যারা গ্রামীণফোন সিম ব্যবহার করেন, তারা প্রত্যেকে এই সিমের ব্যালেন্স, ডাটাপ্যাকসহ প্রয়োজনীয় সকল কিছুর বিস্তারিত তথ্য জানতে চান। গ্রামীণফোন অ্যাপ ব্যবহারকারী, অ্যাপের মাধ্যমে সকল কিছু জেনে নিতে পারেন। তাদের কোন কোডের প্রয়োজন হয় না। কিন্তু যারা GP APP ব্যবহার করেন না, তারা কোডের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য জানার চেষ্টা করে। কিন্তু আপনি যদি গ্রামীণফোন সিমের দরকারি কোডগুলা না জেনে থাকেন, তাহলে ভালোভাবে কোন কিছু চেক করতে পারবেন না। তাই আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সাথে গ্রামীণফোন সিমের প্রয়োজনীয় সকল কোড শেয়ার করতে যাচ্ছি, তো চলুন জেনে নেওয়া যাক।
বর্তমান গ্রামীণফোন সিম কোম্পানি বা গ্রামীণফোন সিম সম্পর্কে জানেনা এমন সিম ইউজারকারীর সংখ্যা খুবই কম। কারণ গ্রামীণফোন সিম নেটওয়ার্ক খুবই জনপ্রিয়, বাংলাদেশের যতগুলো বিশ্বস্ত সিম কোম্পানি রয়েছে তাদের মধ্যে অন্যতম সিম কোম্পানি এই গ্রামীণফোন। গ্রামীণফোন সিম পরিচালনা করার জন্য বিভিন্ন কোড রয়েছে। এই কোডগুলো আপনি ব্যবহার করে গ্রামীণফোন সিমের সকল তথ্য জানতে পারবেন।
নিজের নাম্বার, ব্যালেন্স, ডাটাপ্যাক ও মিনিট এসব চেক করার জন্যে সিম অপারেটরগুলা নির্দিষ্ট কিছু কোড আমাদের দিয়ে দিয়েছে, যেগুলার মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনীয় ইনফরমেশন জেনে নিতে পারি। যেমন : গ্রামীণফোনে নিজের ব্যবহৃত সিমের নাম্বার যদি কেউ মুখস্ত করে না রাখতে পারে তাহলে সে *২# ডায়াল করে খুব সহজে নিজের নাম্বার জেনে নিতে পারবে। নিচের টেবিলে গ্রামীণফোন সিমের প্রয়োজনীয় কোডগুলা দেওয়া হলো।
গ্রামীণফোন সিমের কোড, GP Code, GP Sim Code, Grameenphone Sim,গ্রামীণফোন সিমের গুরুত্বপূর্ণ কোড, গোপন কোড, ইমার্জেন্সী কোড, গ্রামীণফোন ইমার্জেন্সী কোড, ফ্রি এমবি কোড।
গ্রামীনফোন ব্যবহারকারী : | কোড |
---|---|
নিজের নাম্বার দেখতে চাইলে | *2# |
ব্যালেন্স দেখতে চাইলে | *566# |
গ্রামীণফোণ কাস্টমার কেয়ার নাম্বার | 121 |
সিমের ডাটা বা ইন্টারনেট দেখতে চাইলে | *121*1*4# |
মিনিট দেখতে চাইলে | *121*1*2# |
ইন্টারনেট এবং মিনিট প্যাকেজ গুলো দেখতে চাইলে | *121*1*6# |
ইন্টারনেট সেটিংস দেখতে চাইলে | *121*1# |
FNF এড করতে চাইলে | *121*1*5*1# |
FNF পরিবর্তন করতে চাইলে | *121*1*5*5# |
FNF ডিলিট করতে চাইলে | *121*1*5*3# |
গ্রামীণফোন সিমের নাম্বার দেখার কোড, গ্রামীণফোন অফার চেক কোড, গ্রামীণফোন এমবি অফার কোড, গ্রামীণফোন কার্ড রিচার্জ করার নিয়ম, গ্রামীণফোন সিমের অফার, GP Code, GP Sim Code, Grameenphone Sim, গ্রামীণফোন সিমের টাকা দেখার কোড, গ্রামীণফোন মিনিট কোড, গ্রামীণফোন সিমের অফার, সিমের নাম্বার দেখার কোড, সিমের টাকা কেটে নেওয়ার বন্ধ করার কোড।
আশা করি বুঝতে পারছেন, উপরোক্ত কোডগুলার মাধ্যমে আপনি আপনার Grameenphone মোবাইল নাম্বার সহ, ব্যালেন্স, ডাটাপ্যাক ও মিনিট চেক করে নিতে পারবেন। এসব কোড ছাড়াও যদি আপনার অন্যকোন কোডের প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানান।
0 Comments
post a comment