প্রিপেইড মিটারের রিচার্জ টোকেন বের করার উপায়
বাংলাদেশে বর্তমানে ব্যবহৃত প্রিপেইড ডিজিটাল মিটারে রিচার্জ করার পর ২০ সংখ্যার একটি টোকেন প্রয়োজন হয়। কিন্তু অনেক সময় বিকাশ/উপায় দিয়ে টাকা রিচার্জ করার পরও SMS-এ টোকেন আসে না। চিন্তার কিছু নেই - টোকেন না এলেও বিকাশ অ্যাপ বা বিকাশ ওয়েবসাইট থেকে সহজেই টোকেন বের করা যায়। আজকে আমরা দেখবো সেই কার্যকর দুইটি পদ্ধতি।
বিকাশ অ্যাপে টোকেন রিকভার করার পেজ
সংক্ষেপে : রিচার্জ হয়েছে কিন্তু টোকেন না এলে - বিকাশ অ্যাপ → Pay Bill → Receipt & Token → Prepaid Token অথবা বিকাশের ওয়েবসাইটের Get Token Number অপশন ব্যবহার করুন।
টোকেন না এলে ২টি সমাধান
পদ্ধতি - ১ : বিকাশ অ্যাপ থেকে ঃ
- বিকাশ অ্যাপ ওপেন করুন।
- Pay Bill এ যান।
- Receipt & Token অপশন নির্বাচন করুন।
- Prepaid Token সিলেক্ট করুন।
- মিটার নম্বর দিয়ে সার্চ করুন, সঙ্গে সঙ্গে টোকেন দেখা যাবে।
পদ্ধতি - ২ : বিকাশ ওয়েবসাইট থেকে ঃ
-
নিচের অফিসিয়াল লিংকে যান : Get Token Number
- মিটার নম্বর লিখুন এবং Get Token Number চাপুন।
- পৃষ্ঠা আপনার সর্বশেষ টোকেন দেখাবে।
অতিরিক্ত টিপস ঃ
◉ SMS না এলে বিকাশ Transaction History দেখে নিশ্চিত হন রিচার্জ সফল হয়েছে কিনা।
◉ মিটার নম্বর ভুল দিলে টোকেন ভুল আসবে।
◉ সার্ভার ব্যস্ত থাকলে ৫–১০ মিনিট পরে আবার চেষ্টা করুন।
| লিংক | ব্যবহার |
|---|---|
| বিকাশ অ্যাপ | Pay Bill → Token → Prepaid |
| বিকাশ ওয়েবসাইট | মিটার নম্বর দিয়ে টোকেন দেখা |
এভাবে খুব সহজে আপনি আপনার প্রিপেইড মিটারের সর্বশেষ রিচার্জ করা ২০ সংখ্যার কোডটি বের করে নিতে পারবেন। যদি আর্টিকেলটি উপকারে আসে তাহলে শেয়ার করতে ভুলবেন না।

1 Comments
010112099011
ReplyDeletepost a comment