আপনি যদি নতুন ভোটার হিসেবে নিবন্ধন করে থাকেন এবং ফরম নম্বর হাতে থাকে, তাহলে সেই ফরম নম্বর ব্যবহার করে খুব সহজেই অনলাইনে আপনার ভোটার আইডি কার্ডের ডিজিটাল কপি (PDF) সংগ্রহ করতে পারবেন। নিচে প্রতিটি ধাপ স্পষ্টভাবে ব্যাখ্যা করা হলো।
ভোটার নিবন্ধনের সময় পাওয়া স্লিপে সাধারণত ৮ বা ৯ সংখ্যার একটি ফরম নম্বর থাকে। এই নম্বর ব্যবহার করে খুব সহজেই অনলাইনে আপনার জাতীয় পরিচয়পত্রের (NID) PDF কপি ডাউনলোড করা যায়। নিচের ধাপগুলো অনুসরণ করুন।
প্রথমে বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসিয়াল NID সার্ভিস পোর্টালে যান: services.nidw.gov.bd সাইটে প্রবেশের পর Register অপশনে ক্লিক করুন।
এই পেজে আপনার ৮/৯ সংখ্যার ফরম নম্বর, জন্মতারিখ এবং প্রদত্ত ক্যাপচা সঠিকভাবে লিখে Submit করুন।
৯ সংখ্যার ফরম নম্বর হলে অবশ্যই নম্বরের আগে NIDFN যুক্ত করতে হবে (যেমন: NIDFN123456789)।
এরপর আপনার নিবন্ধনের সময় ব্যবহৃত ঠিকানা অনুযায়ী বিভাগ, জেলা এবং উপজেলা নির্বাচন করুন। ভুল তথ্য দিলে সিস্টেম আপনার ডেটা খুঁজে পাবে না।
এখন আপনার মোবাইল নম্বর ভেরিফাই করতে হবে। নিবন্ধনের সময় যে নম্বরটি ব্যবহার করেছিলেন সেটি দিলে ভালো, তবে প্রয়োজনে নতুন নম্বর দিয়েও ভেরিফাই করা যাবে। আপনার ফোনে একটি ৬ সংখ্যার OTP কোড যাবে - সঠিক কোডটি দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করুন।
OTP ভেরিফিকেশন শেষ হলে আপনাকে মুখমণ্ডল যাচাই (Face Verification) করতে হবে। এজন্য নির্বাচন কমিশনের অফিসিয়াল NID Wallet অ্যাপ ডাউনলোড করে নির্দেশনা অনুযায়ী ডানে-বামে-সোজা তাকিয়ে মুখ স্ক্যান করুন।
Android ব্যবহারকারীরা Android অ্যাপ এবং iPhone ব্যবহারকারীরা iOS অ্যাপ ব্যবহার করবেন। অ্যাপ চালু হলে নির্দেশনা অনুসরণ করে ধীরে ধীরে মুখ স্ক্যান করুন। মুখমণ্ডলের মিল পাওয়া গেলে ভেরিফিকেশন সম্পন্ন হবে এবং ওয়েবসাইটে পরবর্তী ধাপ স্বয়ংক্রিয়ভাবে ওপেন হবে।
ফেস ভেরিফিকেশন সম্পন্ন হলে আপনাকে একটি নতুন User Name ও Password সেট করতে বলা হবে। নিরাপদ রাখতে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন।
লগইন অবস্থায় আপনার ড্যাশবোর্ডে Download বাটন দেখতে পাবেন। সেখানে ক্লিক করলেই আপনার ভোটার আইডির PDF ফাইল ডাউনলোড হয়ে যাবে। প্রিন্ট করে প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারবেন।
ফরম নম্বর হারিয়ে গেলে নিকটস্থ উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করুন। প্রয়োজনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তার কপি নিয়ে গেলে তারা আপনার তথ্য যাচাই করে সহায়তা প্রদান করবে। এটি শুধুমাত্র নতুন নিবন্ধিত ভোটারদের জন্য প্রযোজ্য।
NIDFN যুক্ত করুন।উপরের ধাপগুলো অনুসরণ করলে আপনি খুব সহজেই অনলাইনে আপনার ভোটার আইডি কার্ড সংগ্রহ করতে পারবেন। আরও সরকারি সেবা সম্পর্কিত তথ্য পেতে আমাদের সাথে থাকুন।









0 Comments
post a comment