টেলিগ্রামে নিজের মোবাইল নম্বর হাইড করার উপায় - How to hide Telegram mobile number

বর্তমান সময়ে অন্যতম জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হচ্ছে টেলিগ্রাম। Telegram অ্যাকাউন্ট খোলার পর স্বাভাবিক ভাবেই আমাদের মোবাইল নাম্বার যেকেউ দেখতে পারে। অনেকে তাদের প্রাইভেসি রক্ষার জন্য নাম্বার হাইড করে রাখতে চান। কিন্তুু জানেন না যে কিভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে নাম্বার হাইড করে রাখতে হয় । তাদের জন্য মূলত আজকের এই পোস্ট। আজকে আমরা আলোচনা করব টেলিগ্রাম এ কিভাবে নিজের ফোন নম্বর হাইড করতে হয় ।

How to hide your mobile number in Telegram app

নিচের ধাপগুলা অনুসরণ করুন

ধাপ - ১ : প্রথমে আপনি আপনার টেলিগ্রাম অ্যাপ টিতে আসুন । টেলিগ্রাম অ্যাপে আসার পর উপরে বাম পাশের থ্রি ডট বাটনে ক্লিক করুন।

কিভাবে টেলিগ্রাম অ্যাপে নিজের মোবাইল নম্বর গোপন করতে হয় ?




ধাপ - ২ : এখান থেকে সেটিংস অপশনে চলে আসুন।


কিভাবে টেলিগ্রাম অ্যাপে নিজের মোবাইল নম্বর গোপন করতে হয় ?

ধাপ - ৩ : এখন প্রাইভেসি এন্ড সিক্যুরিটি অপশনে ক্লিক করুন।

কিভাবে টেলিগ্রাম অ্যাপে নিজের মোবাইল নম্বর গোপন করতে হয় ?


ধাপ - ৪ : এখন এখান থেকে আপনি ফোন নাম্বার অপশনে চলে আসুন।

কিভাবে টেলিগ্রাম অ্যাপে নিজের মোবাইল নম্বর গোপন করতে হয় ?




ধাপ - ৫ : এখানে আসার পর আপনি আপনার ফোন নাম্বার অপশনটি নোবডি করে দিন।

কিভাবে টেলিগ্রাম অ্যাপে নিজের মোবাইল নম্বর গোপন করতে হয় ?


আপনার কাজ সম্পন্ন, এভাবে খুব সহজে আপনি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট এর মোবাইল নাম্বার হাইড করে রাখতে পারবেন। আশা করি বুজতে পারছেন। যদি বুজতে কোন অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে পারেন।

-------------------------------------

আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত সুস্থ ও নিরাপদে থাকুন। যদি আমাদের সাইটের পোস্টগুলো আপনার একটু হলেও উপকারে আসে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম নিত্যনতুন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন

[ যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেইজে ] 

Post a Comment

0 Comments