মজার মজার কিছু ধাঁধা নিয়ে আসলাম আজকের এই আর্টিকেলে, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কিনা Dhadha অনেক পছন্দ করেন। ধাঁধার মাধ্যমে একজন ব্যক্তির যুক্তির ক্ষমতা ও বুদ্ধি প্রকাশ পায়। যারা বড় ধাঁধার উত্তর দিতে গোলমাল লাগিয়ে ফেলেন তাদের জন্যে আজকে আমি নিয়ে এসেছি ছোট ছোট ধাঁধার আসর।
ছোট বড় সবাই ধাঁধা পড়তে ভালোবাসেন। কেননা ধাঁধার মাঝে বিভিন্ন রহস্য লুকিয়ে থাকে। আর আমরা সর্বদা রহস্য ভেদ করতে পছন্দ করি। প্রতিবারের মতো এবারও আমরা মজার সব ছোট ছোট ধাঁধা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি।
মজার মজার সব গুগলি ধাঁধা পড়ুন :
গুগলি প্রশ্ন : ঘর আছে দুয়ার নেই, মানুষ আছে কিন্তু কথা নেই।
উত্তর : কবর।
গুগলি প্রশ্ন : আমি তুমি একজন দেখিতে একরূপ আমি কত কথা কই তুমি কেন থাক চুপ।
উত্তর : নিজের ছবি।
গুগলি প্রশ্ন : শুঁড় দিয়ে করি কাজ নই আমি হাতি, পরের উপকার করি তবু গাই লাথি।
উত্তর : ঢেঁকি।
গুগলি প্রশ্ন : টুকি সাহেব প্রতিদিন মুরগির সাথে রুটি খায় তাও তিনি নিরামিষ ভোজি কিভাবে।
উত্তর : মুরগিটি তার পোষা ছিল।
গুগলি প্রশ্ন : আপনি তাকে ধরতে পারলে মেরে ফেলবেন আর ধরতে না পারলে সে আপনার সঙ্গে থাকবে।
উত্তর : উকুন।
গুগলি প্রশ্ন : কোন জিনিস টা পুরুষ লুকিয়ে রাখে এবং মহিলা দেখিয়ে চলে।
উত্তর : পার্স, মানিব্যাগ।
গুগলি প্রশ্ন : বুদ্ধি যদি তোমার থাকে ভাই বলো দেখি কোন সুখে সুখ নাই।
উত্তর : অসুখ।
গুগলি ধাঁধা, গুগলি ধাঁধা উত্তর সহ, হাসির গুগলি, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর, কঠিন গুগলি, মজার গুগলি প্রশ্ন, গুগলি প্রশ্ন ও উত্তর, নতুন ধাঁধা, বাচ্চাদের ধাঁধা উত্তর সহ, বাংলা গুগলি ধাঁধা, কঠিন ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন উত্তর, গুগলি, বাংলা গুগলি প্রশ্ন ও উত্তর, রোমান্টিক ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ, ছোটদের ধাঁধা, গুগলি ধাধা, gugli dhadha, মজার গুগলি প্রশ্ন ও উত্তর, googly dhadha bangla.
গুগলি প্রশ্ন : কোন ফুল, ফুল নয়।
উত্তর : বিউটিফুল।
গুগলি প্রশ্ন : কি টানলে ছোট হয়।
উত্তর : সিগারেট।
গুগলি প্রশ্ন : কোন কার চলে না।
উত্তর : কুকার।
গুগলি প্রশ্ন : জল ছাড়া নদী,পাথর ছাড়া পাহাড় এবং মানুষ ছাড়া শহর কোথায় পাওয়া যায়।
উত্তর : একটি ম্যাপে।
গুগলি প্রশ্ন : বেঁড়ে যদি যায় একবার, কোনো ভাবেই কমে না।
উত্তর : বয়স।
গুগলি প্রশ্ন : গরম নয়, ঠাণ্ডাও নয় কিন্তু আমরা ফুঁ দিয়ে খাই।
উত্তর : বাদাম ভাজা।
গুগলি প্রশ্ন : লাল গরু বন খায়, জল দিলে মরে যায়।
উত্তর : আগুন।
গুগলি প্রশ্ন : কোন মা ভাত দেয় না।
উত্তর : সিনেমা।
গুগলি প্রশ্ন : কোন জিনিস বাচ্চা থেকেই বুড়ো।
উত্তর : বুড়ো আঙ্গুল।
গুগলি প্রশ্ন : জ্বলে কিন্তু পোড়ে না, কোন সে প্রানী বলো তো।
উত্তর : জোনাকি।
গুগলি প্রশ্ন : চার পায়ে বসে,আট পায়ে চলে রাক্ষস নয় খোক্ষস নয়,আস্তে মানুষ গেলে
উত্তর : পালকি।
গুগলি প্রশ্ন : একটুখানি জলে মাছ কিলবিল করে, কারোর বাবার সাধ্য নেই হাত দিয়ে ধরে।
উত্তর : ফুটন্ত ভাত।
গুগলি প্রশ্ন : গাভী দুধ দেয়, মুরগি ডিম দেয়, কে আছে একসাথে দুটোই দেয়।
উত্তর : দোকানদার।
গুগলি প্রশ্ন : শীতকালে যার নেইকো মান, গরমকালে পায় মান।
উত্তর : পাখা।
গুগলি প্রশ্ন : বলতে পারবেন কোন জিনিস কালো থাকলে পরিষ্কার আর সাদা থাকলে নোংরা।
উত্তর : ব্ল্যাকবোর্ড।
কঠিন ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন উত্তর, গুগলি, বাংলা গুগলি প্রশ্ন ও উত্তর, রোমান্টিক ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ, ছোটদের ধাঁধা, গুগলি ধাধা, gugli dhadha, মজার গুগলি প্রশ্ন ও উত্তর, googly dhadha bangla.
গুগলি প্রশ্ন : কোন চুড়ি, চুড়ি নয়।
উত্তর : খিচুড়ি।
গুগলি প্রশ্ন : কোন সাগর, সাগর নয়।
উত্তর : বিদ্যাসাগর।
গুগলি প্রশ্ন : আমি নিজে খাই না, আমি নিজের মুখে অন্যকে খাওয়াই আমি কে।
উত্তর : চামচ।
গুগলি প্রশ্ন : কোন জিনিসের পা নেই, কিন্তু সে খুব জোড়ে ছোটে একবার চলে গেলে আর কোনো দিন ফিরে আসে না।
উত্তর : সময়।
গুগলি প্রশ্ন : এপারে বুড়ি মরলো, ওপারে গন্ধ ছড়ার।
উত্তর : কাঁঠাল।
গুগলি প্রশ্ন : একটা পুকুরের মাঝখানে একটা পদ্ম ফুল ফুটেছে, জল না নড়লে কিভাবে ফুলটি তুলে আনবেন।
উত্তর : ক্যামেরার সাহায্যে।
গুগলি প্রশ্ন : কোন জিনিসের দাঁত আছে কিন্তু সে খেতে পারে না।
উত্তর : চিরুনী।
গুগলি প্রশ্ন : অতি ক্ষুদ্র জিনিসটা বহন করে মানুষটা ?
উত্তর : জুতো।
গুগলি প্রশ্ন : জিনিসটা কাটলে একটা হবে না কাটলে দুইটা হবে।
উত্তর : দুটো জমির মাঝের আল।
গুগলি প্রশ্ন : মাটির নিচে তার বাড়ি ,পরনে তার লাল শাড়ি, ঘুরে বেড়ায় লোকের বাড়ি বাড়ি।
উত্তর : পিঁয়াজ।
গুগলি প্রশ্ন : তোমার কোন জিনিস তুমি কম ব্যবহার করো, আর অন্যরা বেশি ব্যবহার করে।
উত্তর : তোমার নাম।
গুগলি প্রশ্ন : গ্ৰীষ্মকালে আমরা সবাই আনন্দ করে খাই, পেট ভরে না তবু আরো খেতে চাই।
উত্তর : বাতাস।
গুগলি প্রশ্ন : কম দিলে যায় না খাওয়া, বেশি দিলে বিষ, মা বলে বুঝে শুনে তার পর দিস।
উত্তর : নুন।
গুগলি গুগলি প্রশ্ন : কোন তরকারিতে লবন লাগে না।
উত্তর : নোনা ইলিশ।
গুগলি প্রশ্ন : পাতা আছে গাছ নাই শব্দ আছে কথা নাই।
উত্তর : বই।
গুগলি ধাঁধা, গুগলি ধাঁধা উত্তর সহ, হাসির গুগলি, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর, কঠিন গুগলি, মজার গুগলি প্রশ্ন, গুগলি প্রশ্ন ও উত্তর, নতুন ধাঁধা, বাচ্চাদের ধাঁধা উত্তর সহ, বাংলা গুগলি ধাঁধা
-------------------------------------
আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত সুস্থ ও নিরাপদে থাকুন। যদি আমাদের সাইটের পোস্টগুলো আপনার একটু হলেও উপকারে আসে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম নিত্যনতুন পোস্ট পেতে গুগল নিউজ ফলো করে আমাদের সাথে থাকুন।
3 Comments
ভালো লাগলো
ReplyDeleteThanks For Your Comment ♻
DeleteKub valo
ReplyDeleteYour comment helps to inspire and motivate a blogger to write something better, so please don't forget to give your feedback after reading each post.