গুগল ড্রাইভ ফাইলের Direct Download Link তৈরী করার নিয়ম। Google Drive File Direct Download Link

Google Drive Direct Download Link Generator হলো এমন একটি টুল যেখানে Google Drive এ শেয়ারকৃত ফাইলের সরাসরি ডাউনলোড লিংক তৈরি করা। এই টুল ব্যবহার করে শুধু মাত্র এক ক্লিকের মাধ্যমেই Google Drive এ শেয়ারকৃত ফাইল সরাসরি ডাউনলোড লিংক তৈরি করা যায়। আপনি এই টুল ব্যবহার করে আপনার গুগল ড্রাইভের ফাইলগুলির একটি সরাসরি ডাউনলোড লিঙ্ক তৈরি করতে পারেন। 

কিভাবে গুগল ড্রাইভ ফাইলের Direct Download Link তৈরী করবেন

এই টুল ব্যবহার করা খুব সহজ; আপনাকে যা করতে হবে তা হলো গুগল ড্রাইভ থেকে শেয়ারকৃত ফাইলটির লিঙ্ক কপি করে এই টুলে পেস্ট করতে হবে। টুলটি স্বয়ংক্রিয়ভাবে আপনার ফাইলটি পড়বে এবং প্রদত্ত গুগল ড্রাইভ শেয়ারকৃত লিঙ্কের একটি সরাসরি ডাউনলোড লিঙ্ক তৈরি করবে। এবং লিংকটি কপি করে নতুন ট্যাব ওপেন করে সেখানে পেস্ট করে দিলেই ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। এখন কথা হচ্ছে কিভাবে আপনি গুগল ড্রাইভের Direct Download Link তৈরী করবেন ! আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার চেষ্টা করব। সাথে Google Drive Direct Download Link Generator করার জন্য সাইট লিংকও দিয়ে দিব।



গুগল ড্রাইভের Direct Download Link তৈরী করার নিয়ম :

ধাপ - ১ : প্রথমে আপনি আপনার গুগল ড্রাইভে যান এবং যে ফাইলটির Direct Download Link তৈরী করতে চাচ্ছেন উক্ত ফাইলটি গুগল ড্রাইভে আপলোড করে নিন।

কিভাবে গুগল ড্রাইভ ফাইলের Direct Download Link তৈরী করবেন

ধাপ - ২ : এখন আমরা আপলোড করা ফাইলটিতে রাইট বাটন ক্লিক করে শেয়ার অপশনে ক্লিক করুন।

কিভাবে গুগল ড্রাইভ ফাইলের Direct Download Link তৈরী করবেন




ধাপ - ৩ : এখানে নতুন পপআপ আসবে, এখন আমরা লিঙ্ক বিকল্পের সাথে পরিবর্তন করুন।

কিভাবে গুগল ড্রাইভ ফাইলের Direct Download Link তৈরী করবেন

ধাপ - ৪ : এখন Copy link অপশনে ক্লিক করুন এবং Done বাটনে ক্লিক করুন।

কিভাবে গুগল ড্রাইভ ফাইলের Direct Download Link তৈরী করবেন

ধাপ - ৫ : এখান গুগল ড্রাইভ ডাইরেক্ট লিংক জেনারেটর টুলটি খুলুন এবং শেয়ারযোগ্য লিঙ্কটি প্রথম টেক্সট বক্সে পেস্ট করুন তারপর জেনারেট বাটনে ক্লিক করুন এবং তারপরে দ্বিতীয় টেক্সট বক্সে আপনি সরাসরি লিঙ্কটি পেয়ে যাবেন। উক্ত লিংকটি কপি করে নিন।

কিভাবে গুগল ড্রাইভ ফাইলের Direct Download Link তৈরী করবেন



ধাপ - ৬ : এখন কপিকৃত লিংকটি আলাদা ট্যাব ওপেন করে পেস্ট করে দিন। দেখুন ফাইলটি Direct Download হয়ে যাচ্ছে।
কিভাবে গুগল ড্রাইভ ফাইলের Direct Download Link তৈরী করবেন


এভাবে খুব সহজে আপনি আপনার গুগল ড্রাইভ ফাইলের জন্য ডাইরেক্ট ডাউনলোড লিংক তৈরী করে নিতে পারবেন।

-------------------------------------

আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত সুস্থ ও নিরাপদে থাকুন। যদি আমাদের সাইটের পোস্টগুলো আপনার একটু হলেও উপকারে আসে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম নিত্যনতুন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন

[ যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেইজে ] 

Post a Comment

0 Comments