ডিগ্রি সম্পর্কিত সকল নেতিবাচক ধারনা ও মানসিকতা দূর করুন (National University)


ডিগ্রি সম্পর্কিত সকল নেতিবাচক ধারনা ও মানসিকতা দূর করুন

“ডিগ্রিতে ভর্তি হলে ভবিষ্যতে কিছুই করা যাবে না” বা “ডিগ্রিতে ভর্তি হওয়া মানে সময় নষ্ট”- এ ধরনের নেতিবাচক ধারণাগুলোর মধ্যে না পড়ে আসল প্রেক্ষাপটে চোখ ফেরানো উচিত। ডিগ্রিকে ছোট করে দেখার কোনো কারণ নেই। লাখ লাখ শিক্ষার্থী ডিগ্রিতে অধ্যয়ন করছেন এবং তা তাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অন্যান্য মানুষের ধারণা

অনেকেই মনে করেন, যারা ডিগ্রিতে ভর্তি হয়েছে তারা হয়তো অনার্স বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ না পেয়ে এখানে এসেছে, তাই তারা ভালো শিক্ষার্থী নাও হতে পারে। কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভুল। কেননা, শিক্ষার মান এবং শিক্ষার্থীর যোগ্যতা সবসময় ভর্তি পরীক্ষার ফলাফলের সঙ্গে সম্পূর্ণ নির্ভরশীল নয়। অনেক সময় প্রতিযোগিতার মাত্রা, পরীক্ষার ধরন, প্রস্তুতির সুযোগ, আর্থ-সামাজিক পরিস্থিতি বা ভাগ্য - এসব কারণে একজন মেধাবী শিক্ষার্থীও হয়তো কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে সুযোগ পায় না। অতএব, ডিগ্রিতে ভর্তি হওয়া মানেই কম যোগ্য বা কম সক্ষম - এমন ধারা ভুল। বরং, ডিগ্রিতেও শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম করে উচ্চ মানের শিক্ষা অর্জন করে, নিজের দক্ষতা বৃদ্ধি করে এবং সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

ডিগ্রি সম্পর্কিত নেতিবাচক ধারনা ও মানসিকতা দূর করুন

বাস্তবতা

অনেক শিক্ষার্থী অনার্সে চান্স পাওয়া সত্ত্বেও ডিগ্রিতে ভর্তি হয়। এর পেছনে থাকে আর্থিক বা পারিবারিক সমস্যা। তাই কেবল চান্স না পাওয়া মানেই ডিগ্রিতে আসা নয়; বাস্তবতা অনেক ক্ষেত্রে ভিন্ন।

মেয়েদের বাস্তব পরিস্থিতি

মেয়েদের ক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল। দূরের কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সত্ত্বেও পরিবারের অনুমতি না থাকায় তারা নিকটবর্তী কলেজের ডিগ্রি শাখায় ভর্তি হয়। এতে তাদের যোগ্যতা বা মনোবল কোনোভাবেই কমে না।

নেতিবাচক মানসিকতা

ডিগ্রির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো নেতিবাচক মানসিকতা। অনেকেই মনে করেন, ডিগ্রিতে পড়লে কিছুই করা যাবে না বা সে খারাপ শিক্ষার্থী। তবে বাস্তবতা হলো, ডিগ্রি শিক্ষার্থীর জন্যও সমানভাবে সুযোগ ও সম্ভাবনা তৈরি করে। আমাদের উচিত এই নেতিবাচক মানসিকতা দূর করে ডিগ্রির গুরুত্ব বোঝা।

আপনি যা পেয়েছেন, তা কাজে লাগান

অনার্সে চান্স না পাওয়া মানে আপনার সম্ভাবনা কম নয়। মানুষ কখনোই পুরোপুরি সন্তুষ্ট হয় না - যা পেয়েছেন, সেটাই কাজে লাগান। মনোযোগ দিয়ে পড়াশোনা করুন, নিজেকে উন্নত করুন এবং সঠিক পথে এগিয়ে চলুন। ইনশাআল্লাহ, আপনার পরিশ্রমই সফলতার চাবিকাঠি হবে।

বিষয় বর্ণনা
নেতিবাচক কথাবার্তা ডিগ্রিতে ভর্তি হলে সময় নষ্ট হবে বা কিছুই করা যাবে না—এ ধারণা ভুল।
বাস্তব কারণ আর্থিক বা পারিবারিক সমস্যা থাকায় অনার্সের পরিবর্তে ডিগ্রিতে ভর্তি হয়।
মেয়েদের জন্য বাস্তবতা দূরের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারায় নিকটবর্তী কলেজে ডিগ্রি শাখায় ভর্তি হয়।
সফলতার চাবিকাঠি যা পেয়েছেন তা কাজে লাগান, মনোযোগ দিয়ে পড়াশোনা করুন, ইনশাআল্লাহ সফলতা আসবে।

Post a Comment

0 Comments