“বিজয় ৫২” হচ্ছে কম্পিউটারে ব্যবহৃত এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে কম্পিউটারে প্রফেশনাল ভাবে বাংলা লেখা হয়ে থাকে। আমরা যারা বাংলা ভাষাভাষী জনগণ রয়েছি আমাদেরকে কাজের ক্ষেত্রে কম্পিউটারে বাংলা লেখার জন্যে বিজয় বায়ান্নো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিন্তু যারা নতুন কম্পিউটার ব্যবহারকারী আছেন তারা অনেকে জানে না যে কিভাবে বিজয় বায়ান্নো ডাউনলোড করতে হয়, আবার অনেকে আছে ডাউনলোড করতে পারলেও Activation Code এর জন্যে ব্যবহার করতে পারে না। আজকের এই আর্টিকেলে আমি আপনাদের বিজয় বায়ান্নো সফটওয়্যার এর পাশাপাশি কোডটিও ফ্রিতে দিয়ে দিব।
বিজয় ৫২ ডাউনলোড : (আপাতত লিংকটি থেকে ডাউনলোড করার অপশন বন্ধ করা আছে, খুব শীঘ্রই চালু করা হবে, আমাদের সাথেই থাকুন)
প্রথমে নিচের লিংক থেকে সরাসরি বিজয় ৫২ সফটওয়্যার এর জিপ ফাইলটি ডাউনলোড করে নিন। (ডাউনলোড করতে ৫ সেকেন্ড অপেক্ষা করতে হবে)
If Download Does Not Start Then Inform Us On Contact Us Page Of This Blog
বিজয় ৫২ সফটওয়্যার এর জিপ ফাইলটি ডাউনলোড করার পর তা আনজিপ করতে হবে, আনজিপ করার জন্যে অবশ্যই একটি পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটি হচ্ছে...........
Password :www.tokiunlimited.com
ফাইলটি আনজিপ করার পর তার মধ্যে আরো বেশ কয়েকটি ফাইল দেখতে পাবেন। এর মধ্যে বিজয় বায়ান্নো সফটওয়্যারটিও দেখতে পাবেন, তা ইন্সটল করে নিন। মানুষ মাত্রই ভুল, যদি বইয়ে আমার লেখায় কোন ভুল হয়ে থাকে তাহলে তা ক্ষমাদৃষ্টিতে দেখবেন। ভুল সংশোধনের ক্ষেত্রে আমাকে মেইল করুন।
আপনার প্রশ্ন দ্রুত খুঁজে পাবেন - নিচে সাধারণ ও কার্যকর সমাধানগুলো দেওয়া আছে।
সাইট-হোম পেইজে যান এবং মেনু বা ক্যাটাগরি লিস্ট থেকে (যেমন : Android Tricks, Mobile Banking, National University ইত্যাদি) পরীক্ষা করুন। অথবা পেজ-এ থাকা Search বা Older Posts ব্যবহার করুন। তবুও না পেলে Contact ফর্মে আপনি যা খুঁজছিলেন সেটি লিখে জানিয়ে দিন - আমরা সাহায্য করবো।
পোস্টের তারিখ চেক করুন - যদি পুরনো হয়, কমেন্ট/মেসেজ করে আপডেটের অনুরোধ দিন। আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলা নিয়মিত আপডেট করার চেষ্টা করি; নতুন তথ্য থাকলে শেয়ার করুন যাতে আমরা রিভিউ করে আপডেট করতে পারি।
ব্রাউজারের Cache/Cookies ক্লিয়ার করুন এবং আবার চেষ্টা করুন। VPN বা Ad-Blocker চালু থাকলে তা বন্ধ করে দেখুন। সমস্যাটি রয়ে গেলে Contact ফর্মে লিংক ও আপনার ব্রাউজার/ডিভাইস-বিস্তারিত পাঠান - আমরা লিংক যাচাই করে আপডেট দেব।
পোস্টে মন্তব্য করে আপনার প্রশ্ন লিখুন - আমরা বা অন্য পাঠকরা উত্তর দেব। চাইলে Contact ফর্মে বিস্তারিত পাঠিয়ে ব্যক্তিগত নির্দেশনাও চাইতে পারেন। এছাড়া সংশ্লিষ্ট স্টেপ-বাই-স্টেপ আর্টিকেলগুলো দেখে নিতে পারেন।
Contact ফর্মে আপনার আইডিয়া/টপিক পাঠান। যদি সেটা অনেকের দরকার হয়, আমরা পরবর্তী আর্টিকেলে রাখার চেষ্টা করব।
প্রতিটি পোস্টের নিচে Facebook, WhatsApp, Telegram বা Social Share বাটন ব্যবহার করুন। না থাকলে URL কপি করে পাঠিয়ে দিন। শেয়ার করার আগে দয়া করে নিশ্চিত করুন যে কেউ ব্যক্তিগত বা সেনসিটিভ তথ্য পান না।
আর্টিকেলের নিচে থাকা comment/feedback ব্যবহার করুন অথবা Contact থেকে লিংক ও বিস্তারিত পাঠান। আপনার রিপোর্ট পেলে আমরা দ্রুত চেক করে আপডেট বা করেকশন করব - আপনার ফিডব্যাক সবার উপকারে আসে।
0 Comments
post a comment