ডিগ্রি ২য় বর্ষ - 'বিএসসি (BSc)' গ্রুপের সকল বইয়ের তালিকা (National University)

ডিগ্রী ২য় বর্ষ 'বিএসসি' (BSc) গ্রুপের সকল বইয়ের তালিকা

যারা ডিগ্রি ২য় বর্ষ 'বিএসসি' (BSc) গ্রুপে ভর্তি হয়েছেন কিন্তু এখনো বইয়ের সম্পূর্ণ তালিকা জানতে পারেননি, তাদের জন্য আজকের এই আর্টিকেলটি। এই আর্টিকেলে আপনি জানতে পারবেন, 'বিএসসি' (BSc) গ্রুপের’ ২য় বর্ষের সকল বইয়ের নাম। 

ডিগ্রি ২য় বর্ষের BSC গ্রুপের বইয়ের তালিকা

ডিগ্রি পাস কোর্সের ২য় বর্ষের 'বিএসসি' (BSc) বিভাগের জন্য একটি আবশ্যিক বিষয় রয়েছে, তা হলো বাংলা জাতীয় ভাষা। এর পাশাপাশি, শিক্ষার্থী ও কলেজ কর্তৃক নির্ধারিত - প্রথম বর্ষে যে তিনটি ঐচ্ছিক বিষয় নির্বাচন করা হয়েছিল, ২য় বর্ষেও সেই একই বিষয়গুলো অব্যাহত থাকবে। তবে এই বর্ষে প্রতিটি ঐচ্ছিক বিষয়ের জন্য দুটি করে পত্র নির্ধারিত রয়েছে -  যথাক্রমে ৩য় পত্র (Paper-III) এবং ৪র্থ পত্র (Paper-IV)। ফলে, ২য় বর্ষে একজন শিক্ষার্থীকে মোট ৭টি বই পড়তে হবে।

▣ আবশ্যিক বিষয় : বাংলা

বিষয় Paper Code Paper Title
বাংলা 131001 বাংলা জাতীয় ভাষা

অন্যান্য বিষয়সমূহ

ডিগ্রি ২য় বর্ষে আবশ্যিক বিষয় ছাড়াও আরও বিভিন্ন বিষয় রয়েছে। প্রতিটি বিষয়ের দুটি করে পত্র থাকে (Paper-III ও Paper-IV)। নিচে 'বিএসসি' (BSc) বিভাগের আবশ্যিক বিষয় ছাড়া অন্যান্য সকল বিষয়ের নাম ও পত্রকোড দেওয়া হলো।

▣ বিষয় : পদার্থ বিজ্ঞান

Paper Code Paper Paper Title
122701 Paper-III Thermodynamics and Statistical Mechanics
122703 Paper-IV Electromagnetism and Basic Electronics

▣ বিষয় : রসায়ন

Paper Code Paper Paper Title
122801 Paper-III Inorganic Chemistry
122803 Paper-IV Synthetic Organic Polymers

▣ বিষয় : জৈব রসায়ন ও আণবিক জীববিজ্ঞান

Paper Code Paper Paper Title
122901 Paper-III Metabolism
122903 Paper-IV Microbiology and Molecular Biology

▣ বিষয় : উদ্ভিদ বিজ্ঞান

Paper Code Paper Paper Title
123001 Paper-III Angiosperms, Economic Botany, Anatomy, Embryology, Paleobotany
123003 Paper-IV Biodiversity, Conservation, Ecology, Environmental Science & Cytology

▣ বিষয় : প্রাণি বিজ্ঞান

Paper Code Paper Paper Title
123101 Paper-III Cytology & Histology, Ecology and Molecular Biology
123103 Paper-IV Embryology, Physiology, Animal Adaptation, Evolution, Palaeontology and Zoogeography

▣ বিষয় : ভূগোল ও পরিবেশ

Paper Code Paper Paper Title
123201 Paper-III Population and Cultural Geography
123203 Paper-IV Geography of Bangladesh

▣ বিষয় : মৃত্তিকা বিজ্ঞান

Paper Code Paper Paper Title
123301 Paper-III Soil Chemistry and Soil Pollution
123303 Paper-IV Soil Fertility and Fertilizers

▣ বিষয় : মনোবিজ্ঞান

Paper Code Paper Paper Title
123401 Paper-III Developmental Psychology
123403 Paper-IV Social Psychology

▣ বিষয় : পরিসংখ্যান

Paper Code Paper Paper Title
123601 Paper-III Methods of Statistics
123603 Paper-IV Numerical Mathematics & Linear Algebra

▣ বিষয় : গণিত

Paper Code Paper Paper Title
123701 Paper-III Calculus
123703 Paper-IV Linear Algebra

▣ বিষয় : কম্পিউটার বিজ্ঞান

Paper Code Paper Paper Title
125001 Paper-III Database Management System and Information System Design
125003 Paper-IV Data Communication and Computer Network

সংক্ষিপ্তে :

  • 🔹 মোট বই : ৭টি (১টি আবশ্যিক + ৩টি ঐচ্ছিক বিষয়ে ৬টি পত্র)
  • 🔹 আবশ্যিক বিষয় : বাংলা জাতীয় ভাষা।
  • 🔹 ঐচ্ছিক বিষয় : শিক্ষার্থীর পছন্দ ও কলেজ কর্তৃক নির্ধারিত অনুযায়ী ৩টি বিষয়।

ডিগ্রি ২য় বর্ষের 'বিএসসি' (BSc) গ্রুপের বইগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে আপনি নিজের পছন্দ ও কলেজের নির্দেশনা অনুযায়ী সঠিক বিষয় নির্বাচন করতে পারেন। আশা করি এই তালিকাটি আপনাকে বিষয় নির্বাচন ও পড়াশোনার পরিকল্পনা সাজাতে সহায়তা করবে। ভবিষ্যতে ডিগ্রি পাস কোর্স সম্পর্কিত আরও নির্দেশনা বা আপডেট পেতে নিয়মিত আমাদের সাইটটি ভিজিট করতে পারেন।

এই পোস্টে কোনো ভুল/আপডেট থাকলে আমাদের জানান
এই আর্টিকেলে কোনো ভুল তথ্য, বানান ত্রুটি, পুরোনো তথ্য, ভাঙা লিংক, প্রয়োজনীয় আপডেটের অভাব বা অন্য কোনো অসঙ্গতি লক্ষ্য করলে অনুগ্রহ করে সংক্ষেপে জানিয়ে আমাদের সহযোগিতা করুন।
বাটনে ক্লিক করলে আপনার ডিভাইসের ইমেইল অ্যাপ বা Gmail-এ রিপোর্টটি অটো লিখে খুলে যাবে।
রিপোর্ট পাঠানোর জন্য ইমেইল উইন্ডো ওপেন করার চেষ্টা করা হয়েছে। সরাসরি না খুললে ব্রাউজারে Gmail খুলে যেতে পারে (বিশেষ করে কম্পিউটারে)।
দেখুন তো ঠিক আচে কিনা ?

Post a Comment

0 Comments