জাতীয় বিশ্ববিদ্যালয় (NU) গ্রেডিং সিস্টেম : Marks → Grade → GPA → CGPA হিসাবের বিস্তারিত নিয়ম।


জাতীয় বিশ্ববিদ্যালয় (NU) গ্রেডিং সিস্টেম (সকল বিভাগ ও কোর্সের জন্য সাধারণ নিয়ম)

জাতীয় বিশ্ববিদ্যালয় (National University, Bangladesh)-এর অধীনে অনার্স, ডিগ্রি, মাস্টার্স, প্রফেশনালসহ প্রায় সব কোর্সেই একই ধরনের গ্রেডিং সিস্টেম ব্যবহার করা হয়। শুধু কোর্সভেদে ক্রেডিট সংখ্যা, সাবজেক্ট, পাশের নিয়ম কিছুটা আলাদা হতে পারে। এই আর্টিকেলে NU-এর কমন গ্রেডিং চার্ট, GPA/CGPA হিসাবের নিয়ম, আর গুরুত্বপূর্ণ কিছু নিয়ম সহজভাবে দেওয়া হলো।

জাতীয় বিশ্ববিদ্যালয় (NU) গ্রেডিং সিস্টেম
এই তথ্যসমূহ অনার্স, ডিগ্রি ও মাস্টার্স-সকল বিভাগের শিক্ষার্থীর জন্য একটি সাধারণ রেফারেন্স হিসেবে উপযোগী। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সর্বদা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল সিলেবাস নোটিশ অনুসারে নির্ধারিত হবে।

১) NU গ্রেডিং সিস্টেম যেসকল ক্ষেত্রে প্রযোজ্য ঃ

সাধারণভাবে নিম্নের কোর্সগুলোতে একই ধরনের Letter Grade ও Grade Point সিস্টেম ব্যবহার হয় :

  • অনার্স (৪ বছর মেয়াদি)
  • ডিগ্রি পাস কোর্স (৩ বছর মেয়াদি)
  • মাস্টার্স (রেগুলার / প্রিলিমিনারি / প্রফেশনাল)
  • BBA, CSE, LLB (Hons), BEd, MEdসহ প্রায় সব প্রফেশনাল প্রোগ্রাম

তাই NU-এর গ্রেডিং টেবিল একবার বুঝে নিলে প্রায় সব কোর্সের ফলাফল বুঝতে সুবিধা হয়।

২) NU গ্রেডিং সিস্টেম: Marks → Letter Grade → Grade Point

Marks (100) Letter Grade (LG) Grade Point (GP)
80 – 100A+4.00
75 – 79A3.75
70 – 74A−3.50
65 – 69B+3.25
60 – 64B3.00
55 – 59B−2.75
50 – 54C+2.50
45 – 49C2.25
40 – 44D2.00
00 – 39F0.00

পরীক্ষা শেষে আপনার প্রতিটি কোর্সে এই টেবিল অনুযায়ী Letter Grade এবং Grade Point (GP) নির্ধারণ হয়। এরপর সেই GP ও কোর্সের ক্রেডিট ব্যবহার করে GPA/CGPA হিসাব করা হয়।

৩) Credit, Grade Point ও Quality Point কী ?

▣ Credit (ক্রেডিট) :

একটি কোর্স/বিষয় কত ঘণ্টা ক্লাস বা কত ওজনের তা বোঝাতে ক্রেডিট ব্যবহার করা হয়। NU-তে সাধারণত ২, ৩, ৪ ক্রেডিটের কোর্স বেশি দেখা যায়।

▣ Grade Point (GP) :

উপরের গ্রেডিং টেবিল অনুযায়ী A+, A, B ইত্যাদির সাথে যে মান (যেমন 4.00, 3.75, 3.00…) দেওয়া থাকে, সেটাই হলো ঐ কোর্সে পাওয়া Grade Point (GP)

▣ Quality Point (QP) :

কোনো কোর্সে আপনি যে গ্রেড পেয়েছেন, সেই কোর্সের ক্রেডিটের সাথে GP গুণ করলে যা পাওয়া যায়, সেটাই হলো Quality Point।

ফর্মুলা : Quality Point (QP) = Grade Point (GP) × Course Credit

উদাহরণ : ধরুন একটি কোর্সে আপনি পেয়েছেন A− (GP = 3.50) এবং কোর্সের ক্রেডিট ৪। তাহলে ঐ কোর্সের QP = 3.50 × 4 = 14.00

৪) Yearly / Semester GPA হিসাবের নিয়ম ঃ

একটি নির্দিষ্ট বর্ষ বা সেমিস্টারে আপনি যতগুলো কোর্সে পরীক্ষা দিয়েছেন, সবগুলো কোর্সের QP যোগ করে সেই বর্ষ/সেমিস্টারের মোট ক্রেডিট দিয়ে ভাগ করলেই GPA পাওয়া যায়।

ফর্মুলা : GPA = Σ (GP × Credit) ÷ Σ Credit

সহজ ভাষায় : সব কোর্সের (GP × ক্রেডিট) যোগ করুন → তারপরে সেই সংখ্যাকে মোট ক্রেডিট দিয়ে ভাগ করুন → যা পাবেন সেটাই ঐ বর্ষ/সেমিস্টারের GPA।

উদাহরণ : (ধরুন অনার্স ১ম বর্ষ)

কোর্স গ্রেড GP ক্রেডিট QP = GP×Cr
Course-1A3.75415.00
Course-2B+3.2539.75
Course-3B3.0039.00
Course-4A−3.5027.00

মোট QP = 15 + 9.75 + 9 + 7 = 40.75
মোট ক্রেডিট = 4 + 3 + 3 + 2 = 12

GPA = 40.75 ÷ 12 ≈ 3.40

৫) CGPA হিসাব করার নিয়ম - (মাল্টি-ইয়ার / মাল্টি-সেমিস্টার) ঃ

CGPA হিসাব করা হয় একাধিক বর্ষ বা সেমিস্টারের GPA ও ক্রেডিট থেকে। NU সাধারণত Weighted Average পদ্ধতি ব্যবহার করে:

CGPA = (GPA1×Cr1 + GPA2×Cr2 + GPA3×Cr3 + ...) ÷ (Cr1 + Cr2 + Cr3 + ...)

  • GPA1 → ১ম বর্ষ/সেমিস্টারের GPA
  • Cr1 → ১ম বর্ষ/সেমিস্টারের মোট ক্রেডিট
  • এভাবে পরের বর্ষ/সেমিস্টারের জন্য হিসাব চলবে
মনে রাখুন : CGPA কখনই শুধুমাত্র (সব GPA যোগ করে মোট বর্ষ/সেমিস্টার দিয়ে ভাগ) এভাবে বের হয় না। প্রতিটি বর্ষের ক্রেডিট কত, সেটার ওজনের উপর ভিত্তি করে Weighted Average নেওয়া হয়।

৬) Final CGPA থেকে Final Grade (সারাংশ) 

CGPA Range Final Grade
3.75 – 4.00A
3.50 – 3.74A−
3.25 – 3.49B+
3.00 – 3.24B
2.75 – 2.99B−
2.50 – 2.74C+
2.25 – 2.49C
2.00 – 2.24D
Below 2.00F

আপনার Final Transcript–এ সাধারণত CGPA এর পাশাপাশি এই স্কেল অনুযায়ী চূড়ান্ত Letter Gradeও উল্লেখ থাকে।

৭) পাশ ও প্রমোশন সম্পর্কিত সাধারণ নীতিমালা ঃ

NU-এর কোর্সভেদে পাশের নিয়ম আলাদা হতে পারে, তবে সাধারণভাবে বেশ কিছু কমন বিষয় প্রায় সব প্রোগ্রামেই দেখা যায়ঃ

  • সাধারণত প্রতিটি কোর্সে অন্তত D (GP 2.00) পেতে হয়, না হলে ঐ কোর্সে Fail ধরা হয়।
  • Improvement/Retake এর সুযোগ সাধারণত কম গ্রেডের ক্ষেত্রে থাকে, তবে F পেলে আবার কোর্সটি দিতে হয় - সিলেবাস অনুযায়ী।
  • কোনো কোর্সে F থাকলে সাধারণত Final CGPA হলেও Certificate/Result “Complete” হিসেবে গণ্য হয় না; F Clear করতে হয়।
গুরুত্বপূর্ণ : সুনির্দিষ্ট পাশের নিয়ম, প্রমোশন, ইমপ্রুভমেন্টের শর্ত কোর্স অনুযায়ী ভিন্ন হতে পারে (অনার্স, ডিগ্রি, মাস্টার্স ইত্যাদি)। তাই সবসময় আপনার কোর্সের সিলেবাস বুকলেট বা NU-এর অফিসিয়াল নোটিশ দেখে নিশ্চিত হবেন।

৮) GPA / CGPA নিয়ে শিক্ষার্থীরা যে ভুলগুলো বেশি করে ঃ

  • তিন-চার বছরের GPA যোগ করে বর্ষ সংখ্যা দিয়ে ভাগ করে CGPA ধরে নেওয়া।
  • বিভিন্ন কোর্সের ক্রেডিট ভিন্ন হলেও সব সমান ধরে হিসাব করা।
  • F পাওয়া কোর্সকে হিসাবের বাইরে রেখে শুধু পাস কোর্স দিয়ে GPA ক্যালকুলেশন করা।
  • NU-এর অফিসিয়াল গ্রেডিং টেবিল না দেখে এলোমেলো সোর্স থেকে GP/গ্রেড ধরে নেওয়া।
টিপস : নিজে ক্যালকুলেটর ব্যবহার করলেও হাতে একবার GP, ক্রেডিট আর হিসাব মিলিয়ে নিন। অফিসিয়াল Transcript-এর সাথে নিজের হিসাব মিলিয়ে দেখা সবসময়েই ভালো অভ্যাস।

৯) NU গ্রেডিং সিস্টেম জানার কারণ ঃ

  • নিজের রেজাল্ট দেখেই সহজে বুঝতে পারবেন, আপনি আসলে কতটা ভালো অবস্থানে আছেন।
  • উচ্চশিক্ষা (Masters / পেশাগত কোর্স / বিদেশে পড়াশোনা) প্ল্যান করতে সুবিধা হবে।
  • চাকরির বিজ্ঞাপনে “Minimum CGPA” লেখা থাকলে বুঝতে পারবেন আপনি যোগ্য কিনা।
  • প্রতিটি বর্ষে লক্ষ্য ঠিক করে পরের বর্ষে কত GPA নেওয়া লাগবে, সেটা আগে থেকে প্ল্যান করতে পারবেন।

NU-এর এই কমন গ্রেডিং ইনফরমেশনগুলা মাথায় রাখলে অনার্স, ডিগ্রি, মাস্টার্স-যেকোনো ডিপার্টমেন্টের ফলাফল বোঝা অনেক সহজ হয়ে যাবে। আর কোনো সন্দেহ থাকলে অবশ্যই আপনার ডিপার্টমেন্টের শিক্ষক, এক্সাম কন্ট্রোল অফিস বা NU-এর অফিসিয়াল নোটিশ দেখে নিশ্চিত হবেন। চাইলে এই পেজটি বুকমার্ক করে রাখুন; যেন আগামীতেও প্রয়োজনে এক ক্লিকেই এখানে ফিরে আসতে পারেন। ডিগ্রি কোর্স, পরীক্ষার প্রস্তুতি, রেজাল্ট এবং বিশ্ববিদ্যালয় লাইফ নিয়ে আরও ব্যবহারযোগ্য গাইড ও টিপস পেতে আমাদের সাইটের সাথে থাকুন

এই পোস্টে কোনো ভুল/আপডেট থাকলে আমাদের জানান
এই আর্টিকেলে কোনো ভুল তথ্য, বানান ত্রুটি, পুরোনো তথ্য, ভাঙা লিংক, প্রয়োজনীয় আপডেটের অভাব বা অন্য কোনো অসঙ্গতি লক্ষ্য করলে অনুগ্রহ করে সংক্ষেপে জানিয়ে আমাদের সহযোগিতা করুন।
বাটনে ক্লিক করলে আপনার ডিভাইসের ইমেইল অ্যাপ বা Gmail-এ রিপোর্টটি অটো লিখে খুলে যাবে।
রিপোর্ট পাঠানোর জন্য ইমেইল উইন্ডো ওপেন করার চেষ্টা করা হয়েছে। সরাসরি না খুললে ব্রাউজারে Gmail খুলে যেতে পারে (বিশেষ করে কম্পিউটারে)।

Post a Comment

0 Comments