Blogger vs Wordpress
আজকের এই পোস্টে Blogger ও Wordpress এর কিছু সুবিধা আর অসুবিধা নিয়ে আলোচনা করব যেটি আপনাকে সাহায্য করবে আপনি কোনটির মাধ্যমে ব্লগ বা ওয়েবসাইট তৈরী করবেন।
ব্লগারের সুবিধা -
১) Blogspot.com একটি সাধারণ প্লাটফর্ম যেখানে আপনি খুব সহজেই ব্লগ তৈরী করতে পারবেন।ব্লগার এর অসুবিধা -
১ )Blogger এর পুরো মালিকানা গুগলের কাছে থাকে এই কারণে গুগল যখন চাইবে তখন আপনার ব্লগটিকে ডিলিট করে দিতে পারে।ওয়ার্ডপ্রেসের সুবিধা -
১) WordPress আপনাকে আপনার ব্লগের পুরো কন্ট্রোল দেয় আর আপনি আপনার ব্লগের root folder কে অ্যাক্সেস করতে পারবেন।ওয়ার্ডপ্রেসের অসুবিধা -
১) Self-hosted WordPress ব্লগের জন্য প্রতিমাসে আপনাকে হোস্টিং আর ডোমেইন এর জন্য কিছু পয়সা ইনভেস্ট করতে হবে।আমার মতামত
ব্লগার বা ওয়ার্ডপ্রেস দুইটি প্লাটফর্মই ভালো । আপনি যে প্লাটফর্মে কাজ করে কমফোর্ট ফিল করবেন সেটাই ভালো। তবে নতুনদের জন্য ব্লগারটা বেস্ট । আমার মতে আপনি যদি নতুন হয়ে থাকেন এবং ব্লগ সাইট তৈরী করতে চান তাহলে Blogspot.com থেকে সাইট তৈরী করতে পারেন কারণ এখানে ওয়ার্ডপ্রেস এর চেয়ে কয়েকগুন সুবিধা বেশি রয়েছে যা নতুনদের জন্য কাজ করতে সুবিধা হয়ে থাকে। এছাড়া যদি আপনি একটি সাধারণ ব্লগ বানাতে চান তাহলে আমি আপনাদের হাইলি সুপারিশ করব যে আপনারা ব্লগস্পট বা ব্লগারে আপনার ব্লগটি বানান। কিন্তু যদি আপনি প্রফেশনাল ব্লগিং করতে চান আর এটাকে আপনি আপনার প্রধান অনলাইন আর্নিং-এর সোর্স বানাতে চান তাহলে আপনার জন্য WordPress সব থেকে ভালো ব্লগিং প্লাটফর্ম হবে। আমার Recommendations হবে সর্বপ্রথম আপনি ব্লগস্পটে আপনার ব্লগ বানান যদি আপনার ব্লগ ভালোভাবে grow করতে থাকে আর আপনার ব্লগটিতে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেয়ে যান তাহলে আপনি ওই ব্লগটিকে WordPress-এ migrate করে নিন।


0 Comments
post a comment