ডিগ্রি ১ম বর্ষ : স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস - ক, খ ও গ বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলি

🎓 ডিগ্রি ১ম বর্ষ - স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নাবলি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বা অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য আজকের এই আর্টিকেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে তুলে ধরা হয়েছে “স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস” বিষয়ের ১০০টি ক-বিভাগের প্রশ্নোত্তর, পাশাপাশি ‘খ’ ও ‘গ’ বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহের সমন্বয়ে তৈরি একটি বিশেষ পিডিএফ নোট। যারা এই বিষয়টি ভালোভাবে প্রস্তুত করতে চান, তাদের জন্য নিচের প্রশ্নোত্তরগুলো ও পিডিএফ নোটটি হবে বিশেষ সহায়ক। চলুন দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ সব প্রশ্নোত্তর এক নজরে।

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস - ক, খ ও গ বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলি
⚠️ বিশেষ সতর্কতা : এই প্রশ্নগুলো শুধু পড়লেই পাস করা বা ভালো নম্বর পাওয়া নিশ্চিত নয়। ভাগ্য অনুকূলে থাকলে হয়তো কিছু প্রশ্ন কমন পড়তে পারে, কিন্তু সবগুলো নয়। তাই অবশ্যই বোর্ড নির্ধারিত মূল পাঠ্যবই ভালোভাবে পড়তে হবে।

ক-বিভাগ : অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

ক্রঃ প্রশ্ন উত্তর
বঙ্গভঙ্গ কবে হয় ?১৯০৫ সালে
অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কি ছিলেন ?হোসেন শহীদ সোহরাওয়ার্দী
১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কত দফা ঘোষণা করেন ?২১ দফা
বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি ?মেঘনা
বাংলাদেশের উপর দিয়ে কোন ভৌগোলিক রেখা অতিক্রম করেছে ?কর্কট ক্রান্তি ভৌগোলিক রেখা
ঐতিহাসিক লাহোর প্রস্তাব কত সালে উত্থাপিত হয় ?১৯৪০ সালের ২৩ মার্চ
পদ্মা নদী কোথায় মেঘনার সাথে মিলিত হয়েছে ?চাঁদপুর
বাংলার জনপদগুলার নাম লিখ ?বঙ্গ, গৌড়, পুন্ড্র, হরিকেল, সমতট ইত্যাদি
দ্বি-জাতি তত্বের প্রবক্তা কে ?মুহাম্মদ আলী জিন্নাহ
১০পাকিস্তানে প্রথম সংবিধান কত সালে প্রণয়ন করা হয় ?১৯৫৬ সালে
১১পাকিস্তান গণপরিষদে কে সর্বপ্রথম উর্দুর সাথে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন ?কংগ্রেস সদস্য ধীরেন্দ্র নাথ দত্ত
১২যুক্তফ্রন্ট কখন গঠিত হয় ?১৯৫৩ সালের ৪ ডিসেম্বর
১৩ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে বাংলাদেশকে কতটি ভাগে ভাগ করা যায় ?৩ ভাগে
১৪বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি ?চর্যাপদ
১৫পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন ?চৌধুরী খালেকুজ্জামান
১৬আওয়ামী মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয় ?১৯৪৯ সালের ২৩ জুন
১৭তমদ্দুন মজলিস কে প্রতিষ্ঠা করেন ?অধ্যাপক আবুল কাশেম
১৮PODO এর পূর্ণরূপ কি ?Public Officer Disqualification Order
১৯EBDO এর পূর্ণরূপ কি ?Elective Bodies Disqualification Order
২০LFO এর পূর্ণরূপ কি ?Legal Framework Order
২১বঙ্গবন্ধুকে পশ্চিম পাকিস্তানের কোন কারাগারে  আটক রাখা হয় ?মিয়াওয়ালী কারাগারে
২২মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কি ?বীরশ্রেষ্ঠ
২৩বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কবে উত্তোলন করা হয় ?২ মার্চ ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
২৪বাংলাদেশ সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয়েছে ?১৯৭২ সালের ১৬ ডিসেম্বর
২৫বাকশাল এর পূর্ণরূপ কী ?বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ
২৬পাকিস্তানে প্রথম সামরিক শাসন কে জারি করেন ?ইস্কান্দার মির্জা
২৭ছয়দফা দাবি ঘোষণা করা হয় কখন ?১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি
২৮মুজিবনগর সরকার কখন ঢাকায় প্রত্যাবর্তন করে ছিল ?১৯৭১ সালের ২২ ডিসেম্বর
২৯অস্থায়ী সরকার কবে কোথায় শপথ গ্রহণ করে ?১৭ এপ্রিল ১৯৭১ সালে মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার ভবের পাড়া গ্রামের আম বাগানে
৩০স্বাধীন বাংলাদেশে প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?শেখ মুজিবুর রহমান
৩১কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেন ?ভারত
৩২মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ মোট কয়টি সেক্টরে বিভক্ত ছিল ?১১ টি
৩৩বাংলাদেশ কত তারিখে জাতিসংঘের সদস্যপদ লাভ করে ?১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর
৩৪বাংলাদেশের সংবিধানের নাম কি ?গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
৩৫বঙ্গবন্ধু কত তারিখে সপরিবারে নিহত হন ?১৯৭৫ সালের ১৫ আগস্ট
৩৬আগরতলা ষড়যন্ত্র মামালায় কতজন আসামি ছিল ?৩৫ জন
৩৭কে, কখন, কোথায় শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন ?তোফায়েল আহমেদ ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে ঢাকার রেসকোর্স ময়দানে।
৩৮শামসুজ্জোহা কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন ?রাজশাহী বিশ্ববিদ্যালয়ের
৩৯১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে কতটি আসন লাভ করে ?১৬৭ টি
৪০২৫ মার্চ গণহত্যার সাংকেতিক নাম কি ছিল ?অপারেশন সার্চলাইট
৪১মৌলিক গণতন্ত্র আদেশ কে জারি করেন ?আইয়ুব খান
৪২পাকিস্তানের সংবিধানে কখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয় ?১৯৫৬ সালের ২৯ ফেব্রুয়ারি
৪৩ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্টিত হয় ?১৯২১ সালে
৪৪১৯৭০ সালের নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে ?আওয়ামী লীগ
৪৫অপারেশন সার্চলাইট কি ?১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙ্গালীদের উপর যে বর্বরতা চালায় তাই অপারেশন সার্চলাইট।
৪৬মৌলিক গণতন্ত্রের ভোটাধিকার ছিল কত জনের ?৮০ হাজার
৪৭কোন দাবিকে বাংলার ম্যাগনাকার্টা বলা হয় ?৬ দফাকে
৪৮জনপদ কী ?প্রাচীন কালে সমগ্র ভূখন্ড ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত ছিল। বিভিন্ন জনগোষ্ঠীর নামানুসারে এগুলা জনপদ হিসাবে গড়ে উঠে।
৪৯বঙ্গ জনপদটি কোন অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল ?বৃহত্তর ঢাকা, ফরিদপুর, যশোর, বরিশাল ও পটুয়াখালী।
৫০বাংলাদেশের বৃহত্তম পাহাড় ও উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি ?গারো পাহাড় ও তাজিং ডং বা বিজয়/মদক মুয়াল।
৫১বাঙালিদের উপর কোন নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি ?অস্ট্রিক নরগোষ্ঠীর
৫২বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে ?ইন্দো-ইউরোপীয়
৫৩ঐতিহাসিক লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন ?শেরে বাংলা এ.কে ফজলুল হক
৫৪আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন ?মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
৫৫রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয় ?১৯৪৭ সালের ১ অষ্টোবর
৫৬প্রাচীন বাংলার কোন জনপদের নাম বাংলা হয়েছে ?বঙ্গ ও বাঙ্গাল
৫৭আকবরের শাসনামলে বাংলা কি নামে অভিহিত হতো ?সুবা-ই-বাংলা
৫৮আইন-ই-আকবরী গ্রন্থটির রচয়িতা কে ?শেখ আবুল ফজল
৫৯সংকর জাতি কাকে বলে ?বিভিন্ন নরগোষ্ঠির সমন্বয়ে যে মানব জাতির সৃষ্টি হয় তাই সংকর জাতি।
৬০পুন্ড্র কী ?বাংলার একটি প্রাচীন জনপদ
৬১পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি ?বাংলাদেশ
৬২বঙ্গভঙ্গ কখন রদ করা হয় ?১৯১১ সালে
৬৩ভারত স্বাধীনতা আইন পাস করে কত সালে ?১৯৪৭ সালে
৬৪কাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয় ?হোসেন শহীদ সোহরাওয়ার্দী
৬৫কোন আইন দ্বারা ১৯৪৭ সালে ভারত বিভক্ত হয়েছিল ?ভারত স্বাধীনতা আইন দ্বারা।
৬৬বঙ্গভঙ্গ কে ঘোষণা করে ?লর্ড কার্জন
৬৭অখন্ড স্বাধীন বাংলার গঠনের প্রস্তাবক কে ছিলেন ?হোসেন শহীদ সোহরাওয়ার্দী
৬৮স্বাধীন পাকিস্তানের প্রথম পভর্নর জেনারেল কে ?মুহাম্মদ আলী জিন্নাহ
৬৯কোন কোন দল নিয়ে ‍যুক্তফ্রন্ট গঠিত হয় ?আওয়ামী মুসলিম লীগ, কৃষক প্রজা পার্টি, নেজামে ইসলাম ও গণতন্ত্রী পার্টি।
৭০তমদ্দুন মজলিস কি ?এটি একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠন। বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার লক্ষ্যে ২রা সেপ্টেম্বর ১৯৪৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে যে সাংস্কৃতিক সংগঠন গড়ে উঠে তাকে তমদ্দুন মজলিস বলে।
৭১জাতিসংঘের কোন সংস্থা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ?ইউনেস্কো
৭২ভাষা আন্দোলনের দু’জন শহীদের নাম লিখ ?রফিক ও বরকত
৭৩আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি গানটি কে লিখেছেন ?আব্দুল গাফফার চৌধুরি
৭৪যুক্তফ্রন্ট নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয১৯৫৪ সালে
৭৫১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কত দফা ঘোষণা করেন ?২১ দফা
৭৬১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচন যুক্তফ্রন্টের প্রতীক কি ছিল ?নৌকা
৭৭সামরিক শাসন কী ?সামরিক বাহিনীর প্রত্যক্ষ নিয়ন্ত্রণ থেকে শুরু করে পরোক্ষ নিয়ন্ত্রণ করাকে সামরিক শাসন বলা হয়।
৭৮কখন মৌলিক গণতন্ত্র আদশে জারি করা হয় ?১৯৫৯ সালের ২৭ অষ্টোবর
৭৯পাকিস্তানের প্রথম সামরিক শাসন কে জারি করেন ?ইস্কান্দার মির্জা
৮০আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসমি কে ছিলেনবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৮১বাঙ্গালি জাতির মুক্তির সনদ বলা হয় কাকে ?বঙ্গবন্ধুর ১৯৬৬ সালের ৬ দফা কর্মসূচি বা দাবিকে
৮২ঐতিহাসিক ৬ দফা দাবি কে উত্থাপন করেন ?বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৮৩৬ দফা কত সালে ঘোষণা করা হয় ?১৯৬৬ সালে
৮৪অধ্যাপক শামসুজ্জোহাকে কবে হত্যা করা হয় ?১৯৬৯ সালে ১৮ ফেব্রুয়ারি
৮৫উনসত্তরের গণঅভ্যুত্থানে কারা নিহত হন ?আসাদ, শাসসুজ্জোহা, মতিউর রহমান নিহত হন
৮৬SAC কি এবং কবে গঠিত হয় ?এটি একটি ছাত্র সংগ্রাম পরিষদ যা ১৯৬৯ সালে ৪ জানুয়ারি গঠিত হয়
৮৭শেখ মুজিবুর রহমান কবে অসহযোগ আন্দোলনের ডাক দেয় ?১৯৭১ সালের ৩ মার্চ
৮৮১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু তার ভাষণটি কোথায় দেন ?সোহরাওয়ার্দী উদ্যানে।
৮৯বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণে কি ঘোষণা করেন ?এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
৯০কোন তারিখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় ?২৫ মার্চ মধ্যরাতে অর্থাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে
৯১কে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন ?বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (পরে ২৭ মার্চ তার পক্ষে মেজর জিয়াউর রহমান)
৯২GENOCIDE শব্দটির অর্থ কী ?গণহত্যা
৯৩অপরেশন জ্যাকপট কি ?পাকিস্তান হানাদার বাহিনীর বাংলাদেশের নৌপথের সৈন্য ও অন্যান্য সকল সরঞ্জাম পরিবহনের ব্যবস্থা বানচাল করার প্রক্রিয়কে অপারেশন জ্যাকপট বলা হয়।
৯৪মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী কে ছিলেন ?তাজউদ্দিন আহমেদ
৯৫বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে কবে মুক্তি দেওয়া হয় ?১৯৭২ সালে ৮ জানুয়ারি
৯৬বাংলাদেশ সংবিধান রচনা কমিটির প্রধান কে ?ড. কামাল হোসেন
৯৭বাংলাদেশ সংবিধানে কতটি মূলনীতি আছে ?৪ টি
৯৮বাকশাল গঠিত হয় কোন সংশোধনীর মাধ্যমে ?চতুর্থ সংশোধনীর মাধ্যমে
৯৯বাংলা একাডেমির পুর্ব নাম কী ?বর্ধমান হাউস
১০০পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান হয় কত সালে  ?১৯৫৫ সালে

খ ও গ বিভাগ : গুরুত্বপূর্ণ প্রশ্ন

উপরোক্ত ক বিভাগের প্রশ্নের সাথে খ ও গ বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ পেতে নিচের দেওয়া লিংকে ক্লিক করে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন। আশা করি যারা সময়ের অভাবে বই ধরতে পারেন নি, তাদের কিছুটা হলেও উপকারে আসবে।
This Timer Code

Toki Unlimited
File Type: স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
If Download Does Not Start Then Inform Us On Contact Us Page Of This Blog

🌟 আশা করি এই প্রশ্নাবলি ডিগ্রি ২য় বর্ষের সকল শিক্ষার্থীর জন্য বেশ উপকারী হবে।
ডিগ্রি সম্পর্কিত যেকোনো আপডেট, নোটিশ, কিংবা গুরুত্বপূর্ণ তথ্য জানতে সবসময় আমাদের সাথে থাকুন।

Post a Comment

3 Comments

post a comment