ডিগ্রি ১ম বর্ষ ‘বিবিএস/BBS গ্রুপের’ বইয়ের তালিকা। Degree 1st Year Book List of 'BBS Group'


🎓 ডিগ্রি ১ম বর্ষ (BBS) গ্রুপের সকল বইয়ের তালিকা

যারা ডিগ্রি ১ম বর্ষ ‘বিবিএস (BBS)’ গ্রুপে ভর্তি হয়েছেন কিন্তু এখনো বইয়ের সম্পূর্ণ তালিকা জানতে পারেননি, তাদের জন্য আজকের এই আর্টিকেলটি। এই আর্টিকেলে আপনি জানতে পারবেন, ‘বিবিএস (BBS) গ্রুপের’ ১ম বর্ষের সকল বইয়ের নাম। 

Degree 1st Year Book List of 'BBS Group'

ডিগ্রি পাস কোর্সের ১ম বর্ষের বিবিএস বিভাগের জন্য একটি আবশ্যিক বিষয় রয়েছে, তা হলো স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। এছাড়া, এই বর্ষে তিনটি ঐচ্ছিক বিষয়ও রয়েছে। ঐচ্ছিক বিষয়গুলো নির্ভর করবে কলেজ কর্তৃপক্ষের নির্দেশনা এবং শিক্ষার্থীর পছন্দের উপর। আপনার গ্রুপ থেকে যে তিনটি বিষয় নির্বাচন করবেন বা কলেজ কর্তৃক যে তিনটি বিষয় নির্ধারিত হবে, সেগুলোই আপনার ঐচ্ছিক বিষয় হিসেবে গণ্য হবে। ১ম বর্ষে প্রতিটি ঐচ্ছিক বিষয়ের জন্য দুটি করে পত্র নির্ধারিত রয়েছে -  যথাক্রমে ১ম পত্র (Paper-I) এবং ২য় পত্র (Paper-II)। ফলে, প্রথম বর্ষে একজন শিক্ষার্থীকে মোট ৭টি বই পড়তে হবে।

📘 আবশ্যিক বিষয় (স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস)

বিষয় Paper Code Paper Title
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস 211501 স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস

📗 অন্যান্য বিষয়সমূহ (Other Subjects)

ডিগ্রি ১ম বর্ষে আবশ্যিক বিষয় ছাড়াও আরও বিভিন্ন বিষয় রয়েছে। প্রতিটি বিষয়ের দুটি করে পত্র থাকে (Paper-I ও Paper-II)। নিচে বিবিএস বিভাগের আবশ্যিক বিষয় ছাড়া অন্যান্য সকল বিষয়ের নাম ও পত্রকোড দেওয়া হলো।

🧾 বিষয় : হিসাববিজ্ঞান (Accounting)

Paper Code Paper Paper Title
112501 Paper-I Principles of Accounting
112503 Paper-II Auditing

🏢 বিষয় : ব্যবস্থাপনা (Management)

Paper Code Paper Paper Title
112601 Paper-I Introduction to Business
112603 Paper-II Fundamentals of Management

📊 বিষয় : মার্কেটিং (Marketing)

Paper Code Paper Paper Title
112301 Paper-I Principles of Marketing
112303 Paper-II Export-Import Management

💰 বিষয় : অর্থনীতি (Economics)

Paper Code Paper Paper Title
112201 Paper-I Micro economics
112203 Paper-II Bangladesh Economy

🏦 বিষয় : ফিন্যান্স ও ব্যাংকিং (Finance & Banking)

Paper Code Paper Paper Title
112401 Paper-I Principles of Finance
112403 Paper-II Law and Practices of Banking and Insurance

📚 সংক্ষিপ্তে :

  • 🔹 মোট বই : ৭টি (১টি আবশ্যিক + ৩টি ঐচ্ছিক বিষয়ে ৬টি পত্র)
  • 🔹 আবশ্যিক বিষয় : স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
  • 🔹 ঐচ্ছিক বিষয় : শিক্ষার্থীর পছন্দ ও কলেজ কর্তৃক নির্ধারিত অনুযায়ী ৩টি বিষয়।

যদি আমাদের সাইটের আর্টিকেলগুলা আপনার একটু হলেও উপকারে আসে, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম নিত্যনতুন প্রয়োজনীয় তথ্য পেতে আমাদের সাথে থাকুন।  যুক্ত হোন আমাদের ফেসবুক ফ্যান পেইজে


Post a Comment

3 Comments

post a comment