বর্তমান সময়ে আমাদের দেশে চালু হয়েছে প্রিপেইড ডিজিটাল মিটার। এই মিটারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে টাকা থাকলে বিদ্যুৎ থাকবে। অর্থাৎ আমাদের বিদ্যুৎ পেতে হলে মিটারে আগে থেকে রিচার্জ করতে হবে। রিচার্জ করার জন্য আমাদের সহায়তা করে থাকে মোবাইল ব্যাংকিং বিকাশ ও উপায় এর মতো অ্যাপগুলা। কিন্তু মাঝেমধ্যে আমরা টাকা রিচার্জ করার পরও দেখা যায় ২০ সংখ্যার কোডটি ম্যাসেজের মাধ্যমে আসে না। আর আমরা জানি কোড/টোকেন না পেলে মিটারে টাকা রিচার্জ সম্পন্ন করা যায় না। এখন কথা হচ্ছে বিকাশ বা উপায় মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা রিচার্জ করার পরও যদি কোনো টোকেন না আসে তাহলে উক্ত টোকেন কিভাবে বের করবেন। রিচার্জ করা সর্বশেষ টোকেন জানতে আমরা বিকাশ ওয়েবসাইটের সাহায্য নিতে পারি। ম্যাসেজে টোকেন না আসলেও আপনি নিজিই বিকাশ ওয়েবসাইটের সহায়তা নিয়ে মিটারে রিচার্জ করা টোকেনটি বের করে নিতে পারবেন। তো চলুন জেনে নেওয়া যাক।
রিচার্জ করার পর যদি টোকেন না আসে তাহলে চিন্তা করার কিছু নেই। আপনি সহজে আপনার মিটারে রিচার্জ করার টোকেনটি বিকাশ ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন। বিকাশ ওয়েবসাইট থেকে প্রিপেইড মিটারের রিচার্জ টোকেন নাম্বার বের করার উপায় দেখুন।
টোকেন নাম্বার বের করার উপায় :
যদি আপনি বিকাশ অ্যাপ ব্যবহার না করেন, কিংবা বিকাশ অ্যাপের মাধ্যমে রিচার্জ করা কোড বের করতে না পারেন তাহলে তাদের ওয়েবসাইট থেকে আপনার মিটার নাম্বারটি সার্চ করে রিচার্জ করা ২০ সংখ্যার টোকেনটি বের করে নিতে পারবেন।
তার জন্যে প্রথমে লিংকে ক্লিক করে তাদের ওয়েবসাইটে চলে আসুন। তারপর মিটার নাম্বারটি দিয়ে Get Token Number অপশনে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনার মিটারে রিচার্জ করার সর্বশেষ টোকেন নাম্বারটি দেখতে পারবেন।
আশা করি বুঝতে পারছেন, এভাবে খুব সহজে বিকাশ ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার প্রিপেইড মিটারের সর্বশেষ রিচার্জ করা ২০ সংখ্যার টোকেন নাম্বারটি বের করে নিতে পারবেন। যদি আমাদের আর্টিকেলগুলা আপনাদের উপকারে আসে তাহলে তা বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর আপনাদের মতামত জানাতে পারেন আমাদের সাথে। যেকোন বিষয়ে নিত্যনতুন টিপস ও ট্রিকস জানতে আমাদের সাথে থাকুন।
0 Comments
post a comment
Emoji