টেলিগ্রামে মোবাইল নম্বর হাইড করার উপায়
বর্তমান সময়ে অন্যতম জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হলো টেলিগ্রাম। টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার পর স্বাভাবিকভাবে আপনার ফোন নাম্বার কিছু ক্ষেত্রে অন্যরা দেখতে পারে - কিন্তু অনেক ব্যবহারকারী নিজেদের প্রাইভেসি রক্ষার জন্য নাম্বার গোপন রাখতে চান। এই পোস্টটি তাদের জন্য - এখানে ধাপে ধাপে দেখানো হয়েছে কিভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে মোবাইল নাম্বার হাইড করা যায়।
প্রথমে আপনার টেলিগ্রাম অ্যাপটি ওপেন করুন। অ্যাপ ওপেন করার পর উপরের বাম পাশে থাকা মেনু (থ্রি-ডট বা হ্যামবার্গার) আইকনে ট্যাপ করুন, তারপর Settings অপশনটি খুলুন।
Settings-এ গেলে Privacy and Security অপশনে প্রবেশ করুন। সেখানে Phone Number বা Phone সেটিংস খুঁজে নিবেন। Phone settings-এ গিয়ে Who can see my phone number অপশনটি নির্বাচন করুন এবং সেটিকে Nobody করুন। এর মাধ্যমেই আপনার নাম্বার পাবলিক থেকে গোপন থাকবে।
আপনার কাজ সম্পন্ন - এভাবেই খুব সহজে আপনি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের মোবাইল নাম্বার হাইড করতে পারবেন। যদি কোন ধাপে সমস্যা হয় বা ব্যাখ্যা লাগলে, নিচে মন্তব্য করে জানাতে পারেন। আমি দ্রুত সহায়তা করে দেব।

0 Comments
post a comment