মজার সব ধাঁধা ও উত্তর। গুগলি ধাঁধা। বাংলা ধাঁধা। মজার সব ধাঁধা

আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরার মাঝে রাস্তায় পথে বা ছোট বাচ্চাদের সামনে বিভিন্ন ধাঁধার সম্মুখীন হতে হয়। এবং তা সমাধান করতে হয়। এজন্য যদি আমাদের বেশ কিছু ধাঁধার উত্তর জানা থাকে তাহলে আমরা সহজে ধাঁধা গুলোর উত্তর দিতে পারবো। চলুন দেখে নেওয়া যাক আজকের সকল ধাঁধা গুলোর উত্তর।

ছোটদের মজার ধাঁধা ও উত্তর। গুগলি ধাঁধা। বাংলা সেরা ধাঁধা।

ধাঁধার মাধ্যমে একজন ব্যক্তির যুক্তির ক্ষমতা ও বুদ্ধি প্রকাশ পায়। যারা বড় ধাঁধার উত্তর দিতে গোলমাল লাগিয়ে ফেলেন তাদের জন্যে আজকে আমি নিয়ে এসেছি ছোট ছোট ধাঁধার আসর। ছোট বড় সবাই Dhadha পড়তে ভালোবাসেন। কেননা ধাঁধার মাঝে বিভিন্ন রহস্য লুকিয়ে থাকে। আর আমরা সর্বদা রহস্য ভেদ করতে পছন্দ করি। প্রতিবারের মতো এবারও আমরা মজার সব ছোট ছোট ধাঁধা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি।

মজার ধাঁধা ও উত্তর, গুগলি ধাঁধা।

১. মামার বাড়ি গেলাম, চুলাতে পইড়া মইরা রইলাম।

উত্তর : জ্বালানি কাঠ

২. আমি তুমি একই রুপ, দেখিতেও একই রুপ, আমি কথা কই, তুমি কেন থাকো চুপ ?

উত্তর: ছবি

৩. দিন রাত্রি তে গোস্বামী নাহি ছাড়ে আমারে, কেবল আলোতে থাকো, কোথা যাও আঁধারে। 

উত্তর : ছায়া

৪. কোন মাসে মানুষ সব চাইতে কম ঘুমায়।

উত্তর : ফেব্রুয়ারি (কারণ ফেব্রুয়ারি মাস ২৮ দিনে)

৫. ছেলে মেয়েকে দেয়, ছেলে ছেলেকে দেয়, কিন্তু মেয়ে ছেলেকে দেয় না। 

উত্তর : জানাজা

৬. তিন অক্ষরে নাম তার টক-ঝাল-মিষ্টি মানুষের সে এক অপূর্ব সৃষ্টি।

উত্তর : আচার

৭. তিন অক্ষরে নাম তার সর্বলোকে খায়, প্রথম অক্ষর দিলে বাদ মূল্য বোঝায়, মাঝের অক্ষর ছেড়ে দিলে দিক বোঝায়।

 উত্তর : বাদাম

৮. তিন অক্ষরে নাম তার মোর বিদ্বানে সাথি, মাথা মোর কেটে ফেললে হই মাপকাঠি।

উত্তর : কাগজ 

৯. কোন জিনিস দিলে বেড়ে যায় ?

উত্তর : বিদ্যা বা জ্ঞান

১০. পিটার সারা দিন খাটে, তবুও উন্নতি করতে পারে না কেন ?

উত্তর : খাটে বলতে বিছানায় বোঝানো হয়েছে

গুগলি ধাঁধা, গুগলি ধাঁধা উত্তর সহ, হাসির গুগলি, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর, কঠিন গুগলি, মজার গুগলি প্রশ্ন, গুগলি প্রশ্ন ও উত্তর, নতুন ধাঁধা, বাচ্চাদের ধাঁধা উত্তর সহ, বাংলা গুগলি ধাঁধা, কঠিন ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন উত্তর, গুগলি, বাংলা গুগলি প্রশ্ন ও উত্তর, রোমান্টিক ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ, ছোটদের ধাঁধা, গুগলি ধাধা, gugli dhadha, মজার গুগলি প্রশ্ন ও উত্তর, googly dhadha bangla.

১১. তিন অক্ষরে নাম তার খেলার মাঠে পাবে, প্রথম অক্ষর কেটে দিলে কোন দেশের নাম হবে। 

উত্তর : শচিন

১২. ঘর আছে দুয়ার নাই মানুষ আছে কথা নাই।

উত্তর : কবর

১৩. চলে কিন্তু হাটে না কি জিনিস তা বল না ?

উত্তর : টাকা ও পয়সা।

১৪. খোসা আছে বোটা নাই, বলত কি জিনিস ভাই।

উত্তর : ডিম

১৫. চিলি চিলি পাতা মোটা মোটা ডাল ফলটি পাকা বিচিটি লাল।

উত্তর : তেঁতুল

১৬. অন্ধকার ঘরে, বাঁদর নাচে না না করলে, আরও নাচে।

উত্তর : জিহ্বা 

১৭. কি সে বস্তু যার মধ্যে অনেক ছিদ্র থাকা সত্ত্বেও সে জল কে ধরে রাখে। 

উত্তর : স্পঞ্জ

১৮. সে এমন রসিক চান, নাকে বসে ধরে কান। 

উত্তর : চশমা

১৯. কালো কচু জলে ভাসে, হাড় নাই, মাংস আছে। বলেন দেখি কি তা ?

উত্তর : জোঁক

২০. রাতের বেলা উইড়া চলে, পিছ দিয়া আগুন জ্বলে।

উত্তর : জোনাকি 

২১. দুটির একই অর্থ হবে। ওটা কী সাপ, সে কবে আসছে ?

উত্তর : কাল

২২. কোন স্কুলে কোন ছাত্র পড়ে না ?

উত্তর : গার্লস স্কুলে

২৩. ঘুম পেলে আমরা বিছানায় যাই কেন ?

উত্তর : বিছানা আমাদের কাছে আসে না তাই।

২৪. মুরগি ছাড়া ডিম কি সম্ভব ? 

উত্তর : অবশ্যই সম্ভব, তবে হাঁস হতে হবে।

২৫. আগেও ছিল এখনও সঙ্গেই আছে, কিন্তু দেখা যায় না, কী ? 

উত্তর : ভবিষ্যৎ 

গুগলি ধাঁধা, গুগলি ধাঁধা উত্তর সহ, হাসির গুগলি, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর, কঠিন গুগলি, মজার গুগলি প্রশ্ন, গুগলি প্রশ্ন ও উত্তর, নতুন ধাঁধা, বাচ্চাদের ধাঁধা উত্তর সহ, বাংলা গুগলি ধাঁধা, কঠিন ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন উত্তর, গুগলি, বাংলা গুগলি প্রশ্ন ও উত্তর, রোমান্টিক ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ, ছোটদের ধাঁধা, গুগলি ধাধা, gugli dhadha, মজার গুগলি প্রশ্ন ও উত্তর, googly dhadha bangla.

২৬. একটা হাত গাছটা ফল ধরে পাঁচটা।

উত্তর : পাঁচ আঙ্গুল

২৭. তিন অক্ষরের নাম যার জলে বাস করে মাঝের অক্ষর বাদ দিলে আকাশেতে উড়ে।

উত্তর : চিতল

২৮. তিন অক্ষরে নাম তার, স্বামীর জ্যেষ্ঠ ভ্রাতা প্রথম অক্ষর ছেড়ে দিলে গানে হয় গাথা।

উত্তর : ভাশুর

২৯. তিন অক্ষরে নাম তার, রাজ্য শাসন করে প্রথম অক্ষর বাদ দিলে, সব মানুষকে ধরে।

উত্তর : বাদশা

৩০. তিন অক্ষরে নাম তার সব কিছুর শেষ প্রথম আর শেষ ছেড়ে দিলে ডাকতে লাগে বেশ।

উত্তর : সমাপ্ত

আশা করি, আজকের শেয়ার করা ধাঁধাগুলা আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে। এরকম মজার মজার ও কঠিন সব ধাঁধা জানতে আমাদের সাথে থাকুন। 

Post a Comment

0 Comments