মোবাইল ব্যাংকিং এমন একটা সার্ভিস যেখানে ব্যাংকিং সম্পর্কিত যেকোনো অর্থনৈতিক লেনদেন স্মার্টফোন বা ট্যাবলেটের সাহায্যে করতে পারবেন। অর্থাৎ, ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো তাদের সার্ভিস গ্রাহকদের দেওয়ার জন্য একটি মোবাইল অ্যাপ ব্যবহার করে। আর এ অ্যাপের মাধ্যমে গ্রাহকরা দিন রাত ২৪ ঘন্টা সকল সার্ভিস মোবাইলের মাধ্যমে গ্রহন করতে পারে। দেশের অর্থনীতিতে মোবাইল ব্যাংকিং এর গুরুত্ব অপরিসীম। ভবিষ্যতেও এটি আরও অনেক অগ্রসর হবে। বর্তমানে প্রায় সবাই মোবাইল ব্যাংকিং এর সাথে যুক্ত। কারণ এর এমন কিছু সুবিধা আছে যা প্রয়োজনীয় সময় কাজে লাগবে। চলুন তাহলে এর সুবিধা ও অসুবিধা সম্পর্কে জেনে নেই।
মোবাইল ব্যাংকিং এর সুবিধা :
মোবাইল ব্যাংকিং এর সাহায্যে যেসব সুবিধা পাওয়া যায় তা নিম্নে দেওয়া হলো –
১) Mobile Banking এর সাহায্যে দেশের ও দেশের বাহিরের যেকোন জায়গা থেকে দিন রাত ২৪ ঘন্টা লেনদেন করা যায়।মোবাইল ব্যাংকিং এর অসুবিধা :
মোবাইল ব্যাংকিং এর যেমন সুবিধা রয়েছে তেমনি কিছু অসুবিধাও রয়েছে। এর কয়েকটি অসুবিধা হলো –
১) পাসওয়ার্ড চুরি করে হ্যাকাররা গ্রাহকের একাউন্ট থেকে টাকা চুরি করতে পারে।মোবাইল ব্যাংকিং বাংলাদেশ :
বর্তমানে বাংলাদেশে বেশ কয়েকটি ব্যাংকিং সংস্থা মোবাইল ব্যাংকিং এর সার্ভিস প্রদান করে। নিচে কয়েকটি পরিচিত ব্যাংকিং সংস্থার নাম জেনে নিন। বিকাশ, রকেট, নগদ, ইউ ক্যাশ, মাই ক্যাশ, টি ক্যাশ, এম ক্যাশ, সিউর ক্যাশ ইত্যাদি।
বাংলাদেশের বিভিন্ন ব্যাংকিং প্রতিষ্ঠান তাদের নিজস্ব মোবাইল ব্যাংকিং অ্যাপ তৈরী করেছে।আপনারা সেই অ্যাপগুলি প্লে স্টোর থেকে নিজের স্মার্টফোনে ইনস্টল করে তাদের সার্ভিস গুলির সুবিধা নিতে পারেন। উপরে যে কয়েকটি ব্যাংকের অ্যাপের কথা বললাম, তাদের মধ্যে বিকাশ রকেট বহু প্রচলিত।বর্তমানে ব্র্যাক ব্যাংক লিমিটেড পক্ষ থেকে আসা বিকাশ ও ডাচ-বাংলা লিমিটেড পক্ষ থেকে রকেট এই 2 ব্যাংকের প্রচার আপনি সর্বোচ্চ স্থানে দেখতে পাবেন। বর্তমানে বাংলাদেশ মোবাইল ব্যাংকিং সেক্টরে এই 2 ব্যাংকের রাজত্ব চলছে। তবে আস্তে আস্তে অন্য সব সার্ভিস গুলো খুবই জনপ্রিয়তা পাচ্ছে।
আশা করি মোবাইল ব্যাংকিং সম্পর্কে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি। তবে এর দু'একটি অসুবিধা থাকলেও বর্তমান সমাজে এর সুবিধাগুলো অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিনিয়ত নিত্যনতুন টিপস ও ট্রিকস জানতে আমাদের সাথে থাকুন।
-------------------------------------
2 Comments
good information
ReplyDeletethanks for your comment
DeleteYour comment helps to inspire and motivate a blogger to write something better, so please don't forget to give your feedback after reading each post.