অদ্ভুত মানেই সাধারণের বাইরে, কিছুটা ভিন্নধর্মী, যা প্রথম দেখায় অবাক করে দেওয়ার ক্ষমতা রাখে। তেমনই কিছু Website রয়েছে যেগুলো সাধারণ ওয়েবসাইট থেকে ব্যতিক্রম। ইন্টারনেটে রয়েছে হিসাব ছাড়া অনেক ওয়েবসাইট। আর প্রত্যেকটি Website ভিন্ন ভিন্ন কাজের জন্য তৈরী করা হয়।
আমরা আমাদের কাজের জন্য সচরাচর বিভিন্ন সাধারণ ওয়েবসাইটগুলোতে Browse করে থাকি কিন্তু এইসব সাধারণ ওয়েবসাইটগুলোর মধ্যে ব্রাউজের সময় আমরা এমন অনেক সাইটে চলে আসি যা সাধারণ ওয়েবসাইটগুলো থেকে সম্পূর্ণ ভিন্ন ও অদ্ভুত হয়ে থাকে। এইরকম লাখ লাখ ওয়েবসাইটের ভিড়ে কিছু website আছে যা আসলেই অদ্ভুত ও বিস্ময়কর। আজকে আমরা ঠিক তেমনি কয়েকটি অদ্ভুত website আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।
এই ওয়েবসাইটের মাধ্যমে ইন্টারনেট সম্পর্কিত সকল তথ্য সরাসরি দেখতে পারবেন। যেমন- Internet ইউজারের সংখ্যা, google এ আজকে search সংখ্যা ইত্যাদি আরও অনেক কিছু দেখতে পারবেন।
বিশ্বের সকল website একটি মাত্র পেজে প্রদর্শন করার দুঃসাহসিকতা দেখিয়েছে এই ওয়েবসাইটটি। এই যে বড় বড় বৃত্ত দেখতে পাচ্ছেন এগুলোই বর্তমানে ইন্টারনেটের সবচেয়ে বড় ও জনপ্রিয় ওয়েবসাইট, যাদেরকে টেক-জায়ান্ট বললেও ভুল হবে না।
এই অবিশ্বাস্য ওয়েবসাইটটির মাধ্যমে বিশ্বের সকল বিমান Live ট্র্যাক করতে পারবেন। এজন্য বিমান নম্বর কিংবা ফ্লাইট নম্বর লিখে Search দিতে হবে। বিমান কত গতিতে উড়ছে, কত উচ্চতা দিয়ে উড়ছে, বিমানের আশেপাশে আবহাওয়ার পরিবর্তন কি পরিমানে হচ্ছে তাও জানতে পারবেন। এছাড়াও বিমানের কোনো যাত্রী যদি এই ওয়েবসাইটে Log-in থাকে তাহলে জানতে পারবেন তার সম্পর্কেও। আরও একটি অবিশ্বাস্য কাজ করতে পারবেন এই ওয়েবসাইটে। 3d সিমুলেশন গেমের মতো বিমান ও এর আশেপাশের সবকিছুই (+3d ম্যাপ) দেখতে পারবেন 3d তে।
Tag : অবাক করা ওয়েবসাইট, অদ্ভুত ওয়েবসাইট, সেরা ওয়েবসাইট, ভূতুরে ওয়েবসাইট, Odbhut website, Odvut website, sera website, ইন্টারনেটের অদ্ভুত সব ওয়েবসাইট
আপনার প্রশ্ন দ্রুত খুঁজে পাবেন - নিচে সাধারণ ও কার্যকর সমাধানগুলো দেওয়া আছে।
সাইট-হোম পেইজে যান এবং মেনু বা ক্যাটাগরি লিস্ট থেকে (যেমন : Android Tricks, Mobile Banking, National University ইত্যাদি) পরীক্ষা করুন। অথবা পেজ-এ থাকা Search বা Older Posts ব্যবহার করুন। তবুও না পেলে Contact ফর্মে আপনি যা খুঁজছিলেন সেটি লিখে জানিয়ে দিন - আমরা সাহায্য করবো।
পোস্টের তারিখ চেক করুন - যদি পুরনো হয়, কমেন্ট/মেসেজ করে আপডেটের অনুরোধ দিন। আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলা নিয়মিত আপডেট করার চেষ্টা করি; নতুন তথ্য থাকলে শেয়ার করুন যাতে আমরা রিভিউ করে আপডেট করতে পারি।
ব্রাউজারের Cache/Cookies ক্লিয়ার করুন এবং আবার চেষ্টা করুন। VPN বা Ad-Blocker চালু থাকলে তা বন্ধ করে দেখুন। সমস্যাটি রয়ে গেলে Contact ফর্মে লিংক ও আপনার ব্রাউজার/ডিভাইস-বিস্তারিত পাঠান - আমরা লিংক যাচাই করে আপডেট দেব।
পোস্টে মন্তব্য করে আপনার প্রশ্ন লিখুন - আমরা বা অন্য পাঠকরা উত্তর দেব। চাইলে Contact ফর্মে বিস্তারিত পাঠিয়ে ব্যক্তিগত নির্দেশনাও চাইতে পারেন। এছাড়া সংশ্লিষ্ট স্টেপ-বাই-স্টেপ আর্টিকেলগুলো দেখে নিতে পারেন।
Contact ফর্মে আপনার আইডিয়া/টপিক পাঠান। যদি সেটা অনেকের দরকার হয়, আমরা পরবর্তী আর্টিকেলে রাখার চেষ্টা করব।
প্রতিটি পোস্টের নিচে Facebook, WhatsApp, Telegram বা Social Share বাটন ব্যবহার করুন। না থাকলে URL কপি করে পাঠিয়ে দিন। শেয়ার করার আগে দয়া করে নিশ্চিত করুন যে কেউ ব্যক্তিগত বা সেনসিটিভ তথ্য পান না।
আর্টিকেলের নিচে থাকা comment/feedback ব্যবহার করুন অথবা Contact থেকে লিংক ও বিস্তারিত পাঠান। আপনার রিপোর্ট পেলে আমরা দ্রুত চেক করে আপডেট বা করেকশন করব - আপনার ফিডব্যাক সবার উপকারে আসে।
0 Comments
post a comment