ডিগ্রী ১ম বর্ষ 'বিএসসি' (BSc) গ্রুপের সকল বইয়ের তালিকা
যারা ডিগ্রি ১ম বর্ষ 'বিএসসি' (BSc) গ্রুপে ভর্তি হয়েছেন কিন্তু এখনো বইয়ের সম্পূর্ণ তালিকা জানতে পারেননি, তাদের জন্য আজকের এই আর্টিকেলটি। এই আর্টিকেলে আপনি জানতে পারবেন, 'বিএসসি' (BSc) গ্রুপের’ ১ম বর্ষের সকল বইয়ের নাম।
ডিগ্রি পাস কোর্সের ১ম বর্ষের 'বিএসসি' (BSc) বিভাগের জন্য একটি আবশ্যিক বিষয় রয়েছে, তা হলো স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। এছাড়া, এই বর্ষে তিনটি ঐচ্ছিক বিষয়ও রয়েছে। ঐচ্ছিক বিষয়গুলো নির্ভর করবে কলেজ কর্তৃপক্ষের নির্দেশনা এবং শিক্ষার্থীর পছন্দের উপর। আপনার গ্রুপ থেকে যে তিনটি বিষয় নির্বাচন করবেন বা কলেজ কর্তৃক যে তিনটি বিষয় নির্ধারিত হবে, সেগুলোই আপনার ঐচ্ছিক বিষয় হিসেবে গণ্য হবে। ১ম বর্ষে প্রতিটি ঐচ্ছিক বিষয়ের জন্য দুটি করে পত্র নির্ধারিত রয়েছে - যথাক্রমে ১ম পত্র (Paper-I) এবং ২য় পত্র (Paper-II)। ফলে, প্রথম বর্ষে একজন শিক্ষার্থীকে মোট ৭টি বই পড়তে হবে।
▣ আবশ্যিক বিষয় : স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
বিষয়
Paper Code
Paper Title
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
211501
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
অন্যান্য বিষয়সমূহ
ডিগ্রি ১ম বর্ষে আবশ্যিক বিষয় ছাড়াও আরও বিভিন্ন বিষয় রয়েছে। প্রতিটি বিষয়ের দুটি করে পত্র থাকে (Paper-I ও Paper-II)। নিচে 'বিএসসি' (BSc) বিভাগের আবশ্যিক বিষয় ছাড়া অন্যান্য সকল বিষয়ের নাম ও পত্রকোড দেওয়া হলো।
▣ বিষয় : পদার্থ বিজ্ঞান
Paper Code
Paper
Paper Title
112701
Paper-I
Mathematical Methods, Waves and Optics
112703
Paper-II
Mechanics, Properties of Matter and Relativity
▣ বিষয় : রসায়ন
Paper Code
Paper
Paper Title
112801
Paper-I
Physical Chemistry
112803
Paper-II
Organic Chemistry
▣ বিষয় : জৈব রসায়ন ও আণবিক জীববিজ্ঞান
Paper Code
Paper
Paper Title
112901
Paper-I
Physical and Organic Chemistry
112903
Paper-II
Biomolecules
▣ বিষয় : উদ্ভিদ বিজ্ঞান
Paper Code
Paper
Paper Title
113001
Paper-I
Microbiology, Physiology, Mycology
113003
Paper-II
Higher Cryptogams, Gymnosperms, Plant Pathology
▣ বিষয় : প্রাণি বিজ্ঞান
Paper Code
Paper
Paper Title
113101
Paper-I
Nonchordate
113103
Paper-II
Chordata
▣ বিষয় : ভূগোল ও পরিবেশ
Paper Code
Paper
Paper Title
113201
Paper-I
Physical Geography & Environment
113203
Paper-II
Economic Geography
▣ বিষয় : মৃত্তিকা বিজ্ঞান
Paper Code
Paper
Paper Title
113301
Paper-I
Pedology and Soil Physics
113303
Paper-II
Soil Microbiology and Plant Biochemistry
▣ বিষয় : মনোবিজ্ঞান
Paper Code
Paper
Paper Title
113401
Paper-I
General Psychology
113403
Paper-II
Experimental Psychology
▣ বিষয় : পরিসংখ্যান
Paper Code
Paper
Paper Title
113601
Paper-I
Descriptive Statistics
113603
Paper-II
Probability and Probability Distributions
▣ বিষয় : গণিত
Paper Code
Paper
Paper Title
113701
Paper-I
Fundamentals of Mathematics
113703
Paper-II
Coordinate Geometry and Vector Analysis
▣ বিষয় : কম্পিউটার বিজ্ঞান
Paper Code
Paper
Paper Title
115001
Paper-I
Computer Fundamental and Programming Language
115003
Paper-II
Data Structure and Algorithms
সংক্ষিপ্তে :
🔹 মোট বই : ৭টি (১টি আবশ্যিক + ৩টি ঐচ্ছিক বিষয়ে ৬টি পত্র)
🔹 আবশ্যিক বিষয় : স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
🔹 ঐচ্ছিক বিষয় : শিক্ষার্থীর পছন্দ ও কলেজ কর্তৃক নির্ধারিত অনুযায়ী ৩টি বিষয়।
ডিগ্রি ১ম বর্ষের 'বিএসসি' (BSc) গ্রুপের বইগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে আপনি নিজের পছন্দ ও কলেজের নির্দেশনা অনুযায়ী সঠিক বিষয় নির্বাচন করতে পারেন। আশা করি এই তালিকাটি আপনাকে বিষয় নির্বাচন ও পড়াশোনার পরিকল্পনা সাজাতে সহায়তা করবে। ভবিষ্যতে ডিগ্রি পাস কোর্স সম্পর্কিত আরও নির্দেশনা বা আপডেট পেতে নিয়মিত আমাদের সাইটটি ভিজিট করতে পারেন।
এই পোস্টে কোনো ভুল/আপডেট থাকলে আমাদের জানান
এই আর্টিকেলে কোনো ভুল তথ্য, বানান ত্রুটি, পুরোনো তথ্য, ভাঙা লিংক, প্রয়োজনীয় আপডেটের অভাব বা অন্য কোনো অসঙ্গতি লক্ষ্য করলে অনুগ্রহ করে সংক্ষেপে জানিয়ে আমাদের সহযোগিতা করুন।
বাটনে ক্লিক করলে আপনার ডিভাইসের ইমেইল অ্যাপ বা Gmail-এ রিপোর্টটি অটো লিখে খুলে যাবে।
রিপোর্ট পাঠানোর জন্য ইমেইল উইন্ডো ওপেন করার চেষ্টা করা হয়েছে। সরাসরি না খুললে ব্রাউজারে Gmail খুলে যেতে পারে (বিশেষ করে কম্পিউটারে)।
আপনার প্রশ্ন দ্রুত খুঁজে পাবেন - নিচে সাধারণ ও কার্যকর সমাধানগুলো দেওয়া আছে।
সাইট-হোম পেইজে যান এবং মেনু বা ক্যাটাগরি লিস্ট থেকে (যেমন : Android Tricks, Mobile Banking, National University ইত্যাদি) পরীক্ষা করুন। অথবা পেজ-এ থাকা Search বা Older Posts ব্যবহার করুন। তবুও না পেলে Contact ফর্মে আপনি যা খুঁজছিলেন সেটি লিখে জানিয়ে দিন - আমরা সাহায্য করবো।
পোস্টের তারিখ চেক করুন - যদি পুরনো হয়, কমেন্ট/মেসেজ করে আপডেটের অনুরোধ দিন। আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলা নিয়মিত আপডেট করার চেষ্টা করি; নতুন তথ্য থাকলে শেয়ার করুন যাতে আমরা রিভিউ করে আপডেট করতে পারি।
ব্রাউজারের Cache/Cookies ক্লিয়ার করুন এবং আবার চেষ্টা করুন। VPN বা Ad-Blocker চালু থাকলে তা বন্ধ করে দেখুন। সমস্যাটি রয়ে গেলে Contact ফর্মে লিংক ও আপনার ব্রাউজার/ডিভাইস-বিস্তারিত পাঠান - আমরা লিংক যাচাই করে আপডেট দেব।
পোস্টে মন্তব্য করে আপনার প্রশ্ন লিখুন - আমরা বা অন্য পাঠকরা উত্তর দেব। চাইলে Contact ফর্মে বিস্তারিত পাঠিয়ে ব্যক্তিগত নির্দেশনাও চাইতে পারেন। এছাড়া সংশ্লিষ্ট স্টেপ-বাই-স্টেপ আর্টিকেলগুলো দেখে নিতে পারেন।
Contact ফর্মে আপনার আইডিয়া/টপিক পাঠান। যদি সেটা অনেকের দরকার হয়, আমরা পরবর্তী আর্টিকেলে রাখার চেষ্টা করব।
প্রতিটি পোস্টের নিচে Facebook, WhatsApp, Telegram বা Social Share বাটন ব্যবহার করুন। না থাকলে URL কপি করে পাঠিয়ে দিন। শেয়ার করার আগে দয়া করে নিশ্চিত করুন যে কেউ ব্যক্তিগত বা সেনসিটিভ তথ্য পান না।
আর্টিকেলের নিচে থাকা comment/feedback ব্যবহার করুন অথবা Contact থেকে লিংক ও বিস্তারিত পাঠান। আপনার রিপোর্ট পেলে আমরা দ্রুত চেক করে আপডেট বা করেকশন করব - আপনার ফিডব্যাক সবার উপকারে আসে।
0 Comments
post a comment