Google Drive Direct Download Link Generator হলো এমন একটি টুল যেখানে Google Drive এ শেয়ারকৃত ফাইলের সরাসরি ডাউনলোড লিংক তৈরি করা। এই টুল ব্যবহার করে শুধু মাত্র এক ক্লিকের মাধ্যমেই Google Drive এ শেয়ারকৃত ফাইল সরাসরি ডাউনলোড লিংক তৈরি করা যায়। আপনি এই টুল ব্যবহার করে আপনার গুগল ড্রাইভের ফাইলগুলির একটি সরাসরি ডাউনলোড লিঙ্ক তৈরি করতে পারেন।
এই টুল ব্যবহার করা খুব সহজ; আপনাকে যা করতে হবে তা হলো গুগল ড্রাইভ থেকে শেয়ারকৃত ফাইলটির লিঙ্ক কপি করে এই টুলে পেস্ট করতে হবে। টুলটি স্বয়ংক্রিয়ভাবে আপনার ফাইলটি পড়বে এবং প্রদত্ত গুগল ড্রাইভ শেয়ারকৃত লিঙ্কের একটি সরাসরি ডাউনলোড লিঙ্ক তৈরি করবে। এবং লিংকটি কপি করে নতুন ট্যাব ওপেন করে সেখানে পেস্ট করে দিলেই ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। এখন কথা হচ্ছে কিভাবে আপনি গুগল ড্রাইভের Direct Download Link তৈরী করবেন ! আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার চেষ্টা করব। সাথে Google Drive Direct Download Link Generator করার জন্য সাইট লিংকও দিয়ে দিব।
গুগল ড্রাইভের Direct Download Link তৈরী করার নিয়ম :
ধাপ - ১ : প্রথমে আপনি আপনার গুগল ড্রাইভে যান এবং যে ফাইলটির Direct Download Link তৈরী করতে চাচ্ছেন উক্ত ফাইলটি গুগল ড্রাইভে আপলোড করে নিন (ছবি - ১)। তারপর আপলোড হওয়া ফাইলটির রাইট বাটনে ক্লিক করে Share অপশনে ক্লিক করুন (ছবি - ২)। এরপর Viewer অপশন থেকে Anyone With The Link সিলেক্ট করে দিন, তারপর Copy link অপশনে ক্লিক করুন এবং Done বাটনে ক্লিক করুন (ছবি - ৩)।
ধাপ - ৪ : এখন গুগল ড্রাইভ ডাইরেক্ট লিংক জেনারেটর অপশনে ক্লিক করুন এবং শেয়ারযোগ্য লিঙ্কটি প্রথম টেক্সট বক্সে পেস্ট করে Create Direct Link বাটনে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে দ্বিতীয় টেক্সট বক্সে আপনি সরাসরি Download লিঙ্কটি পেয়ে যাবেন, উক্ত লিংকটি কপি করে নিন।
ধাপ - ৫ : এখন কপিকৃত লিংকটি আপনি আপনার ওয়েবসাইটে কিংবা বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, যেখানে লিংকে ক্লিক করার সাথে সাথে লিংকে থাকা ফাইলটি সরাসরি ডাউনলোড হয়ে যাবে। লিংকটি পরীক্ষা করতে যেকোন ব্রাউজারে পেস্ট করে সার্চ করুন অপশনে ক্লিক করলে দেখতে পাবেন, সরাসরি ডাউনলোড হয়ে যাচ্ছে।
আশা করি বুজতে পারছেন, এভাবে খুব সহজে আপনি আপনার গুগল ড্রাইভ ফাইলের জন্য ডাইরেক্ট ডাউনলোড লিংক তৈরী করে নিতে পারবেন। গুরুত্বপূর্ণ যেকোন বিষয়ে টিপস ও ট্রিকস জানতে আমাদের সাথে থাকুন।
-------------------------------------
আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত সুস্থ ও নিরাপদে থাকুন। যদি আমাদের সাইটের পোস্টগুলো আপনার একটু হলেও উপকারে আসে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম নিত্যনতুন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন।
[ যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেইজে ]
0 Comments
Your comment helps to inspire and motivate a blogger to write something better, so please don't forget to give your feedback after reading each post.