টেলিগ্রামে মোবাইল নম্বর হাইড করার উপায়। Telegram Mobile Number Hide

টেলিগ্রামে মোবাইল নম্বর হাইড করার উপায়

বর্তমান সময়ে অন্যতম জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হলো টেলিগ্রাম। টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার পর স্বাভাবিকভাবে আপনার ফোন নাম্বার কিছু ক্ষেত্রে অন্যরা দেখতে পারে - কিন্তু অনেক ব্যবহারকারী নিজেদের প্রাইভেসি রক্ষার জন্য নাম্বার গোপন রাখতে চান। এই পোস্টটি তাদের জন্য - এখানে ধাপে ধাপে দেখানো হয়েছে কিভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে মোবাইল নাম্বার হাইড করা যায়।

ধাপ - ১ :  টেলিগ্রাম অ্যাপে প্রবেশ করুন ঃ

প্রথমে আপনার টেলিগ্রাম অ্যাপটি ওপেন করুন। অ্যাপ ওপেন করার পর উপরের বাম পাশে থাকা মেনু (থ্রি-ডট বা হ্যামবার্গার) আইকনে ট্যাপ করুন, তারপর Settings অপশনটি খুলুন।

ধাপ - ২ : অ্যাপের সেটিংস পরবর্তন করুন ঃ

Settings-এ গেলে Privacy and Security অপশনে প্রবেশ করুন। সেখানে Phone Number বা Phone সেটিংস খুঁজে নিবেন। Phone settings-এ গিয়ে Who can see my phone number অপশনটি নির্বাচন করুন এবং সেটিকে Nobody করুন। এর মাধ্যমেই আপনার নাম্বার পাবলিক থেকে গোপন থাকবে।

আপনার কাজ সম্পন্ন - এভাবেই খুব সহজে আপনি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের মোবাইল নাম্বার হাইড করতে পারবেন। যদি কোন ধাপে সমস্যা হয় বা ব্যাখ্যা লাগলে, নিচে মন্তব্য করে জানাতে পারেন। আমি দ্রুত সহায়তা করে দেব।

নোট : নাম্বার হাইড করলে কেউ আপনার নাম্বার সরাসরি দেখতে পাবে না, কিন্তু আপনার কনট্যাক্ট লিস্টে থাকা লোকেরা এখনও আপনি তাদের সাথে সংযুক্ত হলে আপনার নাম্বার দেখতে পারে - এটা আপনার প্রাইভেসি সেটিংস অনুযায়ী ভিন্ন হতে পারে। (অতিরিক্ত নিরাপত্তার জন্য সিক্রেট চ্যাট ও দুই-স্তরের ভেরিফিকেশন ব্যবহার করুন।)
এই পোস্টে কোনো ভুল/আপডেট থাকলে আমাদের জানান
এই আর্টিকেলে কোনো ভুল তথ্য, বানান ত্রুটি, পুরোনো তথ্য, ভাঙা লিংক, প্রয়োজনীয় আপডেটের অভাব বা অন্য কোনো অসঙ্গতি লক্ষ্য করলে অনুগ্রহ করে সংক্ষেপে জানিয়ে আমাদের সহযোগিতা করুন।
বাটনে ক্লিক করলে আপনার ডিভাইসের ইমেইল অ্যাপ বা Gmail-এ রিপোর্টটি অটো লিখে খুলে যাবে।
রিপোর্ট পাঠানোর জন্য ইমেইল উইন্ডো ওপেন করার চেষ্টা করা হয়েছে। সরাসরি না খুললে ব্রাউজারে Gmail খুলে যেতে পারে (বিশেষ করে কম্পিউটারে)।

Post a Comment

0 Comments