অনলাইনে জন্ম নিবন্ধন সার্চ করলে “No Record Found” আসলে কী করবেন?
অনলাইনে জন্ম নিবন্ধন তথ্য খোঁজার সময়, হাতে লেখা জন্ম নিবন্ধন নম্বর ও জন্মসাল দিয়ে সার্চ করার পর যদি No Record Found লেখাটি আসে, তাহলে কী করবেন?
আপনার হাতে লেখা জন্ম সনদটি অনলাইনে আছে নাকি এটি সম্পূর্ণ ভূয়া, তা নিয়েই আজকের এই আর্টিকেল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
📌 প্রথমে বুঝে নিন:
যদি আপনার হাতে লেখা জন্ম সনদটি সঠিক হয়, তাহলে সেটি অনলাইন করা থাকার কথা। তবে “No Record Found” দেখালে এর কিছু সম্ভাব্য কারণ রয়েছে।
সম্ভাব্য কারণসমূহ ঃ
কারণ - ০১ : সার্চ করার সময় ভুল নিবন্ধন নম্বর বা জন্ম তারিখ দিলে কোনো রেকর্ড পাওয়া যাবে না।
কারণ - ০২ : হাতে লেখা জন্ম সনদের তথ্যের সাথে অনলাইনে থাকা জন্ম সনদের তারিখ, মাস বা সাল ভুল থাকলে “No Record Found” দেখা দিতে পারে।
কারণ - ০৩ : হাতে লেখা জন্ম সনদটি যদি ভূয়া হয়, তাহলে সেটি কখনোই অনলাইনে পাওয়া যাবে না।
তাহলে কীভাবে নিশ্চিত হবেন আপনার জন্ম সনদ অনলাইনে আছে কিনা?
আপনি চাইলে হাতে লেখা জন্ম সনদটি নিয়ে আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ / সিটি কর্পোরেশন অফিসে যেতে পারেন। সেখানে যিনি কম্পিউটারে কাজ করেন,
তার কাছে আপনার সমস্যাটি জানান। তিনি নিজস্ব সিস্টেমে সার্চ করে দেখবেন আপনার জন্ম নিবন্ধন অনলাইন করা আছে কিনা।
যদি অনলাইনে থাকে:
তিনি আপনাকে অনলাইন কপিটি প্রিন্ট করে দিবেন। তখন আপনি মিলিয়ে দেখতে পারবেন হাতে লেখা কপির সাথে কোথায় ভুল রয়েছে।
যদি অনলাইনে না থাকে:
বুঝে নিতে হবে আপনার হাতে লেখা জন্ম সনদটি সম্পূর্ণ ভূয়া। সেক্ষেত্রে অফিসের পরামর্শ অনুযায়ী নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে হবে।
পরবর্তী করণীয় ঃ
যদি আপনার জন্ম নিবন্ধন অনলাইন করা না থাকে, তাহলে নতুন করে অনলাইন আবেদন করতে হবে। নিচে অনলাইনে আবেদন করার নিয়ম দেওয়া হলো:
আর যদি দেখেন আপনার জন্ম নিবন্ধন অনলাইনে আছে কিন্তু নাম, বয়স বা ইংরেজি অনুবাদ ভুল আছে, তাহলে তা সংশোধনের আবেদন করতে হবে।
✳️ টিপস : জন্ম নিবন্ধন সম্পর্কিত যেকোনো তথ্য, অনলাইন আবেদন, সংশোধন বা যাচাই প্রক্রিয়া সম্পর্কে জানতে নিয়মিত আমাদের সাথে থাকুন।
নিত্য নতুন টিপস ও ট্রিকস পেতে আমাদের সাইটে চোখ রাখুন।
0 Comments
post a comment