রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম
ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা রকেট (Rocket) আগে সরাসরি বিকাশে টাকা পাঠানোর সুবিধা দিত না। কিন্তু ২০২৫ এর শেষ দিকে নতুন আপডেট হিসেবে সরাসরি রকেট → বিকাশ ট্রান্সফার অপশন চালু হয়েছে। এখন আর কাউন্টার, ব্যাংক বা নগদে টাকা পাঠিয়ে ঘুরিয়ে বিকাশে আনতে হবে না অ্যাপের মাধ্যমে সরাসরি বিকাশে টাকা পাঠানো যাবে। রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম, চার্জ ও সুবিধা নিয়েই আজকের এই আর্টিকেল - তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
▣ রকেট অ্যাপ দিয়ে বিকাশে সরাসরি টাকা পাঠানোর নিয়ম ঃ
রকেট অ্যাপ থেকে সরাসরি বিকাশে টাকা পাঠাতে হলে প্রথমে প্লে-স্টোর থেকে রকেট অ্যাপটি আপডেট করে নিন, এবং নিম্নের ধাপগুলা অনুসরণ করুন :
প্রথমে অফিসিয়াল রকেট অ্যাপটি ওপেন করুন এবং Fund Transfer মেনুতে ক্লিক করুন।
এখন MFS সিলেক্ট করে পরবর্তী Select MFS অপশন থেকে বিকাশ নির্বাচন করুন।
প্রাপকের বিকাশ নাম্বার লিখুন এবং যে পরিমাণ টাকা পাঠাবেন তা লিখে Next বাটনে ক্লিক করুন।
PIN দিয়ে কনফার্ম করুন (কনফার্ম করার পূর্বে চার্জের পরিমাণ ও নাম্বার ঠিক আছে কিনা তা যাচাই করে নিন)।
▣ রকেট → বিকাশ ট্রান্সফারের চার্জ ঃ
রকেট অ্যাপ থেকে সরাসরি বিকাশে টাকা পাঠাতে হলে গুনতে হবে হাজারে ৮.৫ টাকা।
▣ টাকা না গেলে বা ভুল হলে করণীয় ঃ
- লেনদেন ব্যর্থ হলে সাধারণত ২৪–৪৮ ঘন্টার মধ্যে টাকা স্বয়ংক্রিয়ভাবে রিভার্স হয়ে যায়।
- Pending বা আটকে থাকা লেনদেন হলে Rocket বা bKash হেল্পলাইনে যোগাযোগ করুন।
- Rocket Helpline: 16216
- bKash Helpline: 16247
▣ নিরাপত্তা টিপস ঃ
- টাকা পাঠানোর আগে বিকাশ নম্বরটি অন্তত ২ বার মিলিয়ে নিন।
- আপনার PIN কখনোই অন্য কাউকে দেবেন না।
- অফিসিয়াল অ্যাপ ছাড়া অন্য কোনও অ্যাপ/ওয়েবসাইট ব্যবহার করবেন না।
- SMS এলার্ট চালু রাখলে প্রতিটি লেনদেন সহজে যাচাই করা যায়।
▣ সাধারণ জিজ্ঞাসা (FAQ) ঃ
রকেট থেকে বিকাশে সরাসরি টাকা পাঠানোর নতুন অপশনটি ব্যবহারকারীদের সময় ও ঝামেলা দুটোই কমিয়ে দিয়েছে। আগে ঘুরপথে টাকা পাঠাতে হলেও এখন কয়েক সেকেন্ডেই লেনদেন সম্পন্ন হচ্ছে। যদিও ক্রস-ওয়ালেট লেনদেনে অতিরিক্ত কিছু ফি আছে, যা অনেকের কাছে পছন্দনীয় নাও হতে পারে-তবুও দ্রুততা ও সুবিধার দিক থেকে এটি একটি বড় অগ্রগতি। সার্বিকভাবে রকেটের এই উদ্যোগ ডিজিটাল লেনদেনকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে।


0 Comments
post a comment