যারা এফএম রেডিও শুনতে ভালোবাসেন, সারাদিন অথবা অবসর সময়ে FM Radio শুনেন তাদের জন্য আজকের এই আর্টিকেল। এখন ঘরে বসে স্মার্ট ফোনের মাধ্যমে খুব সহজে বিশ্বের সব FM Radio শুনতে পারবেন। ঘরে বসে যদি সুদুর America, South Africa, Canada, Nigeria সহ বিশ্বের সকল দেশের গান শোনার সুযোগ হয় তাহলে নিশ্চই খুব আহ্লাদিত হবেন। জানেন কী Radio Garden এমন'ই এক Website যেখানে পৃথিবীর যে দেশ বা অঞ্চলের গান শুনতে চান, অনায়াসে শুনতে পারবেন।
২০১৬ সালে পরীক্ষামূলক ভাবে Netherlands Sound and Vision Institute Transnational Radio Encounter তৈরি করতে গিয়ে সৃষ্টি হয় এই রেডিও গার্ডেনের। দুনিয়ার যেকোন প্রান্তের FM শোনা যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে।
Radio Garden ওপেন করলে’ই গ্লোবালের মধ্যে বিশ্বের ম্যাপ ধরা দিবে আপনার হাতে। ছোট বড় সবুজ বিন্দুতে বিভিন্ন দেশের ম্যাপে চিহ্নিত থাকবে সেখানকার Radio Station। Mouse Pointer সেখানে নিয়ে গেলে চলবে সেখানকার গান। পাশে লেখা থাকবে Country Name। আর যদি সেই দেশে একাধিক Radio Station থাকে তার লিস্টও থাকবে, স্ক্রিনে পছন্দ মত Channel বেছে নেওয়া যাবে। আর সেই সঙ্গে জুম অপশনে গিয়ে দেখা যাবে সেই দেশের Satellite view। মজাদার এই সাইটে কেউ চাইলে তার Radio Station সাবমিট করতে পারবে। আর এই রেডিওর মাধ্যমে Music দিয়ে জুড়ে দেবে গোটা বিশ্বকে। Radio Garden এর লিঙ্কে ক্লিক করুন আর পৌঁছে যান বিশ্বের গানের দরবারে।
Google মানচিত্রের Green বিন্দুগুলি সারা বিশ্বের Radio স্টেশনগুলিকে উপস্থাপন করে। বিন্দুগুলির যেকোনো একটিতে ক্লিক করুন এবং আপনি তাৎক্ষণাত খুব ভাল অভ্যর্থনা সহ সেই স্টেশনটি শুনতে পাবেন। আপনারা যারা বহুভাষিক তারা অবশ্যই এটি উপভোগ করতে পারবেন।
2 Comments
😯😯😯
ReplyDeleteValo laglo bro
ReplyDeletepost a comment