কম্পিউটারে স্ক্রিন রেকর্ড করার অনেক সফটওয়্যার রয়েছে। কিন্তু বেশিরভাগ সফটওয়্যারগুলো টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হয়। যেসমস্ত সফটওয়্যারগুলা ফ্রিতে পাওয়া যাদের তাদের অধিকাংশগুলাতে Watermark থাকে। আর নয়তো ২ থেকে ৫ মিনিটে বেশি Record করা যায় না। তো এই সমস্যা সমাধানে আজকে আমি আপনাদের সাথে এমন একটি স্ক্রিন রেকর্ড করার সফটওয়্যার শেয়ার করব, যার মাধ্যমে কোনো রকম ওয়াটারমার্ক ছাড়া আনলিমিটেড কম্পিউটারে রেকর্ড করতে পারবেন।
আপনি যদি কম্পিউটারে স্ক্রিন রেকর্ড করার কাজ করে থাকেন, তাহলে এই সফটওয়্যারটি অবশ্যই আপনার দরকার। কেননা এই সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি। ফ্রি হওয়া সত্ত্বেও এটার মাধ্যমে প্রিমিয়াম সব ফিচার উপভোগ করতে পারবেন। নিচের সফটওয়্যারটির সুবিধাগুলা উল্লেখ করা হলো :
সফটওয়্যার ব্যবহারের সুবিধা :
File Type: Unlimited Screen Record apk
0 Comments
post a comment