জাতীয় বিশ্ববিদ্যালয় - ডিগ্রি শাখার গুরুত্বপূর্ণ লিংকসমূহ। National University Important Links


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কোর্সে পড়ার সময় ভর্তির তথ্য, ফরম ফিলাপ, রেজাল্ট, কিংবা গুরুত্বপূর্ণ নোটিশ-প্রতিটি বিষয়ই সঠিক সময়ে জানা অত্যন্ত জরুরি। কিন্তু NU-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্যগুলো আলাদা আলাদা পেজে থাকায় অনেক শিক্ষার্থীই ঠিক বুঝে উঠতে পারেন না-কোন কাজের জন্য কোন লিংকে যেতে হবে।

ডিগ্রি শাখার গুরুত্বপূর্ণ লিংকসমূহ

আপনার এই ঝামেলা কমাতে, ডিগ্রি কোর্সে সবচেয়ে বেশি ব্যবহৃত সব গুরুত্বপূর্ণ লিংক এক জায়গায় গুছিয়ে উপস্থাপন করা হলো। প্রয়োজন অনুযায়ী যে কোনো লিংকে ক্লিক করলেই আপনি সরাসরি NU–এর অফিসিয়াল পেজে পৌঁছে যেতে পারবেন। সহজ নেভিগেশন, সময়ের সাশ্রয়-এখন ডিগ্রি কোর্সের প্রয়োজনীয় তথ্য হাতের নাগালে।

ভর্তির যাবতীয় লিংকসমূহ ঃ
ভর্তি লগইন

ডিগ্রি নিয়মিত ভর্তি - লগইন পোর্টাল

ডিগ্রি নিয়মিত সেকশনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য অফিসিয়াল লগইন পেজ। এখানে ভর্তির আবেদন, স্ট্যাটাস এবং প্রয়োজনীয় তথ্য এক জায়গায় দেখতে পারবেন।

প্রাইভেট ভর্তি

ডিগ্রি প্রাইভেট ভর্তি - লগইন পোর্টাল

ডিগ্রি প্রাইভেট সেকশনের ভর্তির সকল তথ্য ও আবেদন স্ট্যাটাস দেখার জন্য এই লগইন পোর্টাল ব্যবহার হবে। প্রাইভেট শিক্ষার্থীদের জন্য এই লিংকটি খুবই গুরুত্বপূর্ণ।

PIN / Roll রিকভার

ভর্তি PIN / Roll নম্বর রিকভার

ভর্তি আবেদনের সময় পাওয়া PIN বা Roll নম্বর হারিয়ে ফেলেছেন? এই অফিসিয়াল রিকভারি লিংক থেকে সহজেই আবার সংগ্রহ করে নিতে পারবেন।

ভর্তি নোটিশ

ডিগ্রি ভর্তি - অফিসিয়াল নোটিশ বোর্ড

ডিগ্রি ভর্তির সর্বশেষ নোটিশ, সময়সূচি, আবেদনের সময় বৃদ্ধি কিংবা নতুন নির্দেশনা-সবকিছুর আপডেট পাওয়া যাবে এই পেজে।

ফরম ফিলাপের লিংক ঃ
ফরম ফিলাপ

ডিগ্রি সকল বর্ষ - ফরম ফিলাপ পোর্টাল

ডিগ্রি ১ম, ২য় ও ৩য় বর্ষের যেকোন পরীক্ষার ফরম ফিলাপ করতে এই অফিসিয়াল পোর্টাল ব্যবহার করতে হয়। ফরম ফিলাপের নোটিশ প্রকাশিত হলে এই লিংকে প্রবেশ করে স্টুডেন্ট লগইন করে ফরম ফিলাপ কার্যক্রম সম্পন্ন করতে হবে।

ফলাফল জানার লিংক ঃ
রেজাল্ট চেক

ডিগ্রি সকল বর্ষের ফলাফল - অফিসিয়াল সাইট

ডিগ্রি ১ম, ২য় ও ৩য় বর্ষসহ সব পরীক্ষার ফলাফল দেখতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অফিসিয়াল রেজাল্ট পোর্টাল ব্যবহার করুন।

শুধুমাত্র ভর্তির সময় সক্রিয় লিংক ঃ
নিয়মিত ভর্তি আবেদন

ডিগ্রি নিয়মিত ভর্তি - অনলাইন আবেদন ফরম

ডিগ্রি নিয়মিত কোর্সে নতুন ভর্তি হতে চাইলে ভর্তির নোটিশে নির্ধারিত সময়ের মধ্যেই এই লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

প্রাইভেট ভর্তি আবেদন

ডিগ্রি প্রাইভেট ভর্তি - অনলাইন আবেদন ফরম

ডিগ্রি প্রাইভেট সেকশনে ভর্তি হওয়ার জন্য নির্দিষ্ট সময়ে এই অনলাইন আবেদন ফরম পূরণ করতে হয়। সময় শেষ হয়ে গেলে লিংকটি আর কাজ করবে না।

ডিগ্রি কোর্সে পড়াশোনা করার সময় ঠিক সময়ে সঠিক লিংক খুঁজে পাওয়া অনেক সময় বড় ঝামেলা হয়ে দাঁড়ায়। ভর্তির আবেদন কোথায় করব, ফরম ফিলাপের নোটিশ কোথায় পাব, রেজাল্ট কবে এবং কোন সাইটে দেখব-প্রায়ই এসব নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। এই আর্টিকেলে আমরা চেষ্টা করেছি ডিগ্রি শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সব লিংককে এমন একটি জায়গায় সাজিয়ে রাখতে, যেখানে শুধু কার্ড দেখে আপনি বুঝে যাবেন-কোন লিংক দিয়ে কোন কাজটি করতে হবে।

চাইলে এই পেজটি বুকমার্ক করে রাখুন; আগামীতেও ডিগ্রি সংক্রান্ত যেকোন কাজের সময় এক ক্লিকেই এখানে ফিরে আসতে পারবেন। ডিগ্রি কোর্স, পরীক্ষার প্রস্তুতি, রেজাল্ট এবং বিশ্ববিদ্যালয় লাইফ নিয়ে আরও ব্যবহারযোগ্য গাইড ও টিপস পেতে আমাদের সাইটের সাথে থাকুন।

এই পোস্টে কোনো ভুল/আপডেট থাকলে আমাদের জানান
এই আর্টিকেলে কোনো ভুল তথ্য, বানান ত্রুটি, পুরোনো তথ্য, ভাঙা লিংক, প্রয়োজনীয় আপডেটের অভাব বা অন্য কোনো অসঙ্গতি লক্ষ্য করলে অনুগ্রহ করে সংক্ষেপে জানিয়ে আমাদের সহযোগিতা করুন।
বাটনে ক্লিক করলে আপনার ডিভাইসের ইমেইল অ্যাপ বা Gmail-এ রিপোর্টটি অটো লিখে খুলে যাবে।
রিপোর্ট পাঠানোর জন্য ইমেইল উইন্ডো ওপেন করার চেষ্টা করা হয়েছে। সরাসরি না খুললে ব্রাউজারে Gmail খুলে যেতে পারে (বিশেষ করে কম্পিউটারে)।

Post a Comment

0 Comments