কঠিন ধাঁধা ও উত্তর। বাংলা মজার ধাঁধা। হাসির সকল ধাঁধা

ধাঁধা এমন এক জিনিস যা আপনার মাথা ঘুরিয়ে দিবে। Dhadha শুনে মনে হবে, উত্তরটা বোধহয় জানা আছে কিন্তু মনে নেই। আপনারা যারা Dhadha পড়তে ও অন্যকে ধাঁধার মাধ্যমে প্যাঁচে ফেলতে ভালোবাসেন, তাদের জন্যে আজকে আবারও নিয়ে আসলাম কঠিন সব ধাঁধা। মজার মজার সব কঠিন গুগলি ধাঁধা জানুন আজকের এই আর্টিকেলে।

কঠিন গুগলি ধাঁধা ও উত্তর। বাংলা কঠিন মজার ধাঁধা। হাসির ধাঁধা

ছোট বড় সবাই ধাঁধা পড়তে ভালোবাসেন। কেননা ধাঁধার মাঝে বিভিন্ন রহস্য লুকিয়ে থাকে। আর আমরা সর্বদা রহস্য ভেদ করতে পছন্দ করি। প্রতিবারের মতো এবারও আমরা মজার সব ছোট ছোট ধাঁধা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি।

কঠিন ধাঁধা ও উত্তর। বাংলা মজার ধাঁধা। হাসির সকল ধাঁধা

গুগলি ধাঁধা : একটি পরিবারে মা-বাবা ও তাদর ৭ জন ছেলে আছে। প্রত্যেক ছেলের একটি করে বোন আছে। ওই পরিবারে মোট সদস্য সংখ্যা কত ?

উত্তর : ১০ জন।


গুগলি ধাঁধা : দিন রাত ছলি ফিরি নাহি মোর অবসর দিন যায় মাস যায়, যায় চলে বছর।

উত্তর : ঘড়ি।


গুগলি ধাঁধা : ১০ জন মানুষ ১০ ঘন্টায় ইট দিয়ে একটি দেয়াল তৈরি করল, ঐ দেয়ালটি চার জন মানুষের তৈরি করতে কত সময় লাগবে?

উত্তর : কোন সময়ই লাগবে না, কারণ দেয়ালটি অলরেডি তৈরি আছে।


গুগলি ধাঁধা : কোন জিনিস বাচ্চা থেকেই বুড়ো।

উত্তর : বুড়ো আঙ্গুল।




গুগলি ধাঁধা : জল ছাড়া নদী, পাথর ছাড়া পাহাড় এবং মানুষ ছাড়া শহর কোথায় পাওয়া যায়।

উত্তর : একটি ম্যাপে।


গুগলি ধাঁধা : উড়তে পেখম বীর, ময়ূর সে নয়। মানুষ খায় গরু খায়, বাঘ সে নয়।

উত্তর : মশা


গুগলি ধাঁধা : কোন সেই বেটা, নাকে বসে ধরে কান ?

উত্তর : চশমা।


গুগলি ধাঁধা : আপনি তাকে ধরতে পারলে মেরে ফেলবেন, আর ধরতে না পারলে সে আপনার সঙ্গে থাকবে।

উত্তর : উকুন।


গুগলি ধাঁধা : সাজালে সাজে বাজালে বাজে, আবার সে লাগে রান্নার কাজে।

উত্তর : মাটির হাঁড়ি।


গুগলি ধাঁধা : বলেন তো নেপোলিয়ান কোন যুদ্ধে মারা গিয়েছিল।

উত্তর : তার জীবনের শেষ যুদ্ধে।

গুগলি ধাঁধা, গুগলি ধাঁধা উত্তর সহ, হাসির গুগলি, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর, কঠিন গুগলি, মজার গুগলি প্রশ্ন, গুগলি প্রশ্ন ও উত্তর, নতুন ধাঁধা, বাচ্চাদের ধাঁধা উত্তর সহ, বাংলা গুগলি ধাঁধা, কঠিন ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন উত্তর, গুগলি, বাংলা গুগলি প্রশ্ন ও উত্তর, রোমান্টিক ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ, ছোটদের ধাঁধা, গুগলি ধাধা, gugli dhadha, মজার গুগলি প্রশ্ন ও উত্তর, googly dhadha bangla.

গুগলি ধাঁধা : বলেন তো একজন নারী কি করে ৩০ দিন না ঘুমিয়ে কাটাতে পারে ?

উত্তর : রাতে ঘুমিয়ে।


গুগলি ধাঁধা : জলেতে জন্ম যার, জলে ঘর বাড়ি, ফকির নহে, ওঝা নহে মুখেতে দাড়ী।

উত্তর : কচুরি পানা।


গুগলি ধাঁধা : ঘুমানো ছাড়া আমরা কোন কাজ করার সময় চোখ বন্ধ রাখি।

উত্তর : হাঁচি।


গুগলি ধাঁধা : শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়, কালিদাস পন্ডিত কয় যাহা বুঝেছ তাহা নয়।

উত্তর : দরজার খিল।




গুগলি ধাঁধা : একটি অর্ধেক আপেল দেখতে ঠিক কিসের মত?

উত্তর : আপেলের বাকি অর্ধেকের মতো।


গুগলি ধাঁধা : শহর থেকে এল সাহেব কোর্ট প্যান্ট পরে, কোর্ট প্যান্ট খোলার পরে চোখ জ্বালা করে।

উত্তর : পেঁয়াজ


গুগলি ধাঁধা : আমি তুমি একজন দেখিতে এক রুপ, আমি কত কথা কই তুমি কেন থাক চুপ।

উত্তর : নিজের ছবি


গুগলি ধাঁধা : বাঘের মত লাফ দেয়, কুকুর হয়ে বসে, পানির মধ্যে ছেড়ে দিলে সোলা হয়ে ভাসে।

উত্তর : ব্যাঙ।


গুগলি ধাঁধা : গরম নয় ও ঠাণ্ডা নয় কিন্তু আমরা ফুঁ দিয়ে খাই।

উত্তর : বাদাম ভাজা।


গুগলি ধাঁধা : চার পায়ে বসি, আট পায়ে চলি বাঘ নয়, ভালুক নয়, আস্ত মানুষ গিলি।

উত্তর : পালকি।


গুগলি ধাঁধা : কচুরও হয়, কানেরও হয় কোন সে জিনিসটি উলটে পাবে শষ্যদানা নামটি বল কী ?

উত্তর : লতি।


গুগলি ধাঁধা : কি টানলে ছোট হয়।

উত্তর : সিগারেট।




গুগলি ধাঁধা : আম নয়, জাম নয়, গাছে নাহি ফলে তবু সবাই তারে ফল নাম বলে।

উত্তর : পরীক্ষার ফল।


গুগলি ধাঁধা : তিন অক্ষরের নাম যার, এমন একটি দেশ, পেট কাটলে খাই যে বেশ।

উত্তর : আসাম।

গুগলি ধাঁধা, গুগলি ধাঁধা উত্তর সহ, হাসির গুগলি, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর, কঠিন গুগলি, মজার গুগলি প্রশ্ন, গুগলি প্রশ্ন ও উত্তর, নতুন ধাঁধা, বাচ্চাদের ধাঁধা উত্তর সহ, বাংলা গুগলি ধাঁধা, কঠিন ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন উত্তর, গুগলি, বাংলা গুগলি প্রশ্ন ও উত্তর, রোমান্টিক ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ, ছোটদের ধাঁধা, গুগলি ধাধা, gugli dhadha, মজার গুগলি প্রশ্ন ও উত্তর, googly dhadha bangla.

গুগলি ধাঁধা : হাত আছে পা নাই, বুক তার কাটা। আস্ত মানুষ গিলে খায়, মাথা তার কাটা।

উত্তর : শার্ট


গুগলি ধাঁধা : কালিদাস পণ্ডিতে কয় বাল্যকালের কথা, নয় হাজার তেঁতুল গাছে কয় হাজার পাতা।

উত্তর : আঠার হাজার পাতা।


গুগলি ধাঁধা : আমি হাসাই আমি কাঁদাই, নই আমি প্রাণী। দেখতে এসে সবাই ক্ষণিক ভুলে ব্যথার বাণী।

উত্তর : সিনেমা বা নাটক।


গুগলি ধাঁধা : হাঁস, মুরগি, কবুতর ডিম দেয় আর গরু, ছাগল, মহিষ দুধ দেয়। বলতে হবে এমনকে আছে যে দুধ ও ডিম দুটোয় দিতে পারে?

উত্তর : দোকানদার।


গুগলি ধাঁধা : ব্রেকফাস্টে আপনি কি কখনো খেতে পারবেন না ?

উত্তর : লাঞ্চ এবং ডিনার।


গুগলি ধাঁধা : আমি যারে আনতে গেলাম, তাকে দেখে ফিরে এলাম। সে যখন চলে গেলো, তখন তারে নিয়ে এলাম – কী আনতে গিয়ে কী দেখলো ?

উত্তর : বৃষ্টি ও পানি।


গুগলি ধাঁধা : এমন কোন জিনিস যা সবার কাছে থাকে কারোর ছোট হয়, আবার কারোর বড়ো হয়।

উত্তর : মন।


গুগলি ধাঁধা : আমি নিজে খাই না, আমি নিজের মুখে অন্যকে খাওয়াই আমি কে।

উত্তর : চামচ।




গুগলি ধাঁধা : বলেনতো বিশ্বের সমস্ত দেশের স্বাধীনতার স্বাক্ষর কোথায় হয়েছিল ?

উত্তর : চুক্তি পত্রের শেষ পাতার নিচের অংশে।


গুগলি ধাঁধা : প্রানীর জন্তু নয় পানিতে বাস করে, হাত নেই পা নেই তবু সাঁতার কাটে।

উত্তর : নৌকা।


গুগলি ধাঁধা : বেড়ে যদি যায় একবার, কোনো ভাবেই কমে না।

উত্তর : বয়স।


গুগলি ধাঁধা : আমি যাকে মামা বলি বাবাও বলে তাই, ছেলেও তাকে মামা বলে, মাও বলে তাই – কাকে সবাই মামা বলে ?

উত্তর : চাঁদ


গুগলি ধাঁধা : শুঁড় দিয়ে করি কাজ নই আমি হাতি, পরের উপকার করি তবু গাই লাথি।

উত্তর : ঢেঁকি।


গুগলি ধাঁধা : বারো মাসের কচি মেয়ে তেরো মাসে পড়ে ডাইনে বাঁয়ে গন্ডা গন্ডা ছেলে প্রসব করে।

উত্তর : কলা গাছ।

গুগলি ধাঁধা, গুগলি ধাঁধা উত্তর সহ, হাসির গুগলি, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর, কঠিন গুগলি, মজার গুগলি প্রশ্ন, গুগলি প্রশ্ন ও উত্তর, নতুন ধাঁধা, বাচ্চাদের ধাঁধা উত্তর সহ, বাংলা গুগলি ধাঁধা, কঠিন ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন উত্তর, গুগলি, বাংলা গুগলি প্রশ্ন ও উত্তর, রোমান্টিক ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ, ছোটদের ধাঁধা, গুগলি ধাধা, gugli dhadha, মজার গুগলি প্রশ্ন ও উত্তর, googly dhadha bangla.

-------------------------------------

আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত সুস্থ ও নিরাপদে থাকুন। যদি আমাদের সাইটের পোস্টগুলো আপনার একটু হলেও উপকারে আসে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম নিত্যনতুন পোস্ট পেতে গুগল নিউজ ফলো করে আমাদের সাথে থাকুন।  

Post a Comment

0 Comments