ডিগ্রি প্রথম বর্ষের ‘ব্যবস্থাপনা ১ম পত্রের’ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
যারা ডিগ্রি ১ম বর্ষের ব্যবস্থাপনা ১ম পত্রের প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এখানে দেওয়া হলো (ক বিভাগের) গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা বেশ বেশি। যাদের এখনো বই সংগ্রহ করা হয়নি, তারা এই প্রশ্নোত্তরগুলা নোট করে পড়া শুরু করে দিতে পারেন। এতে আপনার সময় ও পরিশ্রম দুই-ই বাঁচবে, পাশাপাশি পরীক্ষার সর্বশেষ প্রস্তুতির জন্যও এটি বেশ কার্যকর ভূমিকা রাখবে।
| ১। ব্যবসায় কাকে বলে ? |
| উঃ মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য ও সেবাসামগ্রী উৎপাদন, বন্টন ও এর সহায়ক সকল বৈধ কাজকে ব্যবসায় বলা হয়। |
| ২। বিশ্বায়নের সংজ্ঞা দও ? |
| উঃ আধুনিক ব্যবসায় জগতে সমগ্র বিশ্বকে একটি গ্রাম বা অঞ্চল ও দেশ হিসেবে গণ্য করে ব্যবসায় কার্যক্রম পরিচালনা করাই হলো বিশ্বায়ন। |
| ৩। প্রত্যয়পত্র কাকে বলে ? |
| উঃ প্রত্যয়পত্র হলো আমদনিকারকদের আর্থিক সচ্ছলতা সম্পর্কে ব্যাংক কর্তৃক প্রদত্ত রশিদ বা নিশ্চয়তার প্রমাণ পত্র। |
| ৪। ব্যবসায়িক নৈতিকতা কী ? |
| উঃ ব্যবসায়ের ক্ষেত্রে ব্যবসায়ীর সততা,আদর্শ,ন্যায়-নীতি ও আইন-কানুন ইত্যাদি মেনে চলার প্রক্রিয়াকে ব্যবসায়িক নৈতিকতা বলা হয় । |
| ৫। PEST - এর পূর্ণরূপ কী ? |
| উঃ Political economic socio-culture technological. |
| ৬। স্টক বলতে কী বুঝায় ? |
| উঃ যৌথ মূলধনী কোম্পানির মোট প্রধানধনকে কতকগুলো অসম ক্ষুদ্র অঙ্গের প্রকাশ করা হলে তাকে স্টক বলে । |
| ৭। প্রজনন শিল্প বলতে কী বুঝায় ? |
| উঃ যে শিল্পে উৎপাদিত পণ্য সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদনের কাজে ব্যবহৃত হয় তাকে প্রজনন শিল্প বলে । |
| ৮। TCB- এর পূর্ণরূপ লিখ ? |
| উঃ Trading corporation of bangladesh |
| ৯। পুনঃরপ্তানি কী? |
| উঃ এক দেশ হতে পণ্য আমদানি করে অধিক মুনাফার আশায় পুনরায় অন্য কোন দেশে বিক্রয় করাকে পুনঃরপ্তানি বলে। |
| ১০। প্রভাব লেখ কী ? |
| উঃ প্রভাব লেখ হলো পণ্যের উৎপত্তি স্থলের প্রমাণপত্র। রপ্তানিকারক পণ্যের উৎপত্তি স্থল সম্পর্কে যে ঘোষণা পত্র প্রদান করে তাকে প্রভাব লেখ বলে । |
| ১১। বাণিজ্য বলতে কী বুঝায় ? |
| উঃ মুনাফা অর্জনের জন্য পণ্য ও সেবার বন্টন এবং বন্টন সহায়ক কার্যাবলিকে বাণিজ্য বলে। |
| ১২। রাষ্ট্রীয় ব্যবসায় কী ? |
| উঃ রাষ্ট্র কর্তৃক গঠিত ও পরিচালিত ব্যবসায়কে রাষ্ট্রীয় ব্যবসায় বলে। |
| ১৩। শেয়ার কী ? |
| উঃ কোম্পানির মূলধনের ক্ষুদ্রতম অংশ বা একককে বলা হয় শেয়ার। |
| ১৪ । ঋণপত্র কী ? |
| উৎ ঋণপত্র হচ্ছে একটি ঋণের দলিল যার মাধ্যমে পাবলিক লিঃ কোম্পানি জন সাধারণের কাছ থেকে একটি নির্দিষ্ট হারে প্রতি বছর সুদ প্রদানের প্রতিশ্রুতি দিয়ে ঋণগ্রহন করে এবং নির্দিষ্ট সময়ান্তে তা পরিশোধে অঙ্গীকার ব্যক্ত করে। |
| ১৫। ব্যবসায়ের অবস্থান কী ? |
| উঃ ব্যবসায় প্রতিষ্ঠান যেখানে অবস্থিত বা যে বিশেষ স্থানে গড়ে উঠেছে তাকে ব্যবসায়ের অবস্থান বলে । |
| ১৬। কোম্পানি কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে কী বুঝায় ? |
| উঃ যে আইনগত সত্তা ব্যক্তি না হয়েও কোম্পানি নিজ নামে লেনদেন করতে, চুক্তি করতে বা ব্যক্তির ন্যায় অধিকার প্রয়োগ করতে পারে তাকে কোম্পানির কৃত্রিম সত্তা বলে। |
| ১৭। SWOT বিশ্লেষণ কী ? |
| উঃ SWOT বিশ্লেষণ হলো কৌশলগত পরিকল্পনা বা সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে পরিবেশ পরিস্থিতি বিশ্লেষণের আধুনিক পদ্ধতি। |
| ১৮ । EPZ শব্দের পূর্ণরূপ কি ? |
| উঃ Export Proccessing Zone. |
| ১৯। বণিক সভা কাকে বলে ? |
| উঃ দেশের কোন একটি অঞ্চলের বা সমগ্র দেশের শিল্পোদ্যোক্তা বা ব্যবসায়ীগণ নিজেদের স্বার্থ সংরক্ষণ ও ব্যবসায়ের উন্নয়ন ত্বরান্বিত করার উদ্দেশ্য যে সংগঠন গড়ে তোলে তাকে বণিক সভা বা বণিক সমিতি বলে। |
| ২০। GSP- এর পূর্ণরূপ লিখ ? |
| উঃ Generalized system of preferences. |
| ২১। সীমিত অংশীদার কে? |
| উঃ চুক্তি অনুযায়ী ব্যবসায়ের অংশীদারের দায় সীমাবদ্ধ হলে, তাকে সীমিত অংশীদার বলে। |
| ২২। কার্য পরিবেশ কাকে বলে ? |
| উঃ বাইরের যে সকল পক্ষ ব্যবসায়ের কাজের উপর প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে তাদের সমন্বয়ে যে পরিবেশ পড়ে উঠে তাকে কার্য পরিবেশ বলে। |
| ২৩। নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার কে ? |
| উঃ যে অংশীদারগণ ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে এবং লাভ লোকসানে অংশ গ্রহন করে কিন্তু ব্যবসায়ের ব্যবস্থাপনা ও পরিচালনায় অংশগ্রহন করে না,তাকে ঘুমন্ত অংশীদার বলে। |
| ২৪। পাবলিক লিঃ কোম্পানি কাকে বলে ? |
| উঃ যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন সাত জন এবং সর্বোচ্চ এর শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, যা শেয়ার ও ঋণপত্র জনগণের উদ্দেশ্যে বিক্রয়ের লক্ষ্যে আবেদন জানাতে পারে এবং যার শেয়ার অবাধে হস্তান্তর যোগ্য, তাকে পাবলিক লিঃ কোম্পানি বলে। |
| ২৫। প্রাইভেট লিঃ কোম্পানি কাকে বলে? |
| উঃ যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন দু’জন এবং সর্বোচ্চ ৫০ জনে সীমাবদ্ধ এবং যার শেয়ার অবাধে হস্তান্তর যোগ্য নয়, তাকে প্রাইভেট লিঃ কোম্পানি বলে। |
| ২৬। WTO কী ? |
| উঃ দীর্ঘ আলোচনা, চেষ্টা-প্রচেষ্টা ও উন্নয়নের ধারার মধ্য দিয়ে বিশ্ব বাণিজ্যকে সকলের জন্য কল্যাণকর করতে যেই প্রতিষ্ঠান সবচেয়ে বেশি প্রভাবশালী ভূমিকা রাখতে সমর্থ হয়েছে তাকে বিশ্ব বাণিজ্য সংস্থা বলে। |
| ২৭। ন্যূনতম চাঁদা কী ? |
| উঃ পাবলিক লিঃ কোম্পানির প্রবক্তাগণকে কোম্পানি রেজিস্ট্রেশন করার পূর্বে ন্যূনতম যে পরিমাণ চাঁদা তহবিল সংগ্রহ করতে হয়, তাকে ন্যূনতম চাঁদা বলে। |
| ২৮। নৌ-ভটক পত্র কী ? |
| উঃ আমদানিকারকদের নিকট পণ্য প্রেরণের জন্য রপ্তানিকারক এবং জাহাজ কর্তৃপক্ষের মধ্যে সম্পূর্ণ জাহাজ অথবা জাহাজের অংশ বিশেষ ভাড়া দেওয়ার জন্য যে চুক্তি সম্পাদিত হয়, তাকে নৌ-ভটক পত্র বলা হয়। |
| ২৯। ব্যবসায় জোট কী ? |
| উঃ পারস্পরিক প্রতিযোগিতা পরিহার করে অধিক মুনাফা অর্জনের উদ্দেশ্য কতিপয় ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ জোটবদ্ধ হয়ে যে সংগঠন গড়ে তোলে তাকে ব্যবসায়ী জোট বলে। |
| ৩০। সেবা শিল্প কাকে বলে ? |
| উঃ যে শিল্প মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করার কাজে নিয়োজিত, তাই সেবা শিল্প। |
| ৩১। পণ্য বিনিময় কি ? |
| উঃ মুনাফার্জনের উদ্দেশ্য পণ্য ও সেবার বন্টন এবং বন্টন সহায়ক কার্যাবলিকে পণ্য বিনিময় বলা হয়। |
| ৩২। ব্যবসায়ের কাম্য আয়তন কি ? |
| উঃ ব্যবসায়ের কাম্য আয়তন হলো প্রতিষ্ঠানের বিভিন্ন উপায় উপাদানের সমন্বয়ে সৃষ্ট এমন একটি পর্যায় যেখানে প্রতিষ্ঠানের আয় ও ব্যয়ের তুলনামূলক বিশ্লেষণে মুনাফার পরিমাণ সর্বোচ্চ হয়। |
| ৩৩। ব্যবসায়িক পরিবেশ কাকে বলে ? |
| উঃ যে সব পারিপার্শ্বিক অবস্থার মধ্যে দিয়ে ব্যবসায়ের কার্যকলাপ সংগঠিত ও পরিচালিত হয়, তাই ব্যবসায়ের পরিবেশ। |
| ৩৪। ব্যবসায়ের পরিবেশ কত প্রকার ? |
| উঃ ২ প্রকার - অভ্যন্তরীণ ও বাহ্যিক। |
| ৩৫। অংশীদারি চুক্তিপত্র কি ? |
| উঃ অংশীদারি ব্যবসায় গঠন করার জন্য যে চুক্তি প্রণয়ন করা হয় তাকে অংশীদারি চুক্তিপত্র বলে। |
| ৩৬। সক্রিয় অংশীদার কি ? |
| উঃ অংশীদারি ব্যবসায়ের মালিকদের মধ্যে যারা ব্যবসায়ের মূলধন বিনিয়োগ করে এবং সক্রিয়ভাবে নিজে অংশগ্রহণ করে তাকে সাধারণ বা সক্রিয় অংশীদার বলে। |
| ৩৭। বিবরণপত্র কি ? |
| উঃ কোনো পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধিত হওয়ার পর মূলধন সংগ্রহের উদ্দেশ্যে জনসাধারণের কাছে তার শেয়ার বা ঋণপত্র ক্রয়ের আহবান জানিয়ে যে দলিল বিলি করে তাকে বিবরণপত্র বলে। |
| ৩৮। শেয়ার মূলধন কি ? |
| উঃ যৌথ মূলধনী কোম্পানি শেয়ার বিক্রয়ের মাধ্যমে যে মূলধন সংগ্রহ করে তাই শেয়ার মূলধন। |
| ৩৯। শেয়ার বাজার বলতে কি বুঝ ? |
| উঃ শেয়ার বাজার বলতে এমন একটি অনুমোদিত স্থানকে বোঝায় যেখানে নিবন্ধিত পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার, ঋণপত্র, বন্ড ক্রয়-বিক্রয় করা হয়। |
| ৪০। FBCCI এর পূর্ণরূপ কি ? |
| উঃ Federation Of Bangladesh Chamber Of Commerce And Industry. |
| ৪১। FBCCI কত সালে প্রতিষ্ঠিত হয় ? |
| উঃ ১৯৭৩ সালে |
| ৪২। বাণিজ্য নীতি কি ? |
| উঃ দেশের বৈদেশিক বাণিজ্য পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন সময়ে সরকার যে নীতি প্রণয়ন করে তাকে বাণিজ্য নীতি বলে। |
| ৪৩। ব্যবস্থাপনা প্রতিনিধি কি ? |
| উঃ ব্যবস্থাপনা প্রতিনিধি বলতে এমন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বোঝায়, যারা চুক্তি অনুযায়ী পরিচালক পর্ষদের নিয়ন্ত্রণে থেকে কোন যৌথ মূলধনী কোম্পানির ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে। |
| ৪৪। EPZ এর পূর্ণরূপ কি ? |
| উঃ Export Proccessing Zone |
| ৪৫। কাঁচা রশিদ কি ? |
| উঃ রপ্তানি পণ্য জাহাজে বোঝাইয়ের পর জাহাজের কাপ্তান যে রশিদ প্রদান করে তাই হচ্ছে কাঁচা রশিদ। |
| ৪৬। বহুজাতিক কর্পোরেশন কি ? |
| উঃ যে সকল প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় একটি দেশে থাকে এবং উক্ত কার্যালয়ের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে তাদের কার্যক্রম পরিচালনা করে, তা বহুজাতিক কর্পোরেশন। |
| ৪৭। আন্তজার্তক পরিবেশ কি ? |
| উঃ স্বদেশ এবং বিদেশে যেখানে ব্যবসায় প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করে সেখানকার পারিপার্শ্বিক উপাদানগুলোর অবশ্যম্ভাবী ক্রিয়া প্রতিক্রিয়াই হলো আন্তজার্তক পরিবেশ। |
| ৪৮। সমবায় শব্দের অর্থ কি ? |
| উঃ মিলন |
| ৪৯। সমবায় সমিতির উপবিধি কি ? |
| উঃ সমবায়ের অভ্যন্তরীণ ও বাহ্যিক কার্য পরিচালনা ও নিয়ন্ত্রণ সংক্রান্ত যাবতীয় বিষয় যে দলিলে উল্লেখ থাকে, তাই সমবায় সমিতির উপবিধি। |
| ৫০। SAARC এর পূর্ণরূপ কি ? |
| উঃ South Asian Association For Regional Co-Operation |
আশা করি এই প্রশ্নোত্তরগুলা ডিগ্রি ১ম বর্ষের বিবিএস গ্রুপের শিক্ষার্থীদের জন্য বেশ উপকারী হবে। ডিগ্রি সম্পর্কিত যেকোনো আপডেট, নোটিশ, কিংবা গুরুত্বপূর্ণ তথ্য জানতে সবসময় আমাদের সাথে থাকুন।


6 Comments
আলহামদুলিল্লাহ বাংলাদেশ ও অভ্যুদয়ের ইতিহাস সাবজেক্টে খুব ভালো কমন আসছে
ReplyDeleteThanks For Your Comment 🙂
Deletethank you soo much amader ei vabe help korar jonno......
ReplyDeleteThanks For Your Comment 🙂
DeleteThank you so much....
ReplyDeleteThis is really helpful ❤️😊
Thanks For Your Comment 😊
Deletepost a comment