ডিগ্রি প্রথম বর্ষ - অর্থনীতি ১ম পত্র ‘ব্যষ্টিক অর্থনীতি’ পরীক্ষার বিগত সালের (২০১৪-২০১৯) প্রশ্নপত্র।

ডিগ্রি শিক্ষার্থীদের সুবিধার কথা ভেবে আমরা এবার দিচ্ছি বিগত বছরের সকল পরীক্ষার প্রশ্নপত্র। এসব প্রশ্ন দেখলে আপনি বুঝতে পারবেন কোন টপিকগুলো বারবার আসে, কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং চলতি পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। বিশেষ করে যারা এখনো বই সংগ্রহ করতে পারেননি, তারা এ প্রশ্নগুলো নোট করে উত্তর সংগ্রহ করে সহজে প্রস্তুতি নিতে পারবেন। এতে আপনার পড়ার চাপ কমবে এবং শেষ মুহূর্তের প্রস্তুতি আরও শক্তিশালী হবে।

অর্থনীতি ১ম পত্র ‘ব্যষ্টিক অর্থনীতি’ পরীক্ষার বিগত সালের প্রশ্নপত্র

আজ আমরা প্রকাশ করছি ডিগ্রি প্রথম বর্ষের অর্থনীতি ১ম পত্রের “ব্যষ্টিক অর্থনীতি” বিষয়টির ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত ছয় বছরের সকল প্রশ্নপত্র। আশা করছি এগুলো আপনার প্রস্তুতিতে বাস্তবিকভাবেই উপকার করবে। (দ্রষ্টব্য: কেবল প্রশ্নপত্র পড়লেই ভালো নম্বর পাওয়া যাবে-এমন ধারণা ঠিক নয়। এগুলো শুধু আপনাকে পরীক্ষার ধরন সম্পর্কে ধারণা দেবে। কিছু প্রশ্ন মিলেও যেতে পারে, তবে সব প্রশ্ন কমন পাওয়া সম্ভব নয়। তাই বোর্ড বই প্রধান প্রস্তুতি হিসেবে পড়তে হবে।)

ডিগ্রি প্রথম বর্ষের - অর্থনীতি ১ম পত্র “ব্যষ্টিক অর্থনীতি” - বছর নির্বাচন করে প্রশ্নপত্র দেখুন
যে বছরের প্রশ্নপত্র দেখতে চান, উপরের বক্স থেকে সেই সাল নির্বাচন করুন

ডিগ্রি প্রথম বর্ষ (২০১৪) পরীক্ষা

বিষয় : অর্থনীতি ১ম পত্র  ‘ব্যষ্টিক অর্থনীতি’ (বিষয় কোড : ১১২২০১)

সময়ঃ ৪ ঘন্টা    পূর্ণমানঃ ৮০

বি.দ্রঃ একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।

ক-বিভাগ (যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও)

১. ক) অর্থশাস্ত্রের জনক কে ?

খ) ব্যষ্টিক অর্থনীতি কি ?

গ) চলক বলতে কি বুঝ ?

ঘ) ইসলামী অর্থনীতির ধারণা দাও ?

ঙ) উপযোগ বলতে কি বুঝ ?

চ) চাহিদার দাম স্থিতিস্থাপকতার সূত্রটি লিখ ?

ছ) MRS কি নির্দেশ করে ?

জ) একটি মোট স্থির খরচ (TFC) রেখা অংকন কর ?

ঝ) গড় ব্যয় (AC) ও প্রান্তিক ব্যয় (MC) কখন সমান হয়?

ঞ) ফার্ম কী ?

ট) গিফেন দ্রব্য কী?

ঠ) নিম খাজনা বলতে কি বুঝ?

খ-বিভাগ (যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

২. সুযোগ ব্যয় কি ? উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে ব্যাখ্যা করা ?

৩. ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য লিখ?

৪. ভোক্তার উদ্ধৃত ধারণাটি চিত্রসহ ব্যাখ্যা কর?

৫. চাহিদারেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয় কেন ?

৬. সম উৎপাদন ও নিরপেক্ষ রেখার মধ্যে পার্থক্য নির্দেশ কর ?

৭. ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য নির্দেশ কর ?

৮. একচেটিয়া বাজারে যোগানরেখা পাওয়া যায় না কেন?

৯. মুনাফার উপাদানসমূহ ব্যাখ্যা করা?

গ-বিভাগ ( যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

১০। ক) অর্থনৈতিক ব্যবস্থা বলতে কী বুঝ?
খ) ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর?

১১। একটি সরল আকৃতির চাহিদা রেখার কোনো নির্দিষ্ট বিন্দুতে স্থিতিস্থাপকতা পরিমাপ কর?

১২। ক) ভোক্তার ভারসাম্য বলতে কী বুঝ?
খ) নিরপেক্ষ রেখা বিশ্লেষণের সাহায্যে ভোক্তার ভারসাম্য ব্যাখ্যা কর?

১৩। ক) গড় খরচ (AC) ও প্রান্তিক খরচ (MC) এর মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর?
খ) স্বল্পকালীন গড় ব্যয় রেখা U আকৃতির হয় কেন?

১৪। ক) পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে?
খ) পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য রেখা চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর?

১৫। সমালোচনাসহ রিকার্ডোর খাজনা তত্ত্বটি ব্যাখ্যা কর?

১৬। ক) চিত্রসহ ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি আলোচনা কর?
খ) এটি কি শুধুমাত্র কৃষিক্ষেত্রে প্রযোজ্য?

১৭। ক) মজুরি কি?
খ) আর্থিক মজুরি ও প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য নির্দেশ কর?

ডিগ্রি প্রথম বর্ষ (২০১৫) পরীক্ষা

বিষয় : অর্থনীতি ১ম পত্র ‘ব্যষ্টিক অর্থনীতি’ (বিষয় কোড : ১১২২০১)

সময়ঃ ৪ ঘন্টা    পূর্ণমানঃ ৮০

বি.দ্রঃ একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।

ক-বিভাগ ( যে কোন ১০টি প্রশ্নের উত্তর দাও )

১. ক) চাহিদা বিধি কি ?

খ) মিশ্র অর্থনীতি কি ?

গ) মাচের চাহিদা বাড়লে মাংসের চাহিদা কিরূপ পরিবর্তন হবে?

ঘ) ভোক্তার উদ্বৃত্ত কি?

ঙ) নিরপেক্ষ মানচিত্র অংকন কর?

চ) উৎপাদন বলতে কি বুঝ?

ছ) ভোক্তার ভারসাম্যের শর্ত দু'টি লিখ?

জ) প্রান্তিক উপযোগ কি?

ঝ) প্লান্ট কাকে বলে ?

ঞ) প্রকৃত মজুরি কি ?

ট) AC ও MC রেখা একত্রে অংকন কর ?

ঠ) দাম বিভেদীকরণ কি?

খ-বিভাগ ( যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

২. বাজার অর্থনীতি বলতে কি বুঝ?

৩. চাহিদার নির্ধরকগুলো লিখ ?

৪. যোগান ও মজুদের মধ্যে পার্থক্যে নির্দেশ কর?

৫. বাজেট রেখা ও নিরপেক্ষ রেখার মধ্যে পার্থক্যে নির্ণয় কর?

৬. চিত্রসহ স্থির ও পরিবর্তনশীল খরচের ধারণা দাও?

৭. দীর্ঘকালীন গড় খরচ রেখার আকৃতি ব্যাখ্যা কর?

৮. পূর্ণ প্রতেযোগিতায় একটি ফার্মকে দাম গ্রহীতা বলা হয় কেন?

৯. একই পেশায় মজুরি হারের তারতম্য হয় কেন?

গ-বিভাগ ( যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

১০। ক) ব্যষ্টিক অর্থনীতি বলতে কি বুঝ?
খ) মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্টগুলো বর্ণনা কর?

১১। ক) বাজার ভারসাম্য বলতে কি বুঝ?
খ) মুক্ত বাজারে কিভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হয় চিত্রে সাহায্যে ব্যাখ্যা কর?

১২। কোণযুক্ত চাহিদা রেখা কাকে বলে ? এ প্রসঙ্গে দামের অনমনীয়তা ধারণাটি ব্যাখ্যা কর?

১৩। নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর?

১৪। সমালোচনাসহ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ব্যাখ্যা কর?

১৫। ক) একচেটিয়া বাজার কাকে বলে?
খ) চিত্রে সাহায্যে একচেটিয়া কারবারির স্বল্পকালীন ভারসাম্য অবস্থা নির্ণয় কর?

১৬। বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতার তত্ত্বটি ব্যাখ্যা কর ?

১৭। ক) উৎপাদন বলতে কি বুঝ ?
খ) নির্দিষ্ট খরচে কিভাবে সর্ব্বোচ্চ উৎপাদন লাভ করা যায় তা চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর?

ডিগ্রি প্রথম বর্ষ (২০১৬) পরীক্ষা

বিষয় : অর্থনীতি ১ম পত্র ‘ব্যষ্টিক অর্থনীতি’ (বিষয় কোড : ১১২২০১)

সময়ঃ ৪ ঘন্টা    পূর্ণমানঃ ৮০

বি.দ্রঃ একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।

ক-বিভাগ ( যে কোন ১০টি প্রশ্নের উত্তর দাও )

১. ক) ধনতান্ত্রিক অর্থনীতি কি ?

খ) মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ কত হবে ?

গ) চা ও কফি কোন ধরণের দ্রব্য ?

ঘ) প্রান্তিক বিকল্পন হার কী ?

ঙ) আয় প্রভাব কী ?

চ) সমউৎপাদন মানচিত্র অংকন কর ?

ছ) ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন কী ?

জ) সুযোগ ব্যয় কী ?

ঝ) সমজাতীয় পণ্য কী ?

ঞ) একজন বিক্রেতার বাজারকে কী বলে ?

ট) চিত্রে কোণযুক্ত চাহিদারেখা দেখাও ?

ঠ) v.m.p এর পূর্ণরূপ লিখ ?

খ-বিভাগ ( যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

২. ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য উল্লেখ কর?

৩. ভোক্তার উদ্ধৃত ধারণাটি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা কর?

৪. পরিমাণগত ও পর্যায়গত উপযোগের মধ্যে পার্থক্য নির্দেশ কর?

৫. নিরপেক্ষ রেখা ও সমউৎপাদন রেখার মধ্যে পার্থক্য নির্ণয় কর?

৬. উৎপাদনের উপাদানসমূহ বর্ণনা কর?

৭. কেন মূল্য বৈষম্যের উদ্ভব হয় ?

৮. চুক্তিবদ্ধ ও ওলিগোপলী এবং অচুক্তিবদ্ধ ওলিগোপলী এর মধ্যে পার্থক্য উল্লেখ কর?

৯. আর্থিক মজুরি ও প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য নির্দেশ কর?

গ-বিভাগ ( যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

১০। ক) অর্থনৈতিক ব্যবস্থা বলতে কী বুঝ?
খ) সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আলোচনা কর?

১১। ক) চাহিদার স্থিতিস্থাপকতা কী?
খ) একটি সরলাকৃতি চাহিদা রেখার কোনো বিন্দুর দাম স্থিতিস্থাপকতা নির্ণয় কর?

১২। ক) সমপ্রান্তিক উপযোগ বিধি কি?
খ) সমপ্রান্তিক উপযোগ বিধির মাধ্যমে একজন ভোক্তা কিভাবে ভারসাম্য লাভ করে , তা চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর?

১৩। ক) নিরেপেক্ষ রেখা ও নিরপেক্ষ মানচিত্র কী?
খ) নিরপেক্ষ রেখার সাহায্যে ভোক্তার ভারসাম্য ব্যাখ্যা কর?

১৪। ক) মাত্রাগত উৎপাদন প্রবাহ কী?
খ) বিভিন্ন ধরণের মাত্রাগত উৎপাদন প্রবাহ চিত্রের মাধ্যমে ব্যাখ্যা কর?

১৫। ক) মোট স্থির খরচ ও মোট পরিবর্তনশীল খরচ কী?
খ) গড় ব্যয় রেখা U আকৃতির হয় কেন ?

১৬। ক) পূর্ণপ্রতিযোগিতা বাজারের সংজ্ঞা দাও?
খ) পূর্ণপ্রতিযোগিতায় স্বল্পকালে একটি ফার্ম ক্ষতি স্বীকার করে উৎপাদন করতে পারে - চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর?

১৭। সমালোচনাসহ রিকার্ডোর খাজনা তত্ত্বটি আলোচনা কর?

ডিগ্রি প্রথম বর্ষ (২০১৭) পরীক্ষা

বিষয় : অর্থনীতি ১ম পত্র ‘ব্যষ্টিক অর্থনীতি’ (বিষয় কোড : ১১২২০১)

সময়ঃ ৪ ঘন্টা    পূর্ণমানঃ ৮০

বি.দ্রঃ একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।

ক-বিভাগ ( যে কোন ১০টি প্রশ্নের উত্তর দাও )

১. ক) অর্থনীতিতে সিদ্ধান্ত গ্রহনকারী এজেন্ট কারা ?

খ) চাহিদার দাম স্থিতিস্থাপকতার সূত্রটি লিখ ?

গ) নিকৃষ্ট দ্রব্য কী ?

ঘ) যোগান বিধি কি?

ঙ) উপযোগ কী ?

চ) MRTS এর পূর্ণরূপ লিখ ?

ছ) উৎপাদকের ভারসাম্যের শর্ত উল্লেখ কর ?

জ) গড় স্থির ব্যয় রেখাটি অঙ্কন কর ?

ঝ) অর্থনৈতিক মুনাফা বলতে কী বুঝ ?

ঞ) নিম খাজনা কী ?

ট) একচেটিয়া বাজরের AR ও MR রেখা অঙ্কন কর ?

ঠ) দীর্ঘমেয়াদ বলতে কী বুঝ ?

খ-বিভাগ ( যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

২. ইতিবাচক ও নীতিবাচক অর্থনীতির মধ্যে পার্থক্য ব্যাখ্যা কর ?

৩. অর্থনৈতিক কার্যাবলির চক্রাকার প্রবাহ ব্যাখ্যা কর ?

৪. স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য নির্দেশ কর ?

৫. অলিগোপলি বাজারের বৈশিষ্ট্যগুলো লিখ ?

৬. বাজেট রেখার বৈশিষ্ট্যগুলো আলোচনা কর ?

৭. গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের ধারণা ব্যাখ্যা কর ?

৮. প্লান্ট , ফার্ম ও শিল্প বলতে কী বুঝ ?

৯. ঝুঁকি ও মুনাফার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর ?

গ-বিভাগ ( যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

১০। ক) চাহিদা সূচি ও চাহিদা রেখা কাকে বলে?
খ) নিম্নে সমীকরণ হতে একটি চাহিদা সূচি তৈরি কর এবং তার ভিত্তিতে চাহিদা রেখা অঙ্কন কর? Qd = 50-5p, যেখানে Qd = চাহিদাী পরিমাণ এবং P = দাম

১১। ক) প্রান্তিক উপযোগ কী?
খ) সমালোচনাসমূহ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি ব্যাখ্যা কর?

১২। ক) দুষ্প্রাপ্যতা ও নির্বাচন বলতে কি বুঝ?
খ) অর্থনীতির মৌলিক সমস্যাসমূহ ব্যাখ্যা কর?

১৩। ক) আয় ভোগ রেখা বলতে কি বুঝ?
খ) নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা কর?

১৪। ক) মোট গড় ও প্রান্তিক ব্যায়ের ধারণাগুলো ব্যাখ্যা কর?
খ) স্বল্পকালীন গড় ব্যয় রেখা এবং দীর্ঘকালীন গড় ব্যয় রেখার মাধ্যে পার্থক্য নির্দেশ কর?

১৫। ক) স্বাভাবিক মুনাফা কাকে বলে?
খ) দেখাও যে, পূর্ণপ্রতিযোগিতায় দীর্ঘমেয়াদে সকল ফার্ম শুধু স্বাভাবিক মুনাফা অর্জন করে ?

১৬। ক) একচেটিয়া বাজার কী?
খ) একচেটিয়া কারবারির স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা কর?

১৭। বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বটি সমালোচনাসহ ব্যাখ্যা কর?

ডিগ্রি প্রথম বর্ষ (২০১৮) পরীক্ষা

বিষয় : অর্থনীতি ১ম পত্র ‘ব্যষ্টিক অর্থনীতি’ (বিষয় কোড : ১১২২০১)

সময়ঃ ৪ ঘন্টা    পূর্ণমানঃ ৮০

বি.দ্রঃ একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।

ক-বিভাগ ( যে কোন ১০টি প্রশ্নের উত্তর দাও )

১. ক) অর্থশাস্ত্রের জনক কে ?

খ) সমাজতান্ত্রিক অর্থনীতি কাকে বলে?

গ) চা ও কফি কোন ধরণের দ্রব্য ?

ঘ) চাহিদা বিধি কী?

ঙ) গিফেন দ্রব্য কী?

চ) চিত্রের সাহায্যে AC ও MC রেখার ছেদ বিন্দু দেখাও?

ছ) একটি উৎপাদন অপেক্ষক লিখ ?

জ) প্রকৃত মজুরি কি ?

ঝ) MRS এর পূর্ণরূপ লিখ ?

ঞ) ভোক্তার উদ্বৃত কি?

ট) অলিগোপলি বাজার কাকে বলে ?

ঠ) প্রান্তিক উপযোগ কাকে বলে ?

খ-বিভাগ ( যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

২. ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য লিখ?

৩. সমপ্রান্তিক উপযোগ বিধি কী ?

৪. চাহিদার নির্ধারকগুলো লিখ ?

৫. পরিমাণগত ও পর্যায়গত উপযোগের মধ্যে পার্থক্য কী?

৬. নিরপেক্ষ রেখা ও সমউৎপাদন রেখার মধ্যে পার্থক্য লিখ ?

৭. স্বল্পকালীন গড় ব্যয় রেখা কেন ইংরেজী U আকৃতির হয়?

৮. পূর্ণপ্রতিযোগিতায় একটি ফার্মকে দাম গ্রতীতা বলা হয় কেন ?

৯. চাহিদা রেখা বাম থোকে ডানে নিম্নগামী হয় কেন ?

গ-বিভাগ ( যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

১০। ক) অর্থনৈতিক ব্যবস্থা বলতে কী বুঝ?
খ) মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ লিখ ?

১১। ক) চাহিদার আয় স্থিতিস্থাপকতা কাকে বলে?
খ) একটি সরলাকৃতি চাহিদারেখার নির্দিষ্ট বিন্দুতে চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় কর?

১২। ক) ভোক্তার ভারসাম্য কাকে বলে ?
খ) নিরপেক্ষ রেখার সাহয্যে ভোক্তার ভারসাম্য ব্যাখ্যা কর?

১৩। ক) স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে পার্থক্য লিখ ?
খ) কোন রেখাকে এনভেলাপ রেখা বলা হয় এবং কেন ? চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা?

১৪। ক) মাত্রাগত উৎপাদন কী?
খ) বিভিন্ন ধরনের মাত্রাগত উৎপাদন চিত্রের সাহয্যে ব্যাখ্যা কর?

১৫। ক) পূর্ণপ্রতিযোগিতা বাজার কাকে বলে?
খ) পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা কর?

১৬। ক) চিত্রসহ ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি ব্যাখ্যা কর?
খ) এটি কী শুধুমাত্র কৃষিক্ষেত্রে প্রযোজ্য ?

১৭। সমালোচনাসহ রেকার্ডোর খাজনা তত্ত্বটি ব্যাখ্যা কর

ডিগ্রি প্রথম বর্ষ (২০১৯) পরীক্ষা

বিষয় : অর্থনীতি ১ম পত্র ‘ব্যষ্টিক অর্থনীতি’ (বিষয় কোড : ১১২২০১)

সময়ঃ ৪ ঘন্টা    পূর্ণমানঃ ৮০

বি.দ্রঃ একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।

ক-বিভাগ ( যে কোন ১০টি প্রশ্নের উত্তর দাও )

১. ক) অদৃশ্য হস্ত বলতে কী বোঝায় ?

খ) চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতার সূত্রটি লিখ

গ) নিকৃষ্ট দ্রব্য কী ?

ঘ) প্রান্তিক উপযোগ শূন্য হলে মোট উপযোগের মান কী হয় ?

ঙ) MRTS কি নির্দেশ করে?

চ) উৎপাদন সম্প্রসারণ পথ কী ?

ছ) AFC রেখার আকৃতি কেমন হয় ?

জ) ভোক্তার উদ্বৃত কি?

ঝ) উৎপাদন বন্ধের বিন্দু কী?

ঞ) অর্থনৈতিক মুনাফা বলতে কী বোঝায় ?

ট) কার্টেল কী ?

ঠ) প্রান্তিক জমি বলতে কী বোঝায়?

খ-বিভাগ ( যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

২. সুযোগ ব্যয় ধারণাটি রেখাচিত্রের সাহয্যে ব্যাখ্যা কর ?

৩. চাহিদার সংকোচন-সম্প্রসারণ ও চাহিদার হ্রাস-বৃদ্ধির মধ্যে পার্থক্য নির্দেশ কর ?

৪. যোগান ও মজুদের মধ্যে পার্থক্য নির্দেশ কর?

৫. দেখাও যে, নিরপেক্ষ রেখা সচরাচর মূল বিন্দুর দিকে উত্তল হয়?

৬. দেখাও যে. AC রেখার সর্বনিম্ন বিন্দুুতে MC রেখা ছেদ করে?

৭. ফার্মের মোট আয় , গড় আয় ও প্রান্তিক আয়ের ধারণাসমূহ উদাহরণসহ ব্যাখ্যা কর?

৮. মুনাফা ও ঝুঁকির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর?

৯. একচেটিয়া কারবারের বৈশিষ্ট্যগুলো লিখ?

গ-বিভাগ ( যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

১০। ক) অপ্রতুলতার সমস্যা বলতে কী বোঝায় ?
খ) সম্পদের অপ্রতুলতা নয় বরং অদক্ষ ব্যবহারই অর্থনৈতিক সমস্যার জন্ম দেয় - ব্যাখ্যা কর?

১১। ক) একটি কাল্পনিক যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন কর?
খ) উৎপাদকের উদ্বৃত্ত ধারণাটি চিত্রের সাহয্যে ব্যাখ্যা কর?

১২। ক) ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কী?
খ) প্রান্তিক উপযোগ রেখা থেকে ভোক্তার চাহিদা রেখা অঙ্কন কর?

১৩। ক) আয় প্রভাব কাকে বলে ?
খ) দেখাও যে, দাম প্রভাব = পরিবর্তক প্রভাব + আয় প্রভাব ?

১৪। ক) উৎপাদনকারীর ভারসাম্যবলতে কী বোঝায়?
খ) কিভাবে একজন উৎপাদনকারী সর্বনিম্ন খরচের উপকরণ সংমিশ্রণ নির্ণয় করে?

১৫। ক) স্বাভাবিক মুনাফা বলতে কী বোঝায়?
খ) পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারে কোন ফার্মের স্বল্পকালীন যোগান রেখা অঙ্কন কর?

১৬। ক) একচেটিয়া বাজার বলতে কী বোঝায় ?
খ) চিত্রের সাহায্যে একচেটিয়া কারবারির স্বল্পকালীন ভারসাম্য অবস্থা নির্ণয় কর?

১৭। ক) অনুপার্জিত আয় বলতে কী বোঝায় ?
খ) আর্থিক মজুরি ও প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য নির্দেশ কর?

বিগত বছরের প্রশ্নপত্রগুলো একসাথে দেখে পড়া শুধু প্রস্তুতিকে সহজ করে না, বরং কোন অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটাও স্পষ্ট ধারণা দেয়। আশা করি ২০১৪–২০১৯ সালের প্রশ্নসংকলন আপনাকে প্রস্তুতিতে আরও সুসংগঠিত হতে সাহায্য করবে। নিয়মিত অনুশীলন ও অধ্যবসায়ের মাধ্যমে ভালো ফলাফল অর্জন করা অবশ্যই সম্ভব। জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ নোটিশ, প্রস্তুতি উপকরণ ও সহায়ক তথ্য নিয়মিত পেতে আমাদের সাইটে চোখ রাখুন।

এই পোস্টে কোনো ভুল/আপডেট থাকলে আমাদের জানান
এই আর্টিকেলে কোনো ভুল তথ্য, বানান ত্রুটি, পুরোনো তথ্য, ভাঙা লিংক, প্রয়োজনীয় আপডেটের অভাব বা অন্য কোনো অসঙ্গতি লক্ষ্য করলে অনুগ্রহ করে সংক্ষেপে জানিয়ে আমাদের সহযোগিতা করুন।
বাটনে ক্লিক করলে আপনার ডিভাইসের ইমেইল অ্যাপ বা Gmail-এ রিপোর্টটি অটো লিখে খুলে যাবে।
রিপোর্ট পাঠানোর জন্য ইমেইল উইন্ডো ওপেন করার চেষ্টা করা হয়েছে। সরাসরি না খুললে ব্রাউজারে Gmail খুলে যেতে পারে (বিশেষ করে কম্পিউটারে)।

Post a Comment

0 Comments