অদ্ভুত মানেই সাধারণের বাইরে, কিছুটা ভিন্নধর্মী, যা প্রথম দেখায় অবাক করে দেওয়ার ক্ষমতা রাখে। তেমনই কিছু Website রয়েছে যেগুলো সাধারণ ওয়েবসাইট থেকে ব্যতিক্রম। ইন্টারনেটে রয়েছে হিসাব ছাড়া অনেক ওয়েবসাইট। আর প্রত্যেকটি Website ভিন্ন ভিন্ন কাজের জন্য তৈরী করা হয়।
আমরা আমাদের কাজের জন্য সচরাচর বিভিন্ন সাধারণ ওয়েবসাইটগুলোতে Browse করে থাকি কিন্তু এইসব সাধারণ ওয়েবসাইটগুলোর মধ্যে ব্রাউজের সময় আমরা এমন অনেক সাইটে চলে আসি যা সাধারণ ওয়েবসাইটগুলো থেকে সম্পূর্ণ ভিন্ন ও অদ্ভুত হয়ে থাকে। এইরকম লাখ লাখ ওয়েবসাইটের ভিড়ে কিছু website আছে যা আসলেই অদ্ভুত ও বিস্ময়কর। আজকে আমরা ঠিক তেমনি কয়েকটি অদ্ভুত website আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।
১) Internet Usage & Social Media Statistics
এই ওয়েবসাইটের মাধ্যমে ইন্টারনেট সম্পর্কিত সকল তথ্য সরাসরি দেখতে পারবেন। যেমন- Internet ইউজারের সংখ্যা, google এ আজকে search সংখ্যা ইত্যাদি আরও অনেক কিছু দেখতে পারবেন।
এই ওয়েবসাইটে আপনি আপনার Date of Birth দিয়ে আপনার বর্তমান বয়স কত, কতদিন চলছে এবং বয়সের সাথে মিল রেখে বিভিন্ন তথ্য এখানে খুব সহজে দেখতে পারবেন।
বিশ্বের সকল website একটি মাত্র পেজে প্রদর্শন করার দুঃসাহসিকতা দেখিয়েছে এই ওয়েবসাইটটি। এই যে বড় বড় বৃত্ত দেখতে পাচ্ছেন এগুলোই বর্তমানে ইন্টারনেটের সবচেয়ে বড় ও জনপ্রিয় ওয়েবসাইট, যাদেরকে টেক-জায়ান্ট বললেও ভুল হবে না।
এই অবিশ্বাস্য ওয়েবসাইটটির মাধ্যমে বিশ্বের সকল বিমান Live ট্র্যাক করতে পারবেন। এজন্য বিমান নম্বর কিংবা ফ্লাইট নম্বর লিখে Search দিতে হবে। বিমান কত গতিতে উড়ছে, কত উচ্চতা দিয়ে উড়ছে, বিমানের আশেপাশে আবহাওয়ার পরিবর্তন কি পরিমানে হচ্ছে তাও জানতে পারবেন। এছাড়াও বিমানের কোনো যাত্রী যদি এই ওয়েবসাইটে Log-in থাকে তাহলে জানতে পারবেন তার সম্পর্কেও। আরও একটি অবিশ্বাস্য কাজ করতে পারবেন এই ওয়েবসাইটে। 3d সিমুলেশন গেমের মতো বিমান ও এর আশেপাশের সবকিছুই (+3d ম্যাপ) দেখতে পারবেন 3d তে।
Tag : অবাক করা ওয়েবসাইট, অদ্ভুত ওয়েবসাইট, সেরা ওয়েবসাইট, ভূতুরে ওয়েবসাইট, Odbhut website, Odvut website, sera website, ইন্টারনেটের অদ্ভুত সব ওয়েবসাইট
0 Comments
post a comment