ব্লগার ওয়েবসাইটে শিরোনাম যুক্ত করার নিয়ম। Blogger Website Add Headline


বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করার পর আমরা মাঝেমধ্যে সাইটের উপরের দিকে শিরোনাম দেখি, যেখানে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া থাকে। আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন, বা ব্লগার সাইট থেকে ওয়েবসাইট তৈরী করে থাকেন কিন্তু জানেন না যে কিভাবে ব্লগার ওয়েবসাইটে শিরোনাম দিতে হয় তাহলে আজকের এই আর্টিকেলটি শুধুমাত্র আপনার জন্যে।

Blogger Website Add Headline

আজকে আমি আলোচনা করব কিভাবে আমরা আমাদের ব্লগে যেকোনো লেখা বা লিংককে শিরোনাম হিসাবে ব্যবহার করব। এই জন্য আমাদের প্রয়োজন একটি Html Code। কোডটি আপনাদের সুবিধার্থে Code নিচে দিয়ে দেওয়া হলো। ব্লগার সাইটে শিরোনাম এড করার জন্য নিচের ধাপগুলা অনুসরণ করুন।

ব্লগে শিরোনাম যুক্ত করার নিয়ম :

ধাপ - ০১ : প্রথমে নিচের বক্সটি থেকে HTML Code টি কপি করে নিন অথবা কোডটি নিজে টাইপ করে লিখে নিন।
<marquee><marquee>”শিরোনাম লিখুন”</marquee></marquee>


ধাপ - ০২ : কোডটি কপি করা হলে আপনাদের ব্লগ ওয়েবসাইটটি লগইন করে নিন। লগইন করার পর ব্লগ সাইটটের Layout page অপশনে চলে আসুন। 

ব্লগে শিরোনাম যুক্ত করার নিয়ম

ধাপ - ০৩ : ব্লগ সাইটের যেখানে শিরোনামটি যুক্ত করতে চান সেখানে Layout page এর add a gadget আইকনে ক্লিক করে Configure HTML/JavaScript বক্সে Copy করা Code টা পেস্ট করে Save করে নিন

ব্লগে শিরোনাম যুক্ত করার নিয়ম




ধাপ - ০৪ : Save করার পর এখন আপনি আপনার সাইটে প্রবেশ করলে দেখতে পারবেন আপনার তৈরীকৃত শিরোনামটি।

ব্লগার ওয়েবসাইটে শিরোনাম যুক্ত করার নিয়ম

আশা করি বুঝতে পারছেন, এভাবে খুব সহজে যেকোন লেখা বা লিংক আপনি আপনার ব্লগ ওয়েবসাইটে শিরোনাম হিসাবে ব্যবহার করতে পারবেন। ব্লগার সম্পর্কে যেকোন তথ্য সবার আগে জানতে আমাদের সাথে থাকুন। এছাড়াও আমাদের সাইটে পেয়ে যাবেন ব্লগার ওয়েবসাইটের বিভিন্ন গুরুত্বপূর্ণ সকল প্রিমিয়াম থিম।

Post a Comment

0 Comments