মোবাইল ডিভাইস থেকে যাদের ব্লগ সাইট ভিজিট করার সময় সাইটের লিংকের শেষে ?m=1 লেখাটি আসে, তখন তা কিভাবে রিমুভ করবেন, তা নিয়ে থাকছে আজকের আলোচনা। ছোট্ট একটি কোডের মাধ্যমে খুব সহজে আপনি এই সমস্যার সমাধান করে নিতে পারবেন। তো চলুন জেনে নেওয়া যাক।
মনে রাখবেন, কম্পিউটারে ব্রাউজ করার সময় লিংকের শেষে কখনো ?m=1 আসে না, শুধুমাত্র মোবাইলে ব্রাউজ করলে ব্লগার লিঙ্কের সাথে ?m=1 লেখাটি চলে আসে।
ব্লগার লিংক থেকে ?m=1 রিমুভ করতে নিচের ধাপগুলা অনুসরণ করুন।
ধাপ - ০১ : প্রথমে নিচ থেকে Html কোডটি কপি করে নিন, তারপর (ধাপ - ১ ও ২) অনুসরণ করুন।
<script type='text/javascript'>
//<![CDATA[
var uri = window.location.toString();
if (uri.indexOf("%3D","%3D") > 0) {
var clean_uri = uri.substring(0, uri.indexOf("%3D"));
window.history.replaceState({}, document.title, clean_uri);
}
var uri = window.location.toString();
if (uri.indexOf("%3D%3D","%3D%3D") > 0) {
var clean_uri = uri.substring(0, uri.indexOf("%3D%3D"));
window.history.replaceState({}, document.title, clean_uri);
}
var uri = window.location.toString();
if (uri.indexOf("&m=1","&m=1") > 0) {
var clean_uri = uri.substring(0, uri.indexOf("&m=1"));
window.history.replaceState({}, document.title, clean_uri);
}
var uri = window.location.toString();
if (uri.indexOf("?m=1","?m=1") > 0) {
var clean_uri = uri.substring(0, uri.indexOf("?m=1"));
window.history.replaceState({}, document.title, clean_uri);
}
//]]>
</script>
ধাপ - ০২ : এখন আপনি আপনার ব্লগের ড্যাশবোর্ড থেকে Theme অপশনটিতে চলে আসুন। এখান থেকে Customize লেখাটির পাশে থাকা ছোট্ট ত্রিভুজ আকৃতির চিহ্নটিতে ক্লিক করে Edit Html সিলেক্ট করুন।
ধাপ - ০৩ : এখন কি-বোর্ড থেকে ctrl+F প্রেস করে </body> ট্যাগটি খুঁজে বের করুন। তারপর কপি করা কোডটি </body> ট্যাগের উপরে বসিয়ে Save করে দিন।
0 Comments
Your comment helps to inspire and motivate a blogger to write something better, so please don't forget to give your feedback after reading each post.
Emoji