জাতীয় বিশ্ববিদ্যালয় (NU) গ্রেডিং সিস্টেম (সকল বিভাগ ও কোর্সের জন্য সাধারণ নিয়ম)
জাতীয় বিশ্ববিদ্যালয় (National University, Bangladesh)-এর অধীনে অনার্স, ডিগ্রি, মাস্টার্স, প্রফেশনালসহ প্রায় সব কোর্সেই একই ধরনের গ্রেডিং সিস্টেম ব্যবহার করা হয়। শুধু কোর্সভেদে ক্রেডিট সংখ্যা, সাবজেক্ট, পাশের নিয়ম কিছুটা আলাদা হতে পারে। এই আর্টিকেলে NU-এর কমন গ্রেডিং চার্ট, GPA/CGPA হিসাবের নিয়ম, আর গুরুত্বপূর্ণ কিছু নিয়ম সহজভাবে দেওয়া হলো।
১) NU গ্রেডিং সিস্টেম যেসকল ক্ষেত্রে প্রযোজ্য ঃ
সাধারণভাবে নিম্নের কোর্সগুলোতে একই ধরনের Letter Grade ও Grade Point সিস্টেম ব্যবহার হয় :
- অনার্স (৪ বছর মেয়াদি)
- ডিগ্রি পাস কোর্স (৩ বছর মেয়াদি)
- মাস্টার্স (রেগুলার / প্রিলিমিনারি / প্রফেশনাল)
- BBA, CSE, LLB (Hons), BEd, MEdসহ প্রায় সব প্রফেশনাল প্রোগ্রাম
তাই NU-এর গ্রেডিং টেবিল একবার বুঝে নিলে প্রায় সব কোর্সের ফলাফল বুঝতে সুবিধা হয়।
২) NU গ্রেডিং সিস্টেম: Marks → Letter Grade → Grade Point
| Marks (100) | Letter Grade (LG) | Grade Point (GP) |
|---|---|---|
| 80 – 100 | A+ | 4.00 |
| 75 – 79 | A | 3.75 |
| 70 – 74 | A− | 3.50 |
| 65 – 69 | B+ | 3.25 |
| 60 – 64 | B | 3.00 |
| 55 – 59 | B− | 2.75 |
| 50 – 54 | C+ | 2.50 |
| 45 – 49 | C | 2.25 |
| 40 – 44 | D | 2.00 |
| 00 – 39 | F | 0.00 |
পরীক্ষা শেষে আপনার প্রতিটি কোর্সে এই টেবিল অনুযায়ী Letter Grade এবং Grade Point (GP) নির্ধারণ হয়। এরপর সেই GP ও কোর্সের ক্রেডিট ব্যবহার করে GPA/CGPA হিসাব করা হয়।
৩) Credit, Grade Point ও Quality Point কী ?
▣ Credit (ক্রেডিট) :
একটি কোর্স/বিষয় কত ঘণ্টা ক্লাস বা কত ওজনের তা বোঝাতে ক্রেডিট ব্যবহার করা হয়। NU-তে সাধারণত ২, ৩, ৪ ক্রেডিটের কোর্স বেশি দেখা যায়।
▣ Grade Point (GP) :
উপরের গ্রেডিং টেবিল অনুযায়ী A+, A, B ইত্যাদির সাথে যে মান (যেমন 4.00, 3.75, 3.00…) দেওয়া থাকে, সেটাই হলো ঐ কোর্সে পাওয়া Grade Point (GP)।
▣ Quality Point (QP) :
কোনো কোর্সে আপনি যে গ্রেড পেয়েছেন, সেই কোর্সের ক্রেডিটের সাথে GP গুণ করলে যা পাওয়া যায়, সেটাই হলো Quality Point।
ফর্মুলা : Quality Point (QP) = Grade Point (GP) × Course Credit
৪) Yearly / Semester GPA হিসাবের নিয়ম ঃ
একটি নির্দিষ্ট বর্ষ বা সেমিস্টারে আপনি যতগুলো কোর্সে পরীক্ষা দিয়েছেন, সবগুলো কোর্সের QP যোগ করে সেই বর্ষ/সেমিস্টারের মোট ক্রেডিট দিয়ে ভাগ করলেই GPA পাওয়া যায়।
ফর্মুলা : GPA = Σ (GP × Credit) ÷ Σ Credit
উদাহরণ : (ধরুন অনার্স ১ম বর্ষ)
| কোর্স | গ্রেড | GP | ক্রেডিট | QP = GP×Cr |
|---|---|---|---|---|
| Course-1 | A | 3.75 | 4 | 15.00 |
| Course-2 | B+ | 3.25 | 3 | 9.75 |
| Course-3 | B | 3.00 | 3 | 9.00 |
| Course-4 | A− | 3.50 | 2 | 7.00 |
মোট QP = 15 + 9.75 + 9 + 7 = 40.75
মোট ক্রেডিট = 4 + 3 + 3 + 2 = 12
GPA = 40.75 ÷ 12 ≈ 3.40
৫) CGPA হিসাব করার নিয়ম - (মাল্টি-ইয়ার / মাল্টি-সেমিস্টার) ঃ
CGPA হিসাব করা হয় একাধিক বর্ষ বা সেমিস্টারের GPA ও ক্রেডিট থেকে। NU সাধারণত Weighted Average পদ্ধতি ব্যবহার করে:
CGPA = (GPA1×Cr1 + GPA2×Cr2 + GPA3×Cr3 + ...) ÷ (Cr1 + Cr2 + Cr3 + ...)
- GPA1 → ১ম বর্ষ/সেমিস্টারের GPA
- Cr1 → ১ম বর্ষ/সেমিস্টারের মোট ক্রেডিট
- এভাবে পরের বর্ষ/সেমিস্টারের জন্য হিসাব চলবে
৬) Final CGPA থেকে Final Grade (সারাংশ)
| CGPA Range | Final Grade |
|---|---|
| 3.75 – 4.00 | A |
| 3.50 – 3.74 | A− |
| 3.25 – 3.49 | B+ |
| 3.00 – 3.24 | B |
| 2.75 – 2.99 | B− |
| 2.50 – 2.74 | C+ |
| 2.25 – 2.49 | C |
| 2.00 – 2.24 | D |
| Below 2.00 | F |
আপনার Final Transcript–এ সাধারণত CGPA এর পাশাপাশি এই স্কেল অনুযায়ী চূড়ান্ত Letter Gradeও উল্লেখ থাকে।
৭) পাশ ও প্রমোশন সম্পর্কিত সাধারণ নীতিমালা ঃ
NU-এর কোর্সভেদে পাশের নিয়ম আলাদা হতে পারে, তবে সাধারণভাবে বেশ কিছু কমন বিষয় প্রায় সব প্রোগ্রামেই দেখা যায়ঃ
- সাধারণত প্রতিটি কোর্সে অন্তত D (GP 2.00) পেতে হয়, না হলে ঐ কোর্সে Fail ধরা হয়।
- Improvement/Retake এর সুযোগ সাধারণত কম গ্রেডের ক্ষেত্রে থাকে, তবে F পেলে আবার কোর্সটি দিতে হয় - সিলেবাস অনুযায়ী।
- কোনো কোর্সে F থাকলে সাধারণত Final CGPA হলেও Certificate/Result “Complete” হিসেবে গণ্য হয় না; F Clear করতে হয়।
৮) GPA / CGPA নিয়ে শিক্ষার্থীরা যে ভুলগুলো বেশি করে ঃ
- তিন-চার বছরের GPA যোগ করে বর্ষ সংখ্যা দিয়ে ভাগ করে CGPA ধরে নেওয়া।
- বিভিন্ন কোর্সের ক্রেডিট ভিন্ন হলেও সব সমান ধরে হিসাব করা।
- F পাওয়া কোর্সকে হিসাবের বাইরে রেখে শুধু পাস কোর্স দিয়ে GPA ক্যালকুলেশন করা।
- NU-এর অফিসিয়াল গ্রেডিং টেবিল না দেখে এলোমেলো সোর্স থেকে GP/গ্রেড ধরে নেওয়া।
৯) NU গ্রেডিং সিস্টেম জানার কারণ ঃ
- নিজের রেজাল্ট দেখেই সহজে বুঝতে পারবেন, আপনি আসলে কতটা ভালো অবস্থানে আছেন।
- উচ্চশিক্ষা (Masters / পেশাগত কোর্স / বিদেশে পড়াশোনা) প্ল্যান করতে সুবিধা হবে।
- চাকরির বিজ্ঞাপনে “Minimum CGPA” লেখা থাকলে বুঝতে পারবেন আপনি যোগ্য কিনা।
- প্রতিটি বর্ষে লক্ষ্য ঠিক করে পরের বর্ষে কত GPA নেওয়া লাগবে, সেটা আগে থেকে প্ল্যান করতে পারবেন।
NU-এর এই কমন গ্রেডিং ইনফরমেশনগুলা মাথায় রাখলে অনার্স, ডিগ্রি, মাস্টার্স-যেকোনো ডিপার্টমেন্টের ফলাফল বোঝা অনেক সহজ হয়ে যাবে। আর কোনো সন্দেহ থাকলে অবশ্যই আপনার ডিপার্টমেন্টের শিক্ষক, এক্সাম কন্ট্রোল অফিস বা NU-এর অফিসিয়াল নোটিশ দেখে নিশ্চিত হবেন। চাইলে এই পেজটি বুকমার্ক করে রাখুন; যেন আগামীতেও প্রয়োজনে এক ক্লিকেই এখানে ফিরে আসতে পারেন। ডিগ্রি কোর্স, পরীক্ষার প্রস্তুতি, রেজাল্ট এবং বিশ্ববিদ্যালয় লাইফ নিয়ে আরও ব্যবহারযোগ্য গাইড ও টিপস পেতে আমাদের সাইটের সাথে থাকুন।
%20%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%82%20%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%AE.jpg)

0 Comments
post a comment