সব সিমের ইমার্জেন্সি ব্যালেন্স কোড। Emergency Balance Codes


নানা প্রয়োজনে আমাদেরকে সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে হয়। কিন্তু অনেকে জানে না যে কোন সিমের জন্য কোড ডায়াল করতে হয়। এই পোস্টে আমি আপনাদের দেখাবো কিভাবে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে হয়। তাহলে চলুন বিস্তারিত শুরু করা যাক।

সব সিমের ইমার্জেন্সি ব্যালেন্স কোড

বাংলাদেশের জনপ্রিয় সব অপারেটর – বাংলালিংক, গ্রামীণফোন (জিপি), রবি, এয়ারটেল, টেলিটক এবং স্কিটো – সবারই আলাদা ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার কোড বা পদ্ধতি আছে। নিচের টেবিলে এক নজরে দেখে নিতে পারেন।
অপারেটর ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার কোড সংক্ষিপ্ত বিবরণ
বাংলালিংক *874# কোড ডায়াল করলেই ইমার্জেন্সি ব্যালেন্স যোগ হবে।
গ্রামীণফোন (জিপি) *1010*1# ডায়াল করার পর ইমার্জেন্সি ব্যালেন্স সিমে চলে আসবে।
রবি *113*007# উল্লেখিত কোড ডায়াল করে লোন নেওয়া যায়।
এয়ারটেল *141# USSD মেনু থেকে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া যাবে।
টেলিটক *1122# কোড ডায়াল করলে ইমার্জেন্সি ব্যালেন্স সিমে যোগ হয়।
স্কিটো (Skitto) Skitto অ্যাপ অ্যাপ থেকে ৫ টাকার লোন নেওয়া যায় (ব্যালেন্স ২ টাকার কম থাকতে হবে)।
বাংলালিংক :

বাংলালিংক সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে আপনার ফোন থেকে *874# ডায়াল করুন, তারপর ইমার্জেন্সি ব্যালেন্স আপনার সিমে জমা হয়ে যাবে।

গ্রামীণ বা জিপি সিম :

গ্রামীণ বা জিপি সিমে ইমার্জেন্সি ব্যালেন্সের জন্য আপনার ফোন থেকে *1010*1# ডায়াল করুন এবং ইমার্জেন্সি ব্যালেন্স আপনার সিমে জমা হয়ে যাবে।

রবি সিম :

রবি সিমে ইমার্জেন্সি ব্যালেন্স পেতে আপনার মোবাইল থেকে *113*007# ডায়াল করুন। তারপর আপনার সিমে ইমার্জেন্সি ব্যালেন্স জমা হয়ে যাবে।

এয়ারটেল :

এয়ারটেল সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে আপনার মোবাইল থেকে *141# ডায়াল করুন, তারপর ইমার্জেন্সি ব্যালেন্স আপনার সিমে জমা হয়ে যাবে।

টেলিটক সিম :

টেলিটক সিম লোন বা ইমার্জেন্সি ব্যালেন্সের জন্য, আপনার মোবাইল থেকে *1122# ডায়াল করুন এবং ইমার্জেন্সি ব্যালেন্স আপনার সিমে চলে আসবে।

স্কিটো সিম :

Skitto সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে আপনাকে Skitto অ্যাপে লগইন করতে হবে। এর পর মেনু থেকে ইমার্জেন্সি লোনে যান। এর পরে, আপনি 5 টাকা-এ ক্লিক করেন, ইমার্জেন্সি ব্যালেন্স আপনার স্কিটো সিমে চলে আসবে। Skitto সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে আপনার সিমে অবশ্যই 2 টাকার কম থাকতে হবে।

নোট : Skitto লোন নেওয়ার আগে অবশ্যই নিশ্চিত হয়ে নিন যে আপনার মূল ব্যালেন্স ২ টাকার কম আছে, নাহলে লোন অপশন নাও আসতে পারে।

এই পোস্টে কোনো ভুল/আপডেট থাকলে আমাদের জানান
এই আর্টিকেলে কোনো ভুল তথ্য, বানান ত্রুটি, পুরোনো তথ্য, ভাঙা লিংক, প্রয়োজনীয় আপডেটের অভাব বা অন্য কোনো অসঙ্গতি লক্ষ্য করলে অনুগ্রহ করে সংক্ষেপে জানিয়ে আমাদের সহযোগিতা করুন।
বাটনে ক্লিক করলে আপনার ডিভাইসের ইমেইল অ্যাপ বা Gmail-এ রিপোর্টটি অটো লিখে খুলে যাবে।
রিপোর্ট পাঠানোর জন্য ইমেইল উইন্ডো ওপেন করার চেষ্টা করা হয়েছে। সরাসরি না খুললে ব্রাউজারে Gmail খুলে যেতে পারে (বিশেষ করে কম্পিউটারে)।

Post a Comment

0 Comments