সরকারি চাকরির আবেদন করার সম্পূর্ণ নিয়ম। Govt Job Online Apply BD


সরকারি চাকরির অনলাইন আবেদন করার সম্পূর্ণ নিয়ম (২০২৫ আপডেট)

বর্তমানে বাংলাদেশের সব সরকারি চাকরির আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হয়। এতে সময়, খরচ ও ঝামেলা কমে গেছে অনেক। আবেদনকারীকে শুধু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তথ্য পূরণ, ছবি আপলোড এবং SMS-এর মাধ্যমে ফি পরিশোধ করতে হয়।

সরকারি চাকরির আবেদন করার নিয়ম

🔹 সরকারি চাকরির আবেদন করার প্রধান ওয়েবসাইট ঃ

Teletalk Apply Portal : https://alljobs.teletalk.com.bd

এই পোর্টালের মাধ্যমেই সব সরকারি দপ্তর যেমন : পুলিশ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যাংক, মন্ত্রণালয় ইত্যাদি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও আবেদন গ্রহণ করে। এই লিংকে গিয়ে পছন্দের চাকরির বিজ্ঞপ্তি নির্বাচন করুন অথবা অন্যান্য স্থান হতে সংগৃহীত বিজ্ঞপ্তিতে থাকা লিংকে ক্লিক সরাসরি কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিতে চলে আসুন। সাইটে আসার পর নিম্নের অনলাইন আবেদন করার ধাপে ধাপে প্রক্রিয়াটি অনুসরণ করুন।

🔹 আবেদন করার আগে যা প্রস্তুত রাখবেন ঃ

✅ জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্মনিবন্ধন নম্বর
✅ শিক্ষাগত যোগ্যতার সনদ (SSC, HSC, Diploma, Honours ইত্যাদি)
✅ একটি সচল মোবাইল নম্বর (Teletalk হলে ভালো)
✅ ই-মেইল ঠিকানা
✅ পাসপোর্ট সাইজের ছবি (300×300 px, সর্বোচ্চ 100KB)
✅ স্বাক্ষরের স্ক্যান (300×80 px, সর্বোচ্চ 60KB)

🔹 অনলাইন আবেদন করার ধাপে ধাপে প্রক্রিয়া ঃ

◉ বিজ্ঞপ্তি (Circular) ভালোভাবে পড়ে যোগ্যতা যাচাই করুন।
◉ যদি আবেদন করার যোগ্যতা থাকে তাহলে কাঙ্ক্ষিত ওয়েবসাইটে চলে আসুন।
◉ Apply Now” বাটনে ক্লিক করে আবেদন ফর্ম খুলুন।
◉ সঠিকভাবে নাম, জন্মতারিখ, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, NID, মোবাইল নম্বর ইত্যাদি লিখুন।
◉ পাসপোর্ট ছবি ও স্বাক্ষর আপলোড করুন।
◉ Preview দেখে সব ঠিক থাকলে Submit করুন।
◉ একটি Applicant’s Copy (PDF) ডাউনলোড করে রাখুন।
Govt Job Online Apply BD

🔹 আবেদন ফি জমা দেওয়ার নিয়ম ঃ

আবেদন সাবমিট করার পর নির্ধারিত সময়ের মধ্যে Teletalk SIM থেকে দুটি SMS পাঠিয়ে ফি দিতে হয়।

SMS ধাপউদাহরণগন্তব্য
১ম SMSDGHS ABCDEF16222
২য় SMSDGHS YES 12345616222

সফলভাবে ফি জমা হলে একটি “Payment Confirmed” মেসেজ আসবে এবং আবেদনটি চূড়ান্তভাবে গৃহীত হবে।

⚠️ ফি জমা না দিলে আবেদন বাতিল হয়ে যায়। সময়সীমা শেষ হয়ে গেলে আর ফি দেওয়া সম্ভব নয়।

🔹 ফি কত?

🔸 ৫০ টাকা + (ভ্যাট প্রযোজ্য) — Grade 17-20 পদ
🔸 ১০০ টাকা + (ভ্যাট প্রযোজ্য) — Grade 13-16 পদ
🔸 ১৫০ টাকা + (ভ্যাট প্রযোজ্য) — Grade 11-12 পদ
🔸 200 টাকা + (ভ্যাট প্রযোজ্য) — Grade 9-10 বা উচ্চতর পদ
🔸 চাকরির বিজ্ঞপ্তিতে যে ফি ধার্য করা হবে তা দিয়ে আবেদন করতে হবে।

🔹 আবেদন বাতিলের সাধারণ কারণ ঃ

❌ ছবির সাইজ বা ফরম্যাট ভুল
❌ নাম বা জন্মতারিখের বানান ভুল
❌ ফি জমা না দেওয়া
❌ যোগ্যতা না থাকা সত্ত্বেও আবেদন
❌ একাধিক আবেদন (Duplicate Submission)

🔹 Admit Card ডাউনলোড ঃ

আবেদন শেষ হলে কর্তৃপক্ষ পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র প্রকাশ করে। যা আপনার মোবাইল নাম্বারে এসএমএস করে জানিয়ে দিবে। এডমিট কার্ড ডাউনলোড করতে নির্দিষ্ট সাইটে চলে আসুন অথবা নিম্নের সাইটের মাধ্যমে প্রবেশ করুন।

🔹 ফলাফল চেক করার নিয়ম ঃ

ফলাফল সাধারণত Teletalk Apply পোর্টাল বা সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ হয়।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE)
বাংলাদেশ পুলিশ
স্বাস্থ্য অধিদপ্তর

🔹 সাধারণ প্রশ্নোত্তর (FAQ)

প্রশ্ন : মোবাইল থেকে কি আবেদন করা যায়?
✅ হ্যাঁ, তবে ল্যাপটপ বা ডেস্কটপে আবেদন করলে ছবি ও স্বাক্ষর ঠিকভাবে আপলোড হয়।

প্রশ্ন : ভুল তথ্য দিলে কি সংশোধন করা যায়?
❌ না, ফর্ম সাবমিট করার পর পরিবর্তন করা যায় না। তাই সাবধানে পূরণ করুন।

প্রশ্ন : ফি জমা দেওয়ার পর SMS না এলে?
✅ 24 ঘণ্টা অপেক্ষা করুন, তারপরও না এলে Teletalk Customer Care এ যোগাযোগ করুন।

🔸 শেষ কথা ঃ

সরকারি চাকরির আবেদন প্রক্রিয়া এখন পুরোপুরি ডিজিটাল। আবেদন করার সময় বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে সঠিক তথ্য দিন। সময়সীমা মেনে চলুন এবং সর্বদা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কাজ করুন।

🟩 পরামর্শ : Applicant Copy ও Payment SMS সবসময় সংরক্ষণ করে রাখুন, এগুলো Admit Card ডাউনলোডের সময় প্রয়োজন হয়।

Post a Comment

0 Comments