আমরা অনেকেই আছি যাদের কিনা বই পড়তে অনেক ভালো লাগে। এমনকি অনেকে আছে যারা কিনা সময় কাটাতেও নানা ধরণের বই পড়ে থাকে। কিন্তু আমাদের মধ্যে অনেকে আছে যাদের কিনা সবধরণের বই কেনার সামর্থ্য থাকে না কিংবা এমন কিছু বই আছে যেগুলো বাহিরে বের হলে সাথে করে নিয়ে যাওয়া যায় না। কিন্তু বর্তমান সময়ে আপনার হাতে থাকা স্মার্ট ফোনের মাধ্যমে আপনি খুব সহজে অনলাইন থেকে যেকোন বই বিনামূল্য পড়তে পারেন। আর আজকের এই আর্টিকেলে বিনামূল্যে বই পড়ার সেরা ৫টি ওয়েবসাইট নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা।
ইন্টারনেটে বই পড়ার জন্য নানা রকমের ওয়েবসাইট রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য ফ্রিতে বই পড়া যায় এমন কয়েকটি ওয়েবসাইট নিয়ে আজকের এই আর্টিকেল। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
১. পাঠাগার: (www.pathagar.com):এই সাইটের মাধ্যমে খুব সহজে আপনি যেকোন বই পড়তে ও ডাউনলোড করতে পারবেন - যেমন : • উপন্যাস, • ম্যাগাজিন, • রহস্যপত্রিকা, • ইসলামিক বিষয় এবং আরো অসংখ্য বই, এছাড়া এই ওয়েব সাইটের বিশেষ বৈশিষ্ট্য,আপনি এখানে অডিও বই, ভিডিও বার্তা এবং বই এর প্রেজেন্টেশন পাবেন।
২. বিডি ই বুক:(bn.bdebooks.com) :জনপ্রিয় সকল লেখকের বই পড়তে ও ডাউনলোড করতে এই সাইটের ভূমিকা অপরিসীম। বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় লেখকবৃন্দের বই পাওয়া যাবে এখানে। ইদানিংকালের জনপ্রিয় লেখক ছাড়াও প্রয়াত লেখকদের কালজয়ী বইও পাওয়া যাবে এখানে। তাই দেরি না করে ঘুরে আসুন বিডিইবুক সাইট থেকে।
৩. ইসলামী বই সমাহার:(www.islamicboisomahar.in) :যেকোন ইসলামিক বই পড়তে এই সাইটি আপনাকে অনেক সাহায্যে করবে। এখানে আপনি বাংলায় লিখিত সমস্ত ইসলামিক বই পেয়ে যাবেন। তাও খুব সহজে, কারণ বই খোঁজার জন্য এই সাইটের একটা বিশেষ সুবিধা আছে, এখানে বইয়ের নামগুলো বাংলা অক্ষর অনুযায়ী সাজিয়ে রাখা হয়েছে “অ থেকে হ” পর্যন্ত, যার ফলে যেকোন বই খুব সহজে খুজে পাওয়া যায়।
৪. বাংলা লাইব্রেরী:(www.ebanglalibrary.com) :এই সাইটটি অন্যান্য সাইট থেকে সম্পূর্ণ ভিন্ন, এখানে আপনি অন্য সাইট গুলোর মত বইএর লেখাগুলো পৃষ্ঠা আকারে পাবেন না টেক্সট আকারে পাবেন। যেগুলো আপনি কপি পেস্টও করতে পারবেন। এখানে আপনি বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থ গুলো অনায়াসে পেয়ে যাবে। তাই যেকোন বই পড়তে ঘুরে আসুন এই সাইটি থেকে।
৫. বাংলা পুস্তক:(www.banglapustak.com) :এই সাইটে সকল বই ফ্রিতে পড়তে ও ডাউনলোড করতে পারবেন খুব সহজে। এখনে আপনি নানা ধরণের বই কালেকশন দেখতে পারবেন। যেমন : • গোয়েন্দা কাহিনী, • ভুতের গল্প, • প্রেমের গল্প, • ভ্রমণকাহিনী, • রহস্য মূলক, • হাসির গল্প, • শিক্ষামূলক ইত্যাদি।
আশা করি যারা বই পড়তে ভালোবাসেন, তাদের উপরোক্ত শেয়ার করা ওয়েবসাইটগুলা একটু হলেও উপকারে আসবে। এরকম নিত্য নতুন টিপস ও ট্রিকস জানতে আমাদের সাথে থাকুন।
আপনার প্রশ্ন দ্রুত খুঁজে পাবেন - নিচে সাধারণ ও কার্যকর সমাধানগুলো দেওয়া আছে।
সাইট-হোম পেইজে যান এবং মেনু বা ক্যাটাগরি লিস্ট থেকে (যেমন : Android Tricks, Mobile Banking, National University ইত্যাদি) পরীক্ষা করুন। অথবা পেজ-এ থাকা Search বা Older Posts ব্যবহার করুন। তবুও না পেলে Contact ফর্মে আপনি যা খুঁজছিলেন সেটি লিখে জানিয়ে দিন - আমরা সাহায্য করবো।
পোস্টের তারিখ চেক করুন - যদি পুরনো হয়, কমেন্ট/মেসেজ করে আপডেটের অনুরোধ দিন। আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলা নিয়মিত আপডেট করার চেষ্টা করি; নতুন তথ্য থাকলে শেয়ার করুন যাতে আমরা রিভিউ করে আপডেট করতে পারি।
ব্রাউজারের Cache/Cookies ক্লিয়ার করুন এবং আবার চেষ্টা করুন। VPN বা Ad-Blocker চালু থাকলে তা বন্ধ করে দেখুন। সমস্যাটি রয়ে গেলে Contact ফর্মে লিংক ও আপনার ব্রাউজার/ডিভাইস-বিস্তারিত পাঠান - আমরা লিংক যাচাই করে আপডেট দেব।
পোস্টে মন্তব্য করে আপনার প্রশ্ন লিখুন - আমরা বা অন্য পাঠকরা উত্তর দেব। চাইলে Contact ফর্মে বিস্তারিত পাঠিয়ে ব্যক্তিগত নির্দেশনাও চাইতে পারেন। এছাড়া সংশ্লিষ্ট স্টেপ-বাই-স্টেপ আর্টিকেলগুলো দেখে নিতে পারেন।
Contact ফর্মে আপনার আইডিয়া/টপিক পাঠান। যদি সেটা অনেকের দরকার হয়, আমরা পরবর্তী আর্টিকেলে রাখার চেষ্টা করব।
প্রতিটি পোস্টের নিচে Facebook, WhatsApp, Telegram বা Social Share বাটন ব্যবহার করুন। না থাকলে URL কপি করে পাঠিয়ে দিন। শেয়ার করার আগে দয়া করে নিশ্চিত করুন যে কেউ ব্যক্তিগত বা সেনসিটিভ তথ্য পান না।
আর্টিকেলের নিচে থাকা comment/feedback ব্যবহার করুন অথবা Contact থেকে লিংক ও বিস্তারিত পাঠান। আপনার রিপোর্ট পেলে আমরা দ্রুত চেক করে আপডেট বা করেকশন করব - আপনার ফিডব্যাক সবার উপকারে আসে।
0 Comments
post a comment