রকেট থেকে বিকাশে সরাসরি টাকা পাঠানোর নিয়ম। Rocket to bKash Direct Transfer


রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম

ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা রকেট (Rocket) আগে সরাসরি বিকাশে টাকা পাঠানোর সুবিধা দিত না। কিন্তু ২০২৫ এর শেষ দিকে নতুন আপডেট হিসেবে সরাসরি রকেট → বিকাশ ট্রান্সফার অপশন চালু হয়েছে। এখন আর কাউন্টার, ব্যাংক বা নগদে টাকা পাঠিয়ে ঘুরিয়ে বিকাশে আনতে হবে না অ্যাপের মাধ্যমে সরাসরি বিকাশে টাকা পাঠানো যাবে। রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম, চার্জ ও সুবিধা নিয়েই আজকের এই আর্টিকেল - তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

Rocket to bKash Transfer

নতুন সুবিধা :
১) রকেট অ্যাপ থেকে সরাসরি বিকাশ নাম্বারে টাকা পাঠানো যায়।
২) বিকাশের পাশাপাশি Islami Bank mCash-ও টাকা পাঠানো যাবে।
৪) ২৪/৭ রিয়েল টাইম ইনস্ট্যান্ট ট্রান্সফার।

▣ রকেট অ্যাপ দিয়ে বিকাশে সরাসরি টাকা পাঠানোর নিয়ম ঃ

রকেট অ্যাপ থেকে সরাসরি বিকাশে টাকা পাঠাতে হলে প্রথমে প্লে-স্টোর থেকে রকেট অ্যাপটি আপডেট করে নিন, এবং নিম্নের ধাপগুলা অনুসরণ করুন :

স্টেপ-বাই-স্টেপ স্ক্রিনশট গাইড
নিচের প্রতিটি স্ক্রিনশটের পাশে সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়া আছে, যাতে দেখে বুঝতে কোনো ধরনের অসুবিধা না হয়। ধাপে ধাপে অনুসরণ করলে সহজেই পুরো প্রক্রিয়াটি বুঝে নিতে পারবেন।
স্টেপ ১-এর স্ক্রিনশট
ধাপ - ১ : রকেট অ্যাপটি ওপেন করুন

প্রথমে অফিসিয়াল রকেট অ্যাপটি ওপেন করুন এবং Fund Transfer মেনুতে ক্লিক করুন।

স্টেপ ২-এর স্ক্রিনশট
ধাপ - ২ : ফান্ড ট্রান্সফার অপশন

এখন MFS সিলেক্ট করে পরবর্তী Select MFS অপশন থেকে বিকাশ নির্বাচন করুন।

স্টেপ ৩-এর স্ক্রিনশট
ধাপ - ৩ : নাম্বার ও অর্থের পরিমাণ

প্রাপকের বিকাশ নাম্বার লিখুন এবং যে পরিমাণ টাকা পাঠাবেন তা লিখে Next বাটনে ক্লিক করুন।

স্টেপ ২-এর স্ক্রিনশট
ধাপ - ৪ : টাকা ট্রান্সফার করা

PIN দিয়ে কনফার্ম করুন (কনফার্ম করার পূর্বে চার্জের পরিমাণ ও নাম্বার ঠিক আছে কিনা তা যাচাই করে নিন)।

সময় : টাকা ইনস্ট্যান্ট বিকাশে পৌঁছে যায় (১-৩ সেকেন্ড)। নোট : নাম্বার অবশ্যই ১১ ডিজিট সঠিক হতে হবে, নয়তো লেনদেন ব্যর্থ হবে।

▣ রকেট → বিকাশ ট্রান্সফারের চার্জ ঃ

রকেট অ্যাপ থেকে সরাসরি বিকাশে টাকা পাঠাতে হলে গুনতে হবে হাজারে ৮.৫ টাকা।

সময় : লেনদেন ফি রকেট কর্তৃক সময়ভেদে আপডেট হতে পারে। এগুলো ২০২৫ আপডেট অনুযায়ী প্রদত্ত।

▣ টাকা না গেলে বা ভুল হলে করণীয় ঃ

  1. লেনদেন ব্যর্থ হলে সাধারণত ২৪–৪৮ ঘন্টার মধ্যে টাকা স্বয়ংক্রিয়ভাবে রিভার্স হয়ে যায়।
  2. Pending বা আটকে থাকা লেনদেন হলে Rocket বা bKash হেল্পলাইনে যোগাযোগ করুন।
  3. Rocket Helpline: 16216
  4. bKash Helpline: 16247

▣ নিরাপত্তা টিপস ঃ

  1. টাকা পাঠানোর আগে বিকাশ নম্বরটি অন্তত ২ বার মিলিয়ে নিন।
  2. আপনার PIN কখনোই অন্য কাউকে দেবেন না।
  3. অফিসিয়াল অ্যাপ ছাড়া অন্য কোনও অ্যাপ/ওয়েবসাইট ব্যবহার করবেন না।
  4. SMS এলার্ট চালু রাখলে প্রতিটি লেনদেন সহজে যাচাই করা যায়।

▣ সাধারণ জিজ্ঞাসা (FAQ) ঃ

১) রকেট থেকে বিকাশে টাকা পাঠাতে কি আলাদা কোনো রেজিস্ট্রেশন লাগবে?
→ না, কোনো আলাদা রেজিস্ট্রেশন লাগবে না। আপনার রকেট অ্যাপ আপডেট করা থাকলেই সরাসরি বিকাশে টাকা পাঠানো যাবে।
২) রকেট → বিকাশে টাকা পাঠাতে কত চার্জ লাগে?
→ প্রতি ১,০০০ টাকায় প্রায় ৮.৫ টাকা সার্ভিস চার্জ কাটা হয়। আপনি যত টাকা পাঠাবেন, তার হিসাব অনুযায়ী চার্জ স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে।
৩) টাকা না গেলে বা Pending দেখালে কী করবো?
→ সাধারণত লেনদেন ব্যর্থ হলে টাকা ২৪–৪৮ ঘন্টার মধ্যে রিভার্স হয়ে যায়। যদি দীর্ঘসময় আটকে থাকে, তাহলে রকেট (16216) অথবা বিকাশ (16247) হেল্পলাইনে যোগাযোগ করতে হবে।

রকেট থেকে বিকাশে সরাসরি টাকা পাঠানোর নতুন অপশনটি ব্যবহারকারীদের সময় ও ঝামেলা দুটোই কমিয়ে দিয়েছে। আগে ঘুরপথে টাকা পাঠাতে হলেও এখন কয়েক সেকেন্ডেই লেনদেন সম্পন্ন হচ্ছে। যদিও ক্রস-ওয়ালেট লেনদেনে অতিরিক্ত কিছু ফি আছে, যা অনেকের কাছে পছন্দনীয় নাও হতে পারে-তবুও দ্রুততা ও সুবিধার দিক থেকে এটি একটি বড় অগ্রগতি। সার্বিকভাবে রকেটের এই উদ্যোগ ডিজিটাল লেনদেনকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে।

এই পোস্টে কোনো ভুল/আপডেট থাকলে আমাদের জানান
এই আর্টিকেলে কোনো ভুল তথ্য, বানান ত্রুটি, পুরোনো তথ্য, ভাঙা লিংক, প্রয়োজনীয় আপডেটের অভাব বা অন্য কোনো অসঙ্গতি লক্ষ্য করলে অনুগ্রহ করে সংক্ষেপে জানিয়ে আমাদের সহযোগিতা করুন।
বাটনে ক্লিক করলে আপনার ডিভাইসের ইমেইল অ্যাপ বা Gmail-এ রিপোর্টটি অটো লিখে খুলে যাবে।
রিপোর্ট পাঠানোর জন্য ইমেইল উইন্ডো ওপেন করার চেষ্টা করা হয়েছে। সরাসরি না খুললে ব্রাউজারে Gmail খুলে যেতে পারে (বিশেষ করে কম্পিউটারে)।

Post a Comment

0 Comments