নানা প্রয়োজনে আমাদেরকে সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে হয়। কিন্তু অনেকে জানে না যে কোন সিমের জন্য কোড ডায়াল করতে হয়। এই পোস্টে আমি আপনাদের দেখাবো কিভাবে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে হয়। তাহলে চলুন বিস্তারিত শুরু করা যাক।
| অপারেটর | ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার কোড | সংক্ষিপ্ত বিবরণ |
|---|---|---|
| বাংলালিংক | *874# | কোড ডায়াল করলেই ইমার্জেন্সি ব্যালেন্স যোগ হবে। |
| গ্রামীণফোন (জিপি) | *1010*1# | ডায়াল করার পর ইমার্জেন্সি ব্যালেন্স সিমে চলে আসবে। |
| রবি | *113*007# | উল্লেখিত কোড ডায়াল করে লোন নেওয়া যায়। |
| এয়ারটেল | *141# | USSD মেনু থেকে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া যাবে। |
| টেলিটক | *1122# | কোড ডায়াল করলে ইমার্জেন্সি ব্যালেন্স সিমে যোগ হয়। |
| স্কিটো (Skitto) | Skitto অ্যাপ | অ্যাপ থেকে ৫ টাকার লোন নেওয়া যায় (ব্যালেন্স ২ টাকার কম থাকতে হবে)। |
বাংলালিংক সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে আপনার ফোন থেকে *874# ডায়াল করুন, তারপর ইমার্জেন্সি ব্যালেন্স আপনার সিমে জমা হয়ে যাবে।
গ্রামীণ বা জিপি সিমে ইমার্জেন্সি ব্যালেন্সের জন্য আপনার ফোন থেকে *1010*1# ডায়াল করুন এবং ইমার্জেন্সি ব্যালেন্স আপনার সিমে জমা হয়ে যাবে।
রবি সিমে ইমার্জেন্সি ব্যালেন্স পেতে আপনার মোবাইল থেকে *113*007# ডায়াল করুন। তারপর আপনার সিমে ইমার্জেন্সি ব্যালেন্স জমা হয়ে যাবে।
এয়ারটেল সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে আপনার মোবাইল থেকে *141# ডায়াল করুন, তারপর ইমার্জেন্সি ব্যালেন্স আপনার সিমে জমা হয়ে যাবে।
টেলিটক সিম লোন বা ইমার্জেন্সি ব্যালেন্সের জন্য, আপনার মোবাইল থেকে *1122# ডায়াল করুন এবং ইমার্জেন্সি ব্যালেন্স আপনার সিমে চলে আসবে।
Skitto সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে আপনাকে Skitto অ্যাপে লগইন করতে হবে। এর পর মেনু থেকে ইমার্জেন্সি লোনে যান। এর পরে, আপনি 5 টাকা-এ ক্লিক করেন, ইমার্জেন্সি ব্যালেন্স আপনার স্কিটো সিমে চলে আসবে। Skitto সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে আপনার সিমে অবশ্যই 2 টাকার কম থাকতে হবে।
নোট : Skitto লোন নেওয়ার আগে অবশ্যই নিশ্চিত হয়ে নিন যে আপনার মূল ব্যালেন্স ২ টাকার কম আছে, নাহলে লোন অপশন নাও আসতে পারে।


0 Comments
post a comment