প্রিপেইড মিটারের রিচার্জ টোকেন বের করার ২টি উপায়। Prepaid meter recharge token

প্রিপেইড মিটারের রিচার্জ টোকেন বের করার উপায়

বাংলাদেশে বর্তমানে ব্যবহৃত প্রিপেইড ডিজিটাল মিটারে রিচার্জ করার পর ২০ সংখ্যার একটি টোকেন প্রয়োজন হয়। কিন্তু অনেক সময় বিকাশ/উপায় দিয়ে টাকা রিচার্জ করার পরও SMS-এ টোকেন আসে না। চিন্তার কিছু নেই - টোকেন না এলেও বিকাশ অ্যাপ বা বিকাশ ওয়েবসাইট থেকে সহজেই টোকেন বের করা যায়। আজকে আমরা দেখবো সেই কার্যকর দুইটি পদ্ধতি।

বিকাশ অ্যাপে টোকেন রিকভার করার পেজ
সংক্ষেপে : রিচার্জ হয়েছে কিন্তু টোকেন না এলে - বিকাশ অ্যাপ → Pay Bill → Receipt & Token → Prepaid Token অথবা বিকাশের ওয়েবসাইটের Get Token Number অপশন ব্যবহার করুন।

টোকেন না এলে ২টি সমাধান

পদ্ধতি - ১ : বিকাশ অ্যাপ থেকে ঃ

  1. বিকাশ অ্যাপ ওপেন করুন।
  2. Pay Bill এ যান।
  3. Receipt & Token অপশন নির্বাচন করুন।
  4. Prepaid Token সিলেক্ট করুন।
  5. মিটার নম্বর দিয়ে সার্চ করুন, সঙ্গে সঙ্গে টোকেন দেখা যাবে।
Bkash App Token
বিকাশ অ্যাপে টোকেন রিকভার করার পেজ

পদ্ধতি - ২ : বিকাশ ওয়েবসাইট থেকে ঃ

  1. নিচের অফিসিয়াল লিংকে যান : Get Token Number
  2. মিটার নম্বর লিখুন এবং Get Token Number চাপুন।
  3. পৃষ্ঠা আপনার সর্বশেষ টোকেন দেখাবে।
Bkash Token Website
বিকাশ ওয়েবসাইটে টোকেন রিকভার পেজ

অতিরিক্ত টিপস ঃ

◉ SMS না এলে বিকাশ Transaction History দেখে নিশ্চিত হন রিচার্জ সফল হয়েছে কিনা।
◉ মিটার নম্বর ভুল দিলে টোকেন ভুল আসবে।
◉ সার্ভার ব্যস্ত থাকলে ৫–১০ মিনিট পরে আবার চেষ্টা করুন।
লিংকব্যবহার
বিকাশ অ্যাপ Pay Bill → Token → Prepaid
বিকাশ ওয়েবসাইট মিটার নম্বর দিয়ে টোকেন দেখা
এভাবে খুব সহজে আপনি আপনার প্রিপেইড মিটারের সর্বশেষ রিচার্জ করা ২০ সংখ্যার কোডটি বের করে নিতে পারবেন। যদি আর্টিকেলটি উপকারে আসে তাহলে শেয়ার করতে ভুলবেন না।

Post a Comment

1 Comments

post a comment