষয়গুলো অব্যাহত থাকবে। তবে এই বর্ষে প্রতিটি ঐচ্ছিক বিষয়ের জন্য দুটি করে পত্র নির্ধারিত রয়েছে -  যথাক্রমে ৫ম পত্র (Paper-V) এবং ষষ্ঠ পত্র (Paper-VI)। ফলে, তৃতীয় বর্ষে একজন শিক্ষার্থীকে মোট ৭টি বই পড়তে হবে।

▣ আবশ্যিক বিষয় : ইংরেজী

বিষয় Paper Code Paper Title
ইংরেজি (English) 121101 Compulsory English

অন্যান্য বিষয়সমূহ

ডিগ্রি ৩য় বর্ষে আবশ্যিক বিষয় ছাড়া অন্যান্য প্রতিটি বিষয়ের দুটি করে পত্র থাকে (Paper-V ও Paper-VI)। নিচে বিবিএস বিভাগের অন্যান্য সকল বিষয়ের নাম ও পত্রকোড দেওয়া হলো।

▣ বিষয় : অর্থনীতি (Economics)

Paper Code Paper Paper Title
132201 / 132203 Paper-V Elementary Mathematics for Economics and Basic Statistics
অথবা Demography
132205 Paper-VI History of Economic Thought

▣ বিষয় : মার্কেটিং (Marketing)

Paper Code Paper Paper Title
132301 Paper-V Legal Aspects of Marketing
132303 Paper-VI Agricultural Marketing

▣ বিষয় : ফিন্যান্স ও ব্যাংকিং (Finance & Banking)

Paper Code Paper Paper Title
132401 Paper-V International Trade & Finance
132403 Paper-VI E-Banking and E-Commerce

▣ বিষয় : হিসাববিজ্ঞান (Accounting)

Paper Code Paper Paper Title
132501 Paper-V Advanced Accounting
132503 Paper-VI Cost Accounting

▣ বিষয় : ব্যবস্থাপনা (Management)

Paper Code Paper Paper Title
132601 Paper-V Computer in Business
132603 Paper-VI Organizational Behavior

⁝ সংক্ষিপ্তে ↴

  • 🔹 মোট বই : ৭টি (১টি আবশ্যিক + ৩টি ঐচ্ছিক বিষয়ে ৬টি পত্র)
  • 🔹 আবশ্যিক বিষয় : ইংরেজি (Compulsory English)
  • 🔹 ঐচ্ছিক বিষয় : শিক্ষার্থীর পছন্দ এবং কলেজ কর্তৃক নির্ধারিত অনুযায়ী প্রথম বর্ষের ৩টি বিষয়।

ডিগ্রি সকল বর্ষের ‘বিবিএস (BBS)’ গ্রুপের বইগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে আপনি নিজের পছন্দ ও কলেজের নির্দেশনা অনুযায়ী সঠিক বিষয় নির্বাচন করতে পারেন। আশা করি এই তালিকাটি আপনাকে বিষয় নির্বাচন ও পড়াশোনার পরিকল্পনা সাজাতে সহায়তা করবে। ভবিষ্যতে ডিগ্রি পাস কোর্স সম্পর্কিত আরও নির্দেশনা বা আপডেট পেতে নিয়মিত আমাদের সাইটটি ভিজিট করতে পারেন।

এই পোস্টে কোনো ভুল/আপডেট থাকলে আমাদের জানান
এই আর্টিকেলে কোনো ভুল তথ্য, বানান ত্রুটি, পুরোনো তথ্য, ভাঙা লিংক, প্রয়োজনীয় আপডেটের অভাব বা অন্য কোনো অসঙ্গতি লক্ষ্য করলে অনুগ্রহ করে সংক্ষেপে জানিয়ে আমাদের সহযোগিতা করুন।
বাটনে ক্লিক করলে আপনার ডিভাইসের ইমেইল অ্যাপ বা Gmail-এ রিপোর্টটি অটো লিখে খুলে যাবে।
রিপোর্ট পাঠানোর জন্য ইমেইল উইন্ডো ওপেন করার চেষ্টা করা হয়েছে। সরাসরি না খুললে ব্রাউজারে Gmail খুলে যেতে পারে (বিশেষ করে কম্পিউটারে)।

Post a Comment

0 Comments